সিনিয়রদের বাদ দিয়ে হার, তবু তৃপ্ত বাটলার
Published: 28th, February 2025 GMT
পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করায় সাফজয়ী দলের ১৮ ফুটবলার ছিলেন না। তরুণ ও অনভিজ্ঞ ফুটবলারদের নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের নবযাত্রা সুখকর হয়নি। বুধবার দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচে আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছেন লাল-সবুজের মেয়েরা। একমাত্র গোলটি করেন অধিনায়ক আফেইদা খন্দকার।
আমিরাতের কাছে এই হারে অনেকেই সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের কথা সামনে এনেছেন। তারা থাকলে হয়তো এই ফল হতো না বলেও মনে করছেন কেউ কেউ। এমনটা যে হবে, আগে থেকেই আঁচ করেছেন ব্রিটিশ কোচ বাটলার। তাই তো প্রথম ম্যাচ হারায় লোকে হাসলেও তাতে দুঃখ নেই তাঁর।
বরং নতুন এই মেয়েদের নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ, ‘আমার মনে হয়, নির্দিষ্ট কিছু মানুষ (এই হারে) হাসবে ও রসিকতা করবে। কিন্তু আমি সব সময় বিশ্বাস করি, এই দল অনেক দিন টিকবে। (এই সফরে) আমি মনে করি, জয়টা মুখ্য নয়, উন্নতি করাটা গুরুত্বপূর্ণ। পরবর্তী সাফের জন্য দল গড়ে তোলা এবং এএফসির প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।’ ২ মার্চ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
নানা ঝামেলার মধ্য দিয়ে আমিরাত সফরে যেতে হয়েছে বাংলাদেশ নারী দলকে। দেশে বাটলারের বিরুদ্ধে সাবিনাদের বিদ্রোহ, প্রস্তুতির ঘাটতি ও ম্যাচের আগের দিন আমিরাতে পৌঁছা; বলতে গেলে কোনো কিছুই ব্রিটিশ কোচের অনুকূলে ছিল না।
হারের জন্য এসবকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন না বাংলাদেশ কোচ, ‘যেভাবে আমরা শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলেছি, তাতে আমি খুশি। তাদের লং পাসের খেলায় আমাদের ভুগতে হয়েছে। আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারতাম। তবে এটা নিয়ে আমি দুঃখ করতে চাই না। আমি বাস্তব জগতে থাকি। যারা ম্যাচটি দেখেছে, তারা বলবে, সংযুক্ত আরব আমিরাতকে আমরা (অনেক ক্ষেত্রে) ছাপিয়ে গিয়েছি। দলের পারফরম্যান্সে খুশি আমি। যে কোনো ম্যাচ হেরে যাওয়া হতাশার। আগেও বলেছি, মাঠে নামার মধ্য দিয়েই এই মেয়েদের নৈতিক জয় হয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, যেভাবে মেয়েরা খেলেছে, অসাধারণ। দারুণ ফুটবল খেলেছে তারা।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//