ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ দাবি করায় ৪ জন গ্রেপ্তার
Published: 24th, February 2025 GMT
ঈশ্বরদীতে এক মৎস্য খামারিকে আটকে আপত্তিকর ভিডিও ধারণের পর তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি করা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি।
গ্রেপ্তাররা হলো- পৌর শহরের মধ্য অরনকোলা এলাকার বাসিন্দা মৃত শহিদুল ইসলামের স্ত্রী মোছা.
পুলিশ জানায়, উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়কান্দি গ্রামের মৎস্য খামার ব্যবসায়ী মো. রুহুল আমিনের সঙ্গে এক নারীর মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয়। ওই নারী অপহরণ চক্রের সদস্য। মুঠোফোনে ওই নারীর ডাকে রুহুল শহরের আলহাজ মোড় এলাকায় স্থানীয় মো. আতিকের বাড়ির ভাড়াটিয়া মো. মিজানুর রহমানের বাড়িতে যায়। পরে তাদের দুজনের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রুহুল আমিনের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। এসময় তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
পরে রুহুল আমিন তার মুঠোফোনের মাধ্যমে ঘটনাটি তার বড় ভাই মকছেদ আলীকে জানালে পুলিশি সহায়তায় তাকে উদ্ধার ও চক্রটির চার সদস্যকে শনিবার রাতে আলহাজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রুহুল আমিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়কান্দি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
রুহুলের বড় ভাই মকছেদ আলী বলেন, আমার ছোট ভাই সকালে বাড়ি থেকে বেরিয়ে রাতে বাসায় ফিরে না আসায় উদ্বিগ্ন ছিলেন পরিবারের সবাই। এরই মধ্যে রাতে মুঠোফোনে ছোট ভাই জানায় তাকে আটকে রাখা হয়েছে, তিন লাখ টাকা না দিলে তাকে হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে বিকাশে এক লাখ টাকা দিয়ে আমি থানায় লিখিত অভিযোগ করি। পরে পুলিশি সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, একটি চক্র এই অপহরণ কার্যক্রমে জড়িত থেকে এ ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। উল্লিখিত রুহুল আমিনকেও কৌশলে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করে এই চক্র। ওই এলাকায় গোপনে অসামাজিক কার্যকলাপও চলে আসছিল। এসব ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। ঘটনাটি শোনামাত্রই তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীকে উদ্ধার ও চক্রটির ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে তাদের পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: র হ ল আম ন সদস য
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক
বাড়ির ভেতর ঢুকে বাবা-মাকে মারধরের পর এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় ঘটনাটি ঘটে। বিকেল ৫টার দিকে ভুক্তভোগীকে উদ্ধার ও মূল অভিযুক্ত আটক করে পুলিশ।
অভিযুক্ত সঞ্চয় (২০) উপজেলার ফাঁসিতলা এলাকার মোঘলটুলী গ্রামের রাফিউল ইসলাম রাফির ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন ওই শিক্ষার্থী। কিছুক্ষণ পর সঞ্চয়সহ ১৫-২০ জন লাঠি নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল লুট করে। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা ওই শিক্ষার্থীর বাবা-মাকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে তারা শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
আরো পড়ুন:
ধামরাইয়ে চালক-হেলপারকে মারধর করে তেলবাহী ট্রাক ছিনতাই
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পুলিশ বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কামারদহ ফেলুপাড়া গ্রামে অভিযান চালিয়ে চাঁন মিয়ার বাড়ি থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত সঞ্চয়কে আটক ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিচ্ছিলেন সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
ঘটনাটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত সঞ্চয়কে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঢাকা/মাসুম/মাসুদ