পৃথিবীর শ্রেষ্ঠ চুম্বক কন্যাসন্তান: আসিফ
Published: 2nd, March 2025 GMT
দীর্ঘ ক্যারিয়ারে অগণিত শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ আকবর। পেয়েছেন বাংলা সংগীতের যুবরাজ উপাধি। সেই শুরু থেকে এখন পর্যন্ত দেশ ও দেশের বাইরে বিশাল ফ্যানবেজ রয়েছে আসিফের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব জনপ্রিয় এ শিল্পী। এবার কন্যাসন্তান নিয়ে নিজের অভিমত ব্যক্ত করলেন। তাঁর মতে, পৃথিবীর শ্রেষ্ঠ চুম্বক ভালোবাসা কন্যাসন্তান।
নিজের ফেসবুকে কন্যাকে নিয়ে আসিফ লিখেছেন, ‘আমি বিশ্বাস করি মেয়ের বাবা হতে পারা এক জীবনের পূর্ণতা। পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যাসন্তান। স্বয়ং আল্লাহ কন্যাসন্তান দান করে খুশী হন। ৩৪ মাস বয়সী মেয়ে আমার, জীবনের মোড় ঘুরিয়ে দেয়া নীহারিকার মত এক ধূমকেতু আইদাহ্ আসিফ রঙ্গন।
নিজের মেয়েকে ফুলের সাথে তুলনা করে গায়ক লিখেছেন, কন্যাসন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল। রঙ্গন সবসময়ই আমার প্রিয় ফুল। এ জন্যই ওর মা মেয়ের নাম রেখেছে রঙ্গন। ফুললেদের আলতো আদরেই রাখতে হয়। পুরুষের জীবনে নারী কন্যা- প্রেমিকা/ জায়া-জননী রূপে বারবার ফিরে আসবেই। আমার মেয়ে আইদাহ্ এর ব্যতিক্রম নয়, সে এক অদ্ভুত মায়া!! ভালবাসা অবিরাম।
আসিফ আরও বলেন, ‘শৈশবে অন্যের বাগানের ফুল চুরি করে স্কুলের ম্যামদের উপহার দিতাম। যদিও ভোরের কুয়াশাভেজা তরতাজা ফুলগুলো ছিড়তে খারাপ লাগত! সেই ভোরেই আবার পূজারী আন্টিদেরও শিউলী আর জবা ফুলের যোগান দিতে পেরে খুব খুশী হতেন।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড
কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।
ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’
সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।
সূত্র: ইনসাইড ইভিস