গাছের গল্প বলো, নতুন গল্প বলো, নতুন গল্প দিদুন। ইভুর আদুরে জেদি আবদার।
দিদুন মুচকি হেসে ইভানকে পাশে বসিয়ে শুরু করলেন গল্প। ‘শোন ইভু বলছি তোকে আগরগাছের কথা। সিলেটের মৌলভীবাজারের বড়লেখার সুজানগর। এর আশপাশে এই দামি গাছের বিপুল চাষবাস হয়। পাড়া মহল্লায় উঠোনে আনাচে কানাচে আগরগাছের ছড়াছড়ি। কী আদর! কী আদর! এই গাছের নির্যাস থেকে তৈরি হয় মহামূল্যবান আতর। জানিস, দেশ বিদেশে বাংলাদেশের আতরের সুনাম আছে। এই আতরশিল্প আমাদের গৌরব। এর আর এক নাম তরল সোনা।’
ইভানের চোখ ঘুরছে লাটিমের মতো। উজ্জ্বল চনমনে ছোট্ট মুখটা। ‘দিদুন, কেমন করে গাছ থেকে আতর হয়?’
‘বলছি রে পাগলা লম্বা চওড়া ইতিহাস! নিষ্ঠুর কায়দায় আগরগাছের সারা শরীর ফানা ফানা করে আতর সুবাস নিঙড়ে নেওয়া হয় ইভু। গাছের বয়স ছয়-সাত বছর হলে ওর শরীরে এক ইঞ্চি পর পর পেরেক ঠুকে দেওয়া হয় রে। ব্যথায় বাকলের করুণ দশা হয়। এইভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় পাঁচ থেকে সাত বচ্ছর। আহা, গাছপালা আমাদের বন্ধু না? তারপর গাছটিকে কুড়াল মেরে মেরে ফানা ফানা করা হয়। পেরেকগুলো ফেলে কাঠের সাদা কালো টুকরোগুলো আলাদা করা হয়। সাদা টুকরো দিয়ে সাধারণ আতর আর কালোগুলো থেকে দামি আতর তৈরি হয়।’
ইভু দাঁড়িয়ে পড়ে। ‘ইস দিদুন!’ ইভুর আদুরে মুখটা লালচে দেখায়।
দিদুন এক খিলি পান মুখে দিয়ে বাকি ইতিহাস বলতে লাগলেন, ‘শোন, তারপর কাঠের টুকরোগুলা মাস দুই পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর বড়ো বড়ো চুল্লিতে সেদ্ধ করা হয় টানা দশ-পনেরো দিন। অবশেষে বাষ্পের মতো আতর নল বেয়ে জমতে থাকে আরেকটি পাত্রে। একরকমের ঘন তেল ভাসতে থাকে, সেই তেলই মহামূল্যবান সেরা সুগন্ধি আতরের নির্যাস।’ দিদুন খানিক দম নিয়ে আবারও শুরু করেন, ‘দাদু আর কি বলি? বৃক্ষ, লতাপাতা আমাদের কত উপকারে লাগে। আর ওদের তাজা শরীরে পেরেক গেঁথে দিয়ে কষ নিঙড়ে নিই। মোটা টাকা-কড়িও পাই। আগরগাছের কাঠের টুকরোগুলোর বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিপুল চাহিদা। চড়া দামে রপ্তানি হয়। ধূপ, ভালো মানের আতরের সুনাম দেশে বিদেশে। আগরগাছের মালিক লাখ লাখ টাকা উপার্জন করেন।
প্রাচীনকালের নানা দেশের বই-পুস্তকে আগরের পরিচয় পাওয়া যায়। শুধু মনোরম সুবাস নয়, চিকিৎসায়েও এর কদর ছিল।
জানিস তো, শীতের খেজুর গুড়, অতি সাধের জিরান কাটা পাটালি গুড়ের পেছনের ইতিহাসও করুণ। ঝাঁকড়া চুলের খেজুরগাছের বাকল কায়দা করে চেঁছে পেরেক, নল গাঁথা হয়। সারারাত কাঁদে গাছ। সেই ফোঁটা ফোঁটা অশ্রুই টলটলে খেজুরের রস। দক্ষ গাছিরা ভোরের আলো ফোটার আগে রসের টুবুটুবু হাঁড়ি নামায়। শরীরে ক্ষত নিয়ে গাছ দাঁড়িয়ে থাকে। পিঠেপুলির সুবাসে মানুষের রসনা উথলে ওঠে বটে।
রাবারগাছের বাকল কেটে সাদা দুধ বের করা হয় রে; যা মানুষের নানা কাজে লাগে। রাবারগাছও বোবা!
বহুকাল আগে মিসর ও অন্যান্য দেশে প্যাপিরাসগাছের আঁশ থেকে কাগজ তৈরি হতো।
বড়ো হয়ে আরও অনেক ইতিহাস জানতে পারবি ইভু। আজ এইটুকুই। নটেগাছটি মুড়োলো, আমার কথা ফুরোলো।’
ইভান দিদুনকে জড়িয়ে ধরে, ‘দিদুন, সেরা কাহিনি আজ শুনলাম। তাহলে গাছপালাকে সম্মান করা উচিত। ওরা আমাদের বিশুদ্ধ বাতাস দেয়। কতো উপকারে লাগে। আর আমরা খুঁচিয়ে খুঁচিয়ে ব্যথা দিই। আবার গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার লাগানো হয়। বাকলে নাম লেখে কেউ কেউ। ইস! মায়ের ছাদবাগানে ফুল ফোটে, সবজি হয়। রাগী বাবাও বাগানে গিয়ে গুনগুন করে গান গাইতে থাকেন। ভালো না?’ তখন ব্যালকনির গ্রিলের ফাঁকে বিকেলের তেরছা রোদের ঝিলিমিলি। n
উৎস: Samakal
কীওয়ার্ড: আম দ র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা