ছিটকে যাওয়াটা কঠিনই ছিল দক্ষিণ আফ্রিকার জন্য। সেমিফাইনালের আগেই ‘ছুটি’ পেতে আজ পরে ব্যাট করলে ইংল্যান্ডের কাছে ২০৭ রানে হারতে হতো প্রোটিয়াদের। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বদলে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে যেত আফগানিস্তান। তবে করাচিতে আজ টসে জিতে ব্যাটিং নেওয়া ইংল্যান্ডকে ১৭৯ রানে অলআউট করে ম্যাচের মাঝপথেই শেষ চারে উত্তরণ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

এখন ১৮০ রানের লক্ষ্য ছুঁয়ে জিতে গেলেই অস্ট্রেলিয়াকে টপকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নস হিসেবে সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিতে ম্যাচটি যদি ফল না দেখে তবু অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপের শীর্ষস্থান দখল করবে প্রোটিয়ারা। হেরে গেলে অবশ্য রানার্সআপ হিসেবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা।

সেমিফাইনালে ভারত না নিউজিল্যান্ড, কোন দলকে প্রতিপক্ষ হিসেবে পাবে দক্ষিণ আফ্রিকা, সেটি নির্ধারিত হবে আগামীকাল ভারত-নিউজিল্যান্ড ম্যাচে। ভারতের বিপক্ষে খেলা পড়লে দুবাইয়ে যেতে হবে দলটিকে। নিউজিল্যান্ড প্রতিপক্ষ হলে সেমিফাইনাল হবে পাকিস্তানের লাহোরে।

সেমিফাইনাল নিশ্চিত হলেও ম্যাচটি একটু দুশ্চিন্তায় ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে ছাড়াই ম্যাচটি খেলতে নামে দলটি। ইংল্যান্ডের ইনিংস চলাকালে ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করামকেও হারায় দলটি। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে বেরিয়ে যান মার্করাম। ইংল্যান্ড ইনিংসের বাকি অংশে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করেন হাইনরিখ ক্লাসেন।

ইংল্যান্ডকে ১৭৯ রানে অলআউট করতে দক্ষিণ আফ্রিকার সব বোলারই অবদান রেখেছেন। তবে ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডার। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ২টি ও দুই ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা নেন ১টি করে উইকেট।

নিজের প্রথম ৪ ওভারে ৩ উইকেট নিয়ে ইংলিশ ইনিংসে ধসের সূচনা করেন ইয়ানসেন। ৩৭ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ডের রানটাকে ৯৯ রানে নিয়ে যান জো রুট ও হ্যারি ব্রুক। মহারাজ ১৯ রান করা ব্রুককে ফিরিয়ে জুটি ভাঙার পর আবার ধস শুরু ইংল্যান্ড ইনিংসে। দলটির হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন সাবেক অধিনায়ক জো রুট।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ম ফ ইন ল উইক ট

এছাড়াও পড়ুন:

জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার

কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের বড় রানের নিচে চাপা পড়ার ভয়টাও নিশ্চয়ই বাড়ছিল।

তবে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনটা বোলিংয়ে ভালোই কেটেছে তাঁদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটই তুলে নিয়ে অলআউট করেছে ৩০৭ রানে। তবে জিম্বাবুয়ে এরপরও স্বস্তিতে নেই। ১৫৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৩১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে এখনো ১২৭ রান করতে হবে জিম্বাবুয়েকে।

আরও পড়ুনআধা ঘণ্টার মধ্যেই গিলের দুই রেকর্ড ৫ ঘণ্টা আগে

দিনের প্রথম বলেই ৭০ বলে ৪১ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। এবারও জিম্বাবুয়ের ত্রাতা হন মুজারাবানি। ৫৬ বলে ৩৪ রান করা হেনরি নিকোলসকে ফেরান ব্রায়ান বেটের ক্যাচ বানিয়ে।

এরপর কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করে তানাকা চিবাঙ্গার বলে ফিরে গেলে আরও চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টাটা করতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল। শেষের দিকের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১১৯ বলে ৮০ রান করে নিউম্যান নিমহারির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

নিউজিল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন

সম্পর্কিত নিবন্ধ

  • আধাঘণ্টার মধ্যেই অলআউট ভারত, গুটিয়ে গেছে ২২৪ রানে
  • জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার