Samakal:
2025-09-17@23:13:58 GMT

উৎসবে বিদায়ের সুর

Published: 27th, February 2025 GMT

উৎসবে বিদায়ের সুর

অমর একুশে বইমেলা-২০২৫ এ বিদায়ের সুর বাজছে। আগামীকালই এর পর্দা নামবে। এ অবস্থায় শেষ মুহূর্তে ভিড় বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর। যারা ব্যস্ততার কারণে মেলায় আসতে পারেননি, তারা পরিবার-পরিজন নিয়ে হাজির হচ্ছেন। গতকাল নানা সাজে তরুণ-তরুণীর ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ভিড় বাড়লেও সে তুলনায় লাফিয়ে বাড়েনি বইয়ের বিক্রি। প্রকাশকদের আশা, শেষ দুই দিন বিক্রি অনেকটা বাড়তে পারে।

গতকাল বুধবার বিকেলে মেলার বিভিন্ন প্রবেশপথে দেখা যায়, সেজেগুজে আগ্রহ নিয়ে মেলায় প্রবেশ করছেন দর্শনার্থীরা। অনেকে ছবি তোলায় ব্যস্ত হলেও শেষ মুহূর্তে কেউ কেউ বই কিনছেন। কলেজ শিক্ষার্থী শিহাব আহমেদকে দেখা যায় মোবাইল অ্যাপের মাধ্যমে বই খুঁজতে। জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অডিও বুক শুনে অভ্যস্ত। তবে পাতা উল্টে বই পড়তেও পছন্দ করি।’ 

আশানুরূপ বিক্রি না হওয়ায় প্রকাশকদের মধ্যে উল্লাস নেই। মেলা ঘুরে কয়েকজনের সঙ্গে কথা হয়। চন্দ্রবিন্দু প্রকাশনের স্বত্বাধিকারী চৌধুরী ফাহাদ বলেন, ‘এখন পর্যন্ত পাঠক, লেখক, বিক্রয়ের দিক থেকে সবচেয়ে কম রেসপন্স পাওয়া বইমেলা এটি। এবার মেলায় পাঠক ছিল না; দর্শনার্থী ছিল বেশি। তবুও শেষের দু’দিনে কিছুটা বিক্রির আশা করছি।’ 

কথাপ্রকাশের জসিমউদ্দীন বলেন, ‘আমাদের দেশে একটা সংস্কৃতি– বইমেলা একটা উৎসবস্থল। চার-পাঁচ বছর আগে যারা আসতেন, তারা বই কিনতে আসতেন। বিগত দিনগুলোর চেয়ে এবার বইমেলা অব্দি সবাই এসেছেন উৎসব করতে। যে যার মতো তা-ই করে চলে যাচ্ছেন। যারা মূল পাঠক, তারা অনলাইন থেকে বই কিনছেন; মেলায় আসছেন না।’

বিকেল ৩টায় মেলার দ্বার উন্মুক্ত হলেও ভিড় বাড়ে সন্ধ্যার দিকে। নিরাপত্তা অংশ হিসেবে যথারীতি বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে। মেলা প্রাঙ্গণ ও গেটে হকারদের প্রতি কঠোর হতে দেখা যায় পুলিশ ও আনসার সদস্যদের। লিটলম্যাগ চত্বরে হকারের একটি দলকে বিকেলের দিকে বের করে দেওয়া হয়। এ ছাড়া কালীমন্দিরের গেটের কাছে থাকা অস্থায়ী খাবারের দোকানগুলোকেও সরিয়ে দেওয়া হয়।

নতুন বই

গতকাল মেলায় নতুন বই আসে ১৬৬টি। এর মধ্যে উল্লেখযোগ্য– মেঘদূত প্রকাশন থেকে তৌহিদ আহমেদের ‘যুগের বয়ান’, সম্প্রীতি প্রকাশ থেকে কাজী ফিরোজিয়ার ‘সৃষ্টিকর্তা বিধাতা আল্লাহর মহান বাণী’, বিদ্যাপ্রকাশ থেকে মফিদুল হকের ‘তোমার কথা হেথা কেহ তো বলে না’, গল্পকার থেকে মালেকা পারভীনের ‘শনিবারের গল্পগুলো’, সময় প্রকাশ থেকে শাহাবুদ্দীন নাগরীর ‘লক্ষ লক্ষ দেবদূত’।

মূল মঞ্চের আয়োজন 

বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই প্রজন্ম ও প্রযুক্তি: নতুন সামাজিক বন্দোবস্তের খোঁজে’ শীর্ষক আলোচনা। ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন সামিনা লুৎফা নিত্রা। আলোচনায় অংশ নেন কল্লোল মোস্তফা ও এহ্সান মাহমুদ।

সামিনা লুৎফা নিত্রা বলেন, বাংলাদেশের তরুণরা চব্বিশের জুলাই থেকে তাদের প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম ও রাজপথে রক্ত ঢেলে সাহসিকতার পরিচয় দিয়েছে। তারা অসাধারণ চিন্তাশীল, প্রতিশ্রুতিশীল ও উপলব্ধিশীল প্রজন্ম, যারা তাদের আশপাশের বিশ্ব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে। এ প্রজন্ম যে ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে, সেই ভবিষ্যতের সমস্যাগুলো সমাধানের জন্য তারা প্রস্তুত। 

আলোচকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে অগ্রগামী সৈনিক ছিল নতুন প্রজন্মের তরুণরা। ফ্যাসিবাদী শক্তির পতনের পর দেশের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে দেশ গঠনের কাজে এগিয়ে এসেছে তারা। ২৪-এর গণঅভ্যুত্থানে সামাজিক যোগাযোগমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ প্রযুক্তিনির্ভর সামাজিক মাধ্যম বৈষম্যহীন দেশ গড়ার দারুণ সম্ভাবনা ও সুযোগ করে দিয়েছে। 

সভাপতির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্ম আমাদের যে নতুন বাংলাদেশের সম্ভাবনা উপহার দিয়েছে, তা জনপরিসরে সংহত করতে হবে। এ সংহতি তখনই টেকসই হবে, যখন একটি নতুন রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত হাজির করতে পারব। 

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক ফরিদ সাঈদ ও কবি এবিএম সোহেল রশীদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শ্যামল জাকারিয়া, মানব সুরত, এ বি এম সোহেল রশীদ, ইউসুফ রেজাসহ অনেকে। সংগীত পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী, পুতুল দাস, এলবার্ট অনিমেষ দাস, শুক্লা ঘোষসহ অনেকে।

আজকের আয়োজন  

আজ বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ বিনির্মাণ: রাষ্ট্র কাঠামো’ শীর্ষক আলোচনা। কাজী মারুফের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করবেন রেজাউল করিম রনি। আলোচনায় অংশ নেবেন সৈয়দ নিজার। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল প রজন ম বইম ল উপস থ

এছাড়াও পড়ুন:

‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি

‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আইনসৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সকল ধর্মমত, সকল  সম্প্রদায় তারা একত্রিত হয়েছে।

সকলেই সার্বিক সহয়তা করছে যাতে করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উৎসব সুন্দর ভাবে পজলন করতে পারে। পূজাকে ঘিরে  একটি গোষ্ঠি চাইবে পূজা উৎসব নষ্ট করে দেয়ার জন্য। 

সে জন্য আমাদের তৎপরতা রয়েছে। আমাদের  গোয়েন্দা সংস্থা কাজ করছে। তার পাশাপাশি র‍্যাব, বিজিবি,  সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশবাহিহনী সবাই কাজ করছে যাতে করে সুন্দর ভাবে পূজা উৎসব শেষ করতে পারি।

‎‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)  শীতলক্ষ্যা নদীর তীরে ৫নং ঘাটে দূর্গা পূজার প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

‎দূর্গা পূজা বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের সময় যেকোনো অপ্রীতিকর দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সুন্দর ভাবে প্রতিমা বিসর্জনের স্থান নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

‎‎জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের ২২৩টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সম্প্রীতি বজায় রেখে বর্তমানে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

‎‎এসময় তিনি প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সহযোগিতার নির্দেশনা দেন।

‎‎তিনি বলেন, সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব।

‎‎এসময় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড
  • ২০০ বছরের ঐতিহ্য নিয়ে ভোলার বৈষা দধি
  • শেষ হলো সপ্তম যোসেফাইট ম্যাথ ম্যানিয়া ২০২৫