লিগ শুরুর এক দিন আগে দল পেলেন লিটন, মোস্তাফিজ এখনো পাননি
Published: 2nd, March 2025 GMT
অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে দল খুঁজে পেলেন লিটন দাস। লিগ শুরুর এক দিন আগে আজ নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এবারের দলবদলের নির্ধারিত সময়ে কোনো ক্লাব না পাওয়া লিটন শেষ পর্যন্ত খেলতে যাচ্ছেন গুলশান ক্রিকেট ক্লাবে।
গত মৌসুমে আবাহনীতে খেলা লিটন এবার দল বদল করতে টোকেন তুলে রেখেছিলেন। তবে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় সে সময়ে ক্লাব পাননি লিটন। প্রিমিয়ার লিগ শুরুর এক দিন আগে জানা গেল, লিটনের ঠিকানা হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব।
ঢাকা প্রিমিয়ার লিগের নতুন দলটির মালিকানা কিনেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। লিটনকে দলে নেওয়ার খবর জানিয়ে তিনি বলেছেন, ‘লিটন দল পেয়েছে। গুলশানে সে খেলবে।’
জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান এখনো দল পাননি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//