পৃথিবীর শ্রেষ্ঠ চুম্বক কন্যাসন্তান: আসিফ
Published: 2nd, March 2025 GMT
দীর্ঘ ক্যারিয়ারে অগণিত শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ আকবর। পেয়েছেন বাংলা সংগীতের যুবরাজ উপাধি। সেই শুরু থেকে এখন পর্যন্ত দেশ ও দেশের বাইরে বিশাল ফ্যানবেজ রয়েছে আসিফের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব জনপ্রিয় এ শিল্পী। এবার কন্যাসন্তান নিয়ে নিজের অভিমত ব্যক্ত করলেন। তাঁর মতে, পৃথিবীর শ্রেষ্ঠ চুম্বক ভালোবাসা কন্যাসন্তান।
নিজের ফেসবুকে কন্যাকে নিয়ে আসিফ লিখেছেন, ‘আমি বিশ্বাস করি মেয়ের বাবা হতে পারা এক জীবনের পূর্ণতা। পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যাসন্তান। স্বয়ং আল্লাহ কন্যাসন্তান দান করে খুশী হন। ৩৪ মাস বয়সী মেয়ে আমার, জীবনের মোড় ঘুরিয়ে দেয়া নীহারিকার মত এক ধূমকেতু আইদাহ্ আসিফ রঙ্গন।
নিজের মেয়েকে ফুলের সাথে তুলনা করে গায়ক লিখেছেন, কন্যাসন্তান পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল। রঙ্গন সবসময়ই আমার প্রিয় ফুল। এ জন্যই ওর মা মেয়ের নাম রেখেছে রঙ্গন। ফুললেদের আলতো আদরেই রাখতে হয়। পুরুষের জীবনে নারী কন্যা- প্রেমিকা/ জায়া-জননী রূপে বারবার ফিরে আসবেই। আমার মেয়ে আইদাহ্ এর ব্যতিক্রম নয়, সে এক অদ্ভুত মায়া!! ভালবাসা অবিরাম।
আসিফ আরও বলেন, ‘শৈশবে অন্যের বাগানের ফুল চুরি করে স্কুলের ম্যামদের উপহার দিতাম। যদিও ভোরের কুয়াশাভেজা তরতাজা ফুলগুলো ছিড়তে খারাপ লাগত! সেই ভোরেই আবার পূজারী আন্টিদেরও শিউলী আর জবা ফুলের যোগান দিতে পেরে খুব খুশী হতেন।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ