Samakal:
2025-11-03@03:04:55 GMT

উৎসবে বিদায়ের সুর

Published: 27th, February 2025 GMT

উৎসবে বিদায়ের সুর

অমর একুশে বইমেলা-২০২৫ এ বিদায়ের সুর বাজছে। আগামীকালই এর পর্দা নামবে। এ অবস্থায় শেষ মুহূর্তে ভিড় বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর। যারা ব্যস্ততার কারণে মেলায় আসতে পারেননি, তারা পরিবার-পরিজন নিয়ে হাজির হচ্ছেন। গতকাল নানা সাজে তরুণ-তরুণীর ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ভিড় বাড়লেও সে তুলনায় লাফিয়ে বাড়েনি বইয়ের বিক্রি। প্রকাশকদের আশা, শেষ দুই দিন বিক্রি অনেকটা বাড়তে পারে।

গতকাল বুধবার বিকেলে মেলার বিভিন্ন প্রবেশপথে দেখা যায়, সেজেগুজে আগ্রহ নিয়ে মেলায় প্রবেশ করছেন দর্শনার্থীরা। অনেকে ছবি তোলায় ব্যস্ত হলেও শেষ মুহূর্তে কেউ কেউ বই কিনছেন। কলেজ শিক্ষার্থী শিহাব আহমেদকে দেখা যায় মোবাইল অ্যাপের মাধ্যমে বই খুঁজতে। জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অডিও বুক শুনে অভ্যস্ত। তবে পাতা উল্টে বই পড়তেও পছন্দ করি।’ 

আশানুরূপ বিক্রি না হওয়ায় প্রকাশকদের মধ্যে উল্লাস নেই। মেলা ঘুরে কয়েকজনের সঙ্গে কথা হয়। চন্দ্রবিন্দু প্রকাশনের স্বত্বাধিকারী চৌধুরী ফাহাদ বলেন, ‘এখন পর্যন্ত পাঠক, লেখক, বিক্রয়ের দিক থেকে সবচেয়ে কম রেসপন্স পাওয়া বইমেলা এটি। এবার মেলায় পাঠক ছিল না; দর্শনার্থী ছিল বেশি। তবুও শেষের দু’দিনে কিছুটা বিক্রির আশা করছি।’ 

কথাপ্রকাশের জসিমউদ্দীন বলেন, ‘আমাদের দেশে একটা সংস্কৃতি– বইমেলা একটা উৎসবস্থল। চার-পাঁচ বছর আগে যারা আসতেন, তারা বই কিনতে আসতেন। বিগত দিনগুলোর চেয়ে এবার বইমেলা অব্দি সবাই এসেছেন উৎসব করতে। যে যার মতো তা-ই করে চলে যাচ্ছেন। যারা মূল পাঠক, তারা অনলাইন থেকে বই কিনছেন; মেলায় আসছেন না।’

বিকেল ৩টায় মেলার দ্বার উন্মুক্ত হলেও ভিড় বাড়ে সন্ধ্যার দিকে। নিরাপত্তা অংশ হিসেবে যথারীতি বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে। মেলা প্রাঙ্গণ ও গেটে হকারদের প্রতি কঠোর হতে দেখা যায় পুলিশ ও আনসার সদস্যদের। লিটলম্যাগ চত্বরে হকারের একটি দলকে বিকেলের দিকে বের করে দেওয়া হয়। এ ছাড়া কালীমন্দিরের গেটের কাছে থাকা অস্থায়ী খাবারের দোকানগুলোকেও সরিয়ে দেওয়া হয়।

নতুন বই

গতকাল মেলায় নতুন বই আসে ১৬৬টি। এর মধ্যে উল্লেখযোগ্য– মেঘদূত প্রকাশন থেকে তৌহিদ আহমেদের ‘যুগের বয়ান’, সম্প্রীতি প্রকাশ থেকে কাজী ফিরোজিয়ার ‘সৃষ্টিকর্তা বিধাতা আল্লাহর মহান বাণী’, বিদ্যাপ্রকাশ থেকে মফিদুল হকের ‘তোমার কথা হেথা কেহ তো বলে না’, গল্পকার থেকে মালেকা পারভীনের ‘শনিবারের গল্পগুলো’, সময় প্রকাশ থেকে শাহাবুদ্দীন নাগরীর ‘লক্ষ লক্ষ দেবদূত’।

মূল মঞ্চের আয়োজন 

বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই প্রজন্ম ও প্রযুক্তি: নতুন সামাজিক বন্দোবস্তের খোঁজে’ শীর্ষক আলোচনা। ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন সামিনা লুৎফা নিত্রা। আলোচনায় অংশ নেন কল্লোল মোস্তফা ও এহ্সান মাহমুদ।

সামিনা লুৎফা নিত্রা বলেন, বাংলাদেশের তরুণরা চব্বিশের জুলাই থেকে তাদের প্রতিবাদ, প্রতিরোধ, সংগ্রাম ও রাজপথে রক্ত ঢেলে সাহসিকতার পরিচয় দিয়েছে। তারা অসাধারণ চিন্তাশীল, প্রতিশ্রুতিশীল ও উপলব্ধিশীল প্রজন্ম, যারা তাদের আশপাশের বিশ্ব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে। এ প্রজন্ম যে ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে, সেই ভবিষ্যতের সমস্যাগুলো সমাধানের জন্য তারা প্রস্তুত। 

আলোচকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে অগ্রগামী সৈনিক ছিল নতুন প্রজন্মের তরুণরা। ফ্যাসিবাদী শক্তির পতনের পর দেশের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে দেশ গঠনের কাজে এগিয়ে এসেছে তারা। ২৪-এর গণঅভ্যুত্থানে সামাজিক যোগাযোগমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ প্রযুক্তিনির্ভর সামাজিক মাধ্যম বৈষম্যহীন দেশ গড়ার দারুণ সম্ভাবনা ও সুযোগ করে দিয়েছে। 

সভাপতির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্ম আমাদের যে নতুন বাংলাদেশের সম্ভাবনা উপহার দিয়েছে, তা জনপরিসরে সংহত করতে হবে। এ সংহতি তখনই টেকসই হবে, যখন একটি নতুন রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত হাজির করতে পারব। 

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক ফরিদ সাঈদ ও কবি এবিএম সোহেল রশীদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শ্যামল জাকারিয়া, মানব সুরত, এ বি এম সোহেল রশীদ, ইউসুফ রেজাসহ অনেকে। সংগীত পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী, পুতুল দাস, এলবার্ট অনিমেষ দাস, শুক্লা ঘোষসহ অনেকে।

আজকের আয়োজন  

আজ বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ বিনির্মাণ: রাষ্ট্র কাঠামো’ শীর্ষক আলোচনা। কাজী মারুফের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করবেন রেজাউল করিম রনি। আলোচনায় অংশ নেবেন সৈয়দ নিজার। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল প রজন ম বইম ল উপস থ

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • সুন্দরবনে দুবলার চরে রাস উৎসব শুরু আজ, এবারও নেই মেলার আয়োজন
  • শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
  • ‘মবের’ পিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়ে আজ
  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়