সাকিবকে নিয়ে যে আফসোস হান্নান সরকারের
Published: 1st, March 2025 GMT
সম্প্রতি জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হান্নান সরকার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। তবে কোচিং ক্যারিয়ারের যাত্রা শুরুর আগে, শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তার শেষ কর্মদিবস ছিল। বিদায়বেলায় জানালেন তার ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প, যেখানে বিশেষভাবে জড়িয়ে আছেন সাকিব আল হাসান।
কিছুদিন আগে পদত্যাগ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে হান্নান বলেছিলেন, দেশের মাটিতে সাকিবের বিদায়ী টেস্ট না হওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় অপূর্ণতা। বিসিবির দায়িত্ব ছাড়ার পর রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় সেই একই কথা আরও একবার উল্লেখ করলেন তিনি।
হান্নান জানান, তার প্রাপ্তির তালিকাতেও আছেন সাকিব। তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে হয়তো কখনো একই দলে খেলার সুযোগ হয়নি। যখন সে ক্যারিয়ার শুরু করে, তখন আমার শেষের দিকের সময়। একই দলে ম্যানেজার বা কোচ হিসেবে কাজ করিনি, কিন্তু নির্বাচক হিসেবে তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি শেষ এক বছরে। বিদায়ের সময় এটা আমার জন্য বড় প্রাপ্তি।’
তবে সাকিবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে প্রাপ্তি মনে করলেও, তার বিদায়ী টেস্ট মাঠে আয়োজন করতে না পারাকে বড় এক অপূর্ণতা হিসেবে দেখছেন হান্নান। তিনি বলেন, ‘মন চাইলেই বলা যায় না যে, আমাদের একজন নতুন সাকিব আল হাসান চলে আসবে। আমি ৮ বছর বয়সভিত্তিক দলে কাজ করেছি, ১ বছর ছিলাম জাতীয় দলের নির্বাচক। কিন্তু সাকিব আল হাসানের মতো ক্রিকেটার একজনই। তার সঙ্গে এক বছর খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি—এটা যেমন আমার জন্য বড় পাওয়া, তেমনি সবচেয়ে বড় আফসোস, তিনি মাঠ থেকে বিদায় নিতে পারেননি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ ন ন ন সরক র স ক ব আল হ স ন ক জ কর
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।