গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায়, ২ যুবকের মৃত্যু
Published: 25th, February 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি সড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক জিহাদ হোসেন (২৫) ও মো. সিফাত হোসেন (৩০) নামে দুই যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্ৰামে ও বিকেলে টেংরা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ওয়াদ্দারদিঘি দক্ষিণ পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
নিহত জিহাদ হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্ৰামের মানিক মিয়ার ছেলে। সিফাত হোসেন একই জেলার গফরগাঁও উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা সম্ভব হয়নি।
ওসি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দুটি ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, নিজ মোটরসাইকেলে করে প্রেমিকাকে পেছনে বসিয়ে ঘুরতে যান জিহাদ হোসেন (২৫)। শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর এলাকায় নাজিমুদ্দিন মেম্বারের বাড়ির সামনে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন।
এসময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মোসা. সোহানা নামের এ কিশোরী গুরুতরভাবে আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার টেংরা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ওয়াদ্দার দিঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. সিফাত হোসেন নামের এক যুবক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটরসাইকেলে চড়ে টেংরা অভিমুখে যাচ্ছিলেন সিফাত হোসেন। পথে ওয়াদ্দার দিঘী এলাকায় বিপরীতমুখী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই সিফাত নিহত হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দুটি ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রফিক/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন উপজ ল র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ আগস্ট ২০২৫)
ইংল্যান্ড–ভারত ওভাল টেস্টের তৃতীয় দিন আজ।ওভাল টেস্ট–৩য় দিন
ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
কানাডিয়ান ওপেন
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
আগামীকাল সকাল ৬টা, পিটিভি স্পোর্টস ও টি স্পোর্টস