‘মাদক সেবন’ দেখে ফেলায় যশোরের বকচরে এক কৃষকের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম।

আহতের স্ত্রী হাসনা বেগম জানান, তার স্বামী পেশায় কৃষক। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে তিনি বকচরের নয়ন প্লাস্টিক কারখানার পেছন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেখানে তার বোনের ছেলে সাদ্দাম ও শাহ জামালসহ চার থেকে পাঁচজনকে মাদক সেবন করছিলেন। তাদের দিকে তাকানোর কারণে শহিদুল ইসলামকে মারধর করা হয়। একপর্যায়ে তার দুই চোখ উপড়ে ফেলে তারা।
আশপাশের লোকজন পরে তার স্বামীকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আরো পড়ুন:

ডেলিভারি সময় নবজাতকের মাথা বিচ্ছিন্ন, তদন্ত কমিটি গঠন  

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী বলেন, “শহিদুল ইসলামকে রাত ৯টা ১৭ মিনিটে হাসপাতালে আনা হয়। দুই চোখ তুলে ফেলায় তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

যশোর কোতয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, “সন্ত্রাসীরা শহিদুল ইসলামের দুই চোখ উপড়ে ফেলেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। জড়িতদের আটকের চেষ্টা চলছে।”

ঢাকা/রিটন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ