সাকিবকে নিয়ে যে আফসোস হান্নান সরকারের
Published: 1st, March 2025 GMT
সম্প্রতি জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হান্নান সরকার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। তবে কোচিং ক্যারিয়ারের যাত্রা শুরুর আগে, শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তার শেষ কর্মদিবস ছিল। বিদায়বেলায় জানালেন তার ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প, যেখানে বিশেষভাবে জড়িয়ে আছেন সাকিব আল হাসান।
কিছুদিন আগে পদত্যাগ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে হান্নান বলেছিলেন, দেশের মাটিতে সাকিবের বিদায়ী টেস্ট না হওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় অপূর্ণতা। বিসিবির দায়িত্ব ছাড়ার পর রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সেই একই কথা আরও একবার উল্লেখ করলেন তিনি।
হান্নান জানান, তার প্রাপ্তির তালিকাতেও আছেন সাকিব। তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে হয়তো কখনো একই দলে খেলার সুযোগ হয়নি। যখন সে ক্যারিয়ার শুরু করে, তখন আমার শেষের দিকের সময়। একই দলে ম্যানেজার বা কোচ হিসেবে কাজ করিনি, কিন্তু নির্বাচক হিসেবে তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি শেষ এক বছরে। বিদায়ের সময় এটা আমার জন্য বড় প্রাপ্তি।’
তবে সাকিবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে প্রাপ্তি মনে করলেও, তার বিদায়ী টেস্ট মাঠে আয়োজন করতে না পারাকে বড় এক অপূর্ণতা হিসেবে দেখছেন হান্নান। তিনি বলেন, ‘মন চাইলেই বলা যায় না যে, আমাদের একজন নতুন সাকিব আল হাসান চলে আসবে। আমি ৮ বছর বয়সভিত্তিক দলে কাজ করেছি, ১ বছর ছিলাম জাতীয় দলের নির্বাচক। কিন্তু সাকিব আল হাসানের মতো ক্রিকেটার একজনই। তার সঙ্গে এক বছর খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি—এটা যেমন আমার জন্য বড় পাওয়া, তেমনি সবচেয়ে বড় আফসোস, তিনি মাঠ থেকে বিদায় নিতে পারেননি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ ন ন ন সরক র স ক ব আল হ স ন ক জ কর
এছাড়াও পড়ুন:
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড
কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।
ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’
সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।
সূত্র: ইনসাইড ইভিস