খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দুদুকছড়া হাতিমারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের বিবদমান দুই পক্ষ– পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় রূপসী চাকমা (৪৮) নামের এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ সোমবার সকালে এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম হাতিমারা এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও পিসিজেএসএসের মধ্যে থেমে থেমে গোলাগুলি হয়। এ সময় হাতিমারায় ঘরে অবস্থান করার সময় অতর্কিতে একটি গুলি রূপসী চাকমার পিঠে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরই মারা যান। নিহত রূপসী চাকমা হেমন্ত চাকমার সহধর্মিণী।

এ দুই পক্ষের মধ্য গোলাগুলি চলাকালে উভয় গ্রুপের কোনো সদস্য হতাহত হয়েছে কিনা, তা এলাকাটি দুর্গম হওয়ায় জানা যায়নি।

পানছড়ি থানার ওসি মো.

জসিম উদ্দিন জানান, পাহাড়ের আঞ্চলিক দুটি সংগঠন প্রসিতপন্থি ইউপিডিএফ ও সন্তু লারমা গ্রুপ পিসিজেএসএসের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। এ দুই গ্রুপের কেউ হতাহত হয়েছেন কিনা, জানা নেই। স্থানীয় এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশের পৌঁছানো সম্ভব হয়নি।

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র গম

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ