সাবেকরা বলছেন, বাটলারকে আর দরকার নেই!
Published: 27th, February 2025 GMT
জস বাটলার কি মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের তুড়ি মেরে সমালোচনা উড়িয়ে দেওয়ার ব্যাপারটা জানেন? না জানলে এখনই রপ্ত করে নিতে পারেন। কারণ ইংল্যান্ডকে সাদা বলে সবশেষ বিশ্বকাপ (টি-২০, ২০২২) জেতানো অধিনায়কে জশ বাটলারকে নিয়ে শুরু হয়ে গিয়েছে সমালোচনা। এই ৩৪ বছর বয়সী ক্রিকেটারের অধীনে ইংলিশরা এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর-পরই শুরু হয়ে গিয়েছে সমালোচনা। বাটলারকে বিদায় করার পক্ষেও মত দিয়েছেন অনেকে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) আফগানিস্তানের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় ঘটে গেছে ইংল্যান্ডের। লাহোরে আফগানদের কাছে ৮ রানের এই হারের পর তোলপাড় শুরু হয়েছে ইংলিশ ক্রিকেটে। পরাজয়ের দায় অধিনায়ক বাটলারের ওপরেই চাপাচ্ছেন সাবেক ক্রিকেটাররা।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন বিশ্বাস করেন অধিনায়ক হিসেবে বাটলারের দেওয়ার আর কিছুই নেই, সময় এখন পরিবর্তনের। আথারটন বলেন, “আমার মনে হয় অধিনায়ক হিসেবে তার সময় ফুরিয়েছে। ইংল্যান্ড নিজেদের বিচার করে আইসিসি ইভেন্ট দিয়ে। কিন্তু ইংল্যান্ড এ নিয়ে টানা তিনটি টুর্নামেন্ট বাজে কাটাল। ভারতে ওয়ানডে বিশ্বকাপে খুব বাজে খেলেছে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে। এখন তারা যে খেলাটা খেলেছে, সেটা আরও নিম্মমানের। কোনো কিছু কাজ না করলে কখনো কখনো পরিবর্তনের, অন্য কারও দায়িত্ব নেওয়ার কথা ভাবতে হয়। আমার মনে হয় বাটলারও এটা জানে।”
আরো পড়ুন:
১৩ বছর পর…
যে কারণে স্টার্ক নেই চ্যাম্পিয়নস ট্রফিতে
শুধু এবারের চ্যাম্পিয়নস ট্রফি কিংবা আইসিসির অন্য বৈশ্বিক আসরে নয়, বাটলারের নেতৃত্বে সর্বশেষ চারটি দ্বিপাক্ষিক সিরিজেও হেরে গেছে ইংল্যান্ড। এ কারণেই বাটলারের নেতৃত্ব নিয়ে জোরেশোরে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন জনপ্রিয় ইংলিশ পত্রিকা ‘টেলিগ্রাফ’-এ শঙ্কা প্রকাশ করে লিখেছেন, “ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বাটলার টিকতে পারবেন না।”
আরেক সাবেক অধিনায়ক এবং ক্রিকেট বিশ্লেষক নাসের হুসেইন স্কাই স্পোর্টসে বলেন, “জস বাটলারকে আমি ব্যক্তি হিসেবে পছন্দ করি। ড্রেসিংরুমেও সে জনপ্রিয়। তবে জনপ্রিয় হওয়াটা তার কাজ নয়। তার কাজ ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটকে এগিয়ে নেওয়া। আমি কখনোই অধিনায়ক বাটলারকে দেখে মুগ্ধতায় চমকে যাইনি। মরগানের মতো মাঠে তার সেই উপস্থিতিটা নেই। সবকিছু বিবেচনা করে আমার মনে হয়, তার সরে যাওয়াটাই শ্রেয়তর।”
যাকে নিয়ে এত আলোচনা, সেই বাটলার কী ভাবছেন নিজেকে নিয়ে? গতকাল ম্যাচ শেষে নেতৃত্ব বিষয়ক প্রশ্নে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে একটু ভাবা দরকার, আমি সমস্যার অংশ নাকি সমাধানের। আমি এখন এখানে আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেব না। নিজেকে নিয়ে ভাবনার জন্য একটু সময় নেব, যেটা আমি মনে করি সঠিক এবং দায়িত্বের শীর্ষ যারা আছেন, তারাও নিজেদের মতামত দেবেন।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫