Samakal:
2025-08-01@05:08:05 GMT

অ্যান্ড দ্য অস্কার গোজ টু...

Published: 2nd, March 2025 GMT

অ্যান্ড দ্য অস্কার গোজ টু...

অস্কার মঞ্চে আলোর ছড়াছড়ি। তবুও মিলনায়তনজুড়ে প্রখ্যাত সব তারকার ঔজ্জ্বল্যে ম্লান হয়ে যায় সেসব আলোর রোশনাই। এমনই আলো ঝলমল জমকালো মঞ্চে একে একে এসে সোনালি রঙা খাম খুলে বিখ্যাত তারকারা বলছেন, ‘অ্যান্ড দ্য অস্কার গোজ টু...’। একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের এই চেনা চিত্র আবারও দেখতে আরও কয়েক ঘণ্টা বাকি।

আগামীকাল সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় আবারও দেখা যাবে এই চিত্র। তাইতো পুরো পৃথিবীর বিনোদনপ্রেমীদের নজর এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে। এখানেই ২৪টি বিভাগে সেরা চলচ্চিত্র শিল্পী-কুশলীকে দেওয়া হবে অস্কার পুরস্কার। জাঁকজমক আয়োজনের মাধ্যমে গত বছর মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের চলচ্চিত্রের সেরা কাজগুলোকে এবারের আসরে স্বীকৃতি দেবে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বরাবরের মতো মূল অনুষ্ঠান শুরুর আগে হেভিওয়েট তারকারা নজরকাড়া পোশাক পরে লালগালিচায় পা মাড়াবেন। অস্কার অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। অনুষ্ঠান চলবে প্রায় সাড়ে তিন ঘণ্টা।

ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কায় স্টার মুভিজ এসডি, স্টার মুভিজ এইচডি, স্টার মুভিজ সিলেক্ট এসডি, স্টার মুভিজ সিলেক্ট এইচডি চ্যানেলে উপভোগ করা যাবে অনুষ্ঠানটি। ফলে বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করবেন ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো মহাযজ্ঞ।

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসকে ঘিরে এখন চলছে নানান জল্পনা। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কারটি কার কার ভাগ্যে জুটবে তা নিয়ে গোটা দুনিয়ার সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। স্বাভাবিকভাবেই হলিউডের জন্য তাৎপর্যপূর্ণ এই পুরস্কার নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। চলুন জেনে নেওয়া যাক এবারের আয়োজনের কিছু তথ্য।

কার হাতে অস্কার!

২৪টি ক্যাটেগরিতে অস্কার ঘোষণা করা হলেও সবচেয়ে আলোচনার জন্ম দেয় বেস্ট পিকচার, বেস্ট অ্যাকটর, বেস্ট অ্যাকট্রেস ও বেস্ট ডিরেক্টর– এই চার ক্যাটেগরি। এবার বেস্ট পিকচার বিভাগে মনোনয়ন পেয়েছে গেল বছরের আলোচিত ১০ সিনেমা। এ ছাড়া বাকি তিন বিভাগে মনোনয়ন পেয়েছেন পাঁচজন করে। প্রতি বছর অস্কার ঘোষণার আগে ভবিষ্যদ্বাণীর অন্ত থাকে না। ২০২৪ সালের মার্চের ১ তারিখ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো থেকে সেরা ছবি তথা বেস্ট পিকচার ক্যাটেগরিতে সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে ১০টি সিনেমা।

চলচ্চিত্রপ্রেমীদের মাঝে এখন একটাই প্রশ্ন–কে হবে এবারের বিজয়ী? পুরস্কারপ্রাপ্তির দৌড়ে এগিয়ে থাকা নামগুলো নিয়ে একটি অনুমান করাই যায়। এবারের অস্কারে ‘সেরা ছবি’র দৌড়ে এগিয়ে রয়েছে এডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’। এরইমধ্যে সিনেমাটি গোল্ডেন গ্লোব, বাফটা ও এসএজি পুরস্কার জিতেছে। শন বেকারের ‘আনোরা’ এবং ব্র্যাডি করবেটের ‘দ্য ব্রুটালিস্ট’ও জোরালো প্রতিদ্বন্দ্বিতা করবে।

পরিচালনা বিভাগে এগিয়ে রয়েছেন শন বেকার (আনোরা)। গোল্ডেন গ্লোব ও নিউইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড জেতার পর অনেকেই মনে করছেন এবার তিনি অস্কারও জিতে নিতে পারেন। তবে ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট) ও জাস্টিন টারটেল (দ্য নিট-পিকার) পেয়ে যেতেন পারেন অস্কার।

‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য অড্রিয়েন ব্রডির নাম শীর্ষে থাকলেও, আ কমপ্লিট আননোন ছবিতে বব ডিলানের চরিত্রে অভিনয় করা টিমোথি শ্যালামে শেষ মুহূর্তে আলোচনায় উঠে এসেছেন। শ্যালামে যদি বিজয়ী হন, তবে তিনি হবেন ৩০ বছরের কম বয়সী দ্বিতীয় সেরা অভিনেতা।

সেরা অভিনেত্রী বিভাগে ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স) এবং ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার) শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। মুর ইতোমধ্যে এসএজি পুরস্কার জিতেছেন, যা তাকে এক ধাপ এগিয়ে রাখছে। শেষ মুহূর্তে কোনো চমক আসতে পারে।

সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে আ রিয়াল পেইন ছবিতে অভিনয়ের জন্য কিয়েরন কলকিন এগিয়ে রয়েছেন। দ্য ব্রুটালিস্ট ছবির গাই পিয়ার্সও আছেন জনপ্রিয়তার তালিকায়। সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে এমিলিয়া পেরেজ ছবির জোয়ে সালদানা এগিয়ে রয়েছেন, যিনি ইতোমধ্যে গোল্ডেন গ্লোব, বাফটা ও এসএজি পুরস্কার জিতেছেন। তবে কনক্লেভ ছবির ইসাবেলা রোজলিনি যদি বিজয়ী হন, এটি হতে পারে বড় চমক।

সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে আনোরা ছবির চিত্রনাট্য ইতোমধ্যে বিভিন্ন সমালোচকের প্রশংসা কুড়িয়েছে এবং এটি অস্কারও জিততে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ‘নিকেল বয়েজ’ ছবির চিত্রনাট্যও দারুণ। সেরা অ-ইংরেজি ভাষার ছবি গোল্ডেন গ্লোব ও বাফটায় সাফল্য পাওয়া ফরাসি ছবি এমিলিয়া পেরেজ এই বিভাগে এগিয়ে রয়েছে। ব্রাজিলের আই অ্যাম স্টিল হিয়ার ছবির সম্ভাবনাও উজ্জ্বল। আপনার কি মনে হয়, এই পূর্বাভাস মিলবে? নাকি আমরা দেখতে পাবো অবিশ্বাস্য কিছু চমক?

এবারের আসরের সঞ্চালক

আমেরিকান টিভি তারকা কোনান ও’ব্রায়েন একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর সঞ্চালনা করবেন। এবারই প্রথম এই দায়িত্বে দেখা যাবে তাঁকে। এমি অ্যাওয়ার্ড জয়ী কোনান ও’ব্রায়েন একাধারে টেলিভিশন সঞ্চালক, গল্পকার, প্রযোজক ও কমেডিয়ান। ‘‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’’, ‘‘দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন’’ ও ‘কোনান’ অনুষ্ঠান তিনটির সঞ্চালক হিসেবে কোনান ও’ব্রায়েনের দুনিয়াজোড়া খ্যাতি রয়েছে। দুই দশকের সঞ্চালনা ক্যারিয়ারের আগে ‘স্যাটারডে নাইট লাইভ’ ও ‘দ্য সিম্পসনস’ অনুষ্ঠানের লেখক হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে ‘‘কোনান ও’ব্রায়েন নিডস অ্যা ফ্রেন্ড’’ পডকাস্ট সঞ্চালনা করছেন তিনি। এছাড়াও ৬১ বছর বয়সী এই গল্পকার সম্প্রতি শুরু করেছেন ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘‘কোনান ও’ব্রায়েন মাস্ট গো’’। অস্কারের দুই নির্বাহী প্রযোজক রাজ কাপুর ও কেটি মুল্যান কোনান ও’ব্রায়েনকে নিয়ে বলেন, ‘দুর্দান্ত অস্কার সঞ্চালনার সমস্ত গুণ আছে কোনানের। তিনি অসাধারণ রসিক, ক্যারিশম্যাটিক ও মজার মানুষ। নিজেকে টেলিভিশন লাইভ অনুষ্ঠানের জন্য পূর্ণ দক্ষ হিসেবে প্রমাণ করেছেন তিনি। হলিউডের সবচেয়ে তাৎপর্যময় রাতে নতুন, রোমাঞ্চকর ও উদযাপনময় একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তাঁর সঙ্গে কাজ করতে আমরা মুখিয়ে আছি।’

লালগালিচার জৌলুস

আয়োজকেরা এবার ৯০০ ফুট দীর্ঘ লালগালিচা রেখেছেন। বরাবরের মতো পুরস্কার বিতরণ শুরুর আগে বিশ্বের নামিদামি তারকারা বলগাউন ও প্যান্টস্যুটসহ নজরকাড়া পোশাকে ও দামি অলঙ্কারে জৌলুস ছড়াবেন। আমন্ত্রিত অতিথিদের অনুভূতি জানতে ডলবি থিয়েটারের বাইরে ‘রেড কার্পেট শো’ সঞ্চালনা করবেন আমেরিকান নৃত্যশিল্পী-অভিনেত্রী জুলিয়ান হাফ এবং জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব জেসি পামার। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে শুরু হবে এ আয়োজন। জেসি পামার এবারই প্রথমবারের মতো এবং জুলিয়েন হাফ এই নিয়ে টানা দুই বছর ধরে এ শোটি সঞ্চালনা করছেন। ৩০ মিনিটের এই বিশেষ আয়োজনে থাকবে অস্কারের মনোনীত অভিনয়শিল্পী, কলাকুশলী এবং পারফরমারদের নানা বিষয়।

মঞ্চ মাতাবেন সংগীতশিল্পীরা

৯৭তম অস্কারে মনোনীত সেরা পাঁচটি মৌলিক গানের পরিবেশনা থাকছে অনুষ্ঠানে। এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন দোজা ক্যাট, সিন্থিয়া এরিভো, আরিয়ানা গ্র্যান্ডে, ব্ল্যাকপিংকের লিসা, কুইন লতিফা এবং রায়ে। এ ছাড়া দলীয় পরিবেশনায় থাকবে যুক্তরাষ্ট্রের কোরাস দল ‘লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরাল’। এরিবো ও গ্রান্দে এবারের অস্কারে মনোনয়নও পেয়েছেন।

 

‘উইকেড’ ছবির জন্য এরিবো পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে এবং গ্রান্দে রয়েছেন সেরা পার্শ্ব চরিত্রের দৌড়ে। শোনা যাচ্ছে, অস্কারের অনুষ্ঠান শুরু হবে তাদের পরিবেশনা দিয়ে। তারা ‘উইকেড’ ছবি থেকে একটি বা দুটি গান পরিবেশন করবেন। কুইন লতিফা অস্কারে মনোনয়ন পেয়েছিলেন ২০০৩-এ, ‘শিকাগো’ ছবির জন্য। এছাড়া গত একবছরে যারা প্রয়াত হয়েছেন তাদের সম্মান জানানো হবে ‘ইন মেমোরিয়াম’ পর্বে। এছাড়াও আরও অনেক তারকাশিল্পী মঞ্চ মাতাবেন।

কোটি টাকার উপহার

৯৭তম অস্কারে মনোনীত ২০ জন অভিনয়শিল্পী ও পাঁচ পরিচালকের জন্য থাকছে উপহারের ব্যাগ। এতে থাকছে প্রায় ৬০টি উপকরণ! সব মিলিয়ে এগুলোর দাম ১ লাখ ৭০ হাজার ডলার (১ কোটি ৮৭ লাখ টাকা)।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চলচ চ ত র অন ষ ঠ ন র জন য এক ড ম করব ন

এছাড়াও পড়ুন:

বাণিজ্যবিরোধ: ভারত কেন ট্রাম্পের নিশানায়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ভারতের বাণিজ্যনীতির তীব্র সমালোচনা করেছেন। ভারতীয় পণ্যের ওপর হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির প্রস্তুতি নেওয়ার পর থেকেই এ আক্রমণের মাত্রা বেড়েছে।  

ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসন আজ শুক্রবার (১ আগস্ট) থেকে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করছে এবং এর পাশাপাশি অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প যখন বিশ্বের বহু দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছিলেন, তখনই ভারতকে উদ্দেশ করে তাঁর এমন কঠোর অবস্থান সামনে উঠে আসে।

হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

‘ভারতের শুল্ক বিশ্বে অন্যতম সর্বোচ্চ’, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেন ট্রাম্প। জবাবে ভারত সরকার জানিয়েছে, তারা ট্রাম্পের বক্তব্য ‘লক্ষ্য করেছে’ এবং এর ‘প্রভাব মূল্যায়ন’ করবে।

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যবিরোধ: পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে

আজ থেকে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের ধার্য করা ২৫ শতাংশ পাল্টা শুল্ক গত ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঘোষিত সম্ভাব্য শুল্ক থেকে মাত্র ১ শতাংশ কম।

এ হার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশ শুল্কের চেয়ে বেশি। তবে গত মে মাসে  চীনের ওপর আরোপিত ৩০ শতাংশ শুল্কের চেয়ে কিছুটা কম।

হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ শুল্ক ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা আরও জটিল করে তুলতে পারে। একাধিক দফা আলোচনার মধ্য দিয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের ১২তম বৃহৎ বাণিজ্য অংশীদার ভারত। সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে উৎপাদন সরিয়ে নেওয়া অনেক কোম্পানির নতুন গন্তব্য হয়েছে দেশটি। মে মাসে অ্যাপলের সিইও টিম কুক জানান, যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোন এখন ভারতে উৎপাদিত হচ্ছে; যাতে উচ্চ শুল্ক এড়ানো যায়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ওটিআর) তথ্যমতে, গত বছর ভারত-যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যের মোট পরিমাণ ছিল প্রায় ১২৯ বিলিয়ন (১২ হাজার ৯০০ কোটি) ডলার। ভারতের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পোশাক, রাসায়নিক, যন্ত্রপাতি ও কৃষিপণ্য।

ট্রাম্প কেন ভারতকে নিশানা করছেন

সম্প্রতি ট্রাম্প একাধিকবার বিভিন্ন পণ্যের ওপর ভারতের ‘অতি উচ্চ’ শুল্ক আরোপের সমালোচনা করেছেন। এর মধ্যে কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যও রয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘বছরের পর বছর আমরা ভারতের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ, তাদের শুল্ক অত্যন্ত বেশি।’

এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট

দেশীয় শিল্পকে রক্ষা করতে ভারত কিছু পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করেছে।

ওটিআরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে পণ্যবাণিজ্যে প্রায় ৪৫ বিলিয়ন (৪ হাজার ৫০০ কোটি) ডলারের ঘাটতি দেখেছে। এটি আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বেশি। তুলনামূলকভাবে গত বছর যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে প্রায় ২৯৫ বিলিয়ন (২৯ হাজার ৫০০ কোটি) ডলারের বাণিজ্যঘাটতিতে ছিল।

আরও পড়ুনভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা, ইরানের পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ৩১ জুলাই ২০২৫

ট্রাম্প আরও ক্ষুব্ধ যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ তেল কেনা অব্যাহত রেখেছে।

‘এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা’, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ট্রাম্প।

ভারতের প্রতিক্রিয়া

এ সপ্তাহে প্রকাশিত এক বিবৃতিতে ভারত সরকার ট্রাম্পের ওই বক্তব্যে তুলনামূলকভাবে মৃদু, তবে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে।

ভারতের ওপর ধার্য করা শুল্কহার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশের চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত ৩০ শতাংশের চেয়ে কিছুটা কম।

বুধবার দেওয়া এ বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

আগস্টের শেষ দিকে দুই দেশের মধ্যে আরেক দফা বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য আলাদা ‘দণ্ড’৩০ জুলাই ২০২৫আরও পড়ুনট্রাম্পের ২৫ শতাংশ শুল্কে ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কী বলছেন অর্থনীতিবিদেরা১৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ