জীবনে চলার পথে মানুষ যেন সাবধান থাকে: জাহিদ হাসান
Published: 3rd, March 2025 GMT
বর্তমানে নতুন কোনো নাটক সিনেমায় দেখা মেলে না অভিনেতা জাহিদ হাসানের। তবে অবশেষে তিনি দেখা দিলেন একটি ওয়েব ফিল্মের টিজারে। এ ফিল্মের অন্যতম প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছেন বলে জানা গেছে। নির্মাতা রায়হান রাফী, তমা মির্জাসহ আমলনামা ওয়েব ফিল্ম-সংশ্লিষ্ট অনেকেই ফিল্মটির টিজার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা মিলল জাহিদ হাসানের। নির্মাতা জানিয়েছেন এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে।
সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা নির্মাণে জুড়ি নেই রায়হান রাফীর। ‘জানোয়ার’, ‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর এবার সত্য ঘটনার ছায়া অবলম্বনে তিনি নিয়ে আসছেন ‘আমলনামা’। চরকি অরিজিনাল ফিল্মটি মুক্তি পাবে শিগগিরই। তার আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোরটেস্ট ও থিমেটিক পোস্টার।
রাফীর এ নতুন আমলনামায় এবার যুক্ত হয়েছেন জাহিদ হাসান। ফলে দারুণ কিছু হবে বলেই ইঙ্গিত পাচ্ছেন দর্শক। রাফীও জানালেন জাহিদ হাসানকে নতুনভাবে উপস্থাপন করতে দারুণ চেষ্টা তাঁর।
রায়হান রাফীর ভাষ্য, ‘আমলনামার গল্প সত্য ঘটনার ছায়া অবলম্বনে। তবে এমন গল্প খুব একটা দেখেননি আগে দর্শক। এর মাধ্যমে জাহিদ ভাই আবার ফিরছেন। তাঁকে নতুনরূপে পর্দায় উপস্থাপন করাটা চ্যালেঞ্জের বটে। আমি সেই চ্যালেঞ্জটা নিতে নিয়েছি। এখানে ভিন্ন এক জাহিদ হসানকে দেখবেন দর্শক। যে জাহিদকে আগে কোথাও দেখা যায়নি। সবকিছু মিলিয়ে দর্শকরা ওটিটিতে আরও একটি ভালো কাজ পাবেন বলেই আমার বিশ্বাস।
গত শুক্রবার বিকেলে প্রকাশ পায় ‘আমলনামা’র ফোরটেস্ট বা পূর্বাভাস ভিডিও, যার ক্যাপশনে লেখা, ‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি।’ এই শহর, শহরের কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট।
ওয়েব ফিল্মটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। আমরা আমাদের চরিত্রের মাধ্যমে যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে, সে জন্যই কাজটি করা। ওয়েব ফিল্মটির নামটাও গল্পের সঙ্গে প্রাসঙ্গিক। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
‘আমলনামা’ সিনেমার মাধ্যমে অনেক দিন পর ওটিটিতে দেখা যাবে জাহিদ হাসানকে। শুধু তাই নয়, কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামু আছেন এই সিনেমায়। গাজী রাকায়েতকে এখানে পাওয়া যাবে নতুনভাবে। অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিনাও আছেন এই সিনেমায়। সবাই থাকলেও আলোটা বিশেষভাবে জাহিদ হাসানের ওপরই পড়ছে। কারণ তাঁকে এমন গল্পের মূল চরিত্রে দেখতে চায় দর্শক।
এদিকে অনেক দিন ধরেই নাটকে অনিয়মিত তিনি। কালেভদ্রে শোনা যায় নতুন নাটকে কাজ করার কথা। অসুস্থতাও ঝেঁকে বসেছে শরীরে। এসব ছাপিয়ে জাহিদ হাসানের এমন ওটিটিতে এমন উপস্থিতি দারুণভাবে উচ্ছ্বসিত করেছে ভক্তদের। আগামীতে ওটিটির কাজে নিয়মিতই থাকবেন বলে জানালেন জাহিদ হাসান। তবে সেটা গল্প ও চরিত্রের ওপর নির্ভর করছে বেশি।
অভিনেতার ভাষ্য, ‘বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়। সময় নিয়ে এসব কাজ করার কারণে মানের ক্ষেত্রেও খুব একটা আপস করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই কাজ করে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। আমি তো বরাবরই ভালো কাজের দিকে মনোযোগী। আগামীতেও গল্প ও চরিত্রে ভালো হলে নিয়মিতই থাকব এ মাধ্যমে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আমলন ম
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
রূপগঞ্জে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মাঝিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবারে দুপুরে গ্রেপ্তারকৃত শিক্ষককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম উপজেলার আউখাবো এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি মাঝিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে মাঝিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অত্র স্কুলের শিক্ষক সিরাজুল ইসলাম কৌশলে একটি কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়।
পরে বাড়ীতে গিয়ে শিশুটি তার পরিবার ঘটনাটি জানালে পরিবারের পক্ষ থেকে রাতে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাযের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে।