দেশে চলমান অস্থির পরিস্থিতির সুযোগ নিয়েছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা মাঝেমধ্যেই প্রকাশ্যে কর্মসূচি পালন শুরু করে। এরই ধারাবাহিকতায় তারা আগে ঘোষণা দিয়ে গত শুক্রবার প্রথমবারের মতো বিশাল জমায়েতের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তা দেখায়। এখনই শক্ত হাতে মোকাবিলা না করা হলে এ ধরনের গোষ্ঠীর আস্ফালন ভবিষ্যতে আরও দৃশ্যমান হবে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি শুরু করে হিযবুত তাহ্‌রীর। প্রথমদিকে পুলিশের দুর্বল বাধা অতিক্রম করে তারা পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে এগিয়ে যায়। এর পর পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে। এ ক্ষেত্রে পুলিশের প্রস্তুতি ও প্রতিরোধের ঘাটতি ছিল বলে মনে করছেন বিশিষ্টজন।

অবশ্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো.

সাজ্জাত আলী গতকাল শনিবার এক অনুষ্ঠানে বলেন, বায়তুল মোকাররম মসজিদের গেটেই হিযবুত তাহ্‌রীরের মিছিল প্রতিরোধ করা সম্ভব ছিল। তবে মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনায় তা করা হয়নি। উত্তর গেটে প্রচুর মুসল্লি ছিল, তখন কাঁদানে গ্যাস বা কোনোভাবে তাদের প্রতিরোধ করতে চাইলে মুসল্লিদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটত।

সংশ্লিষ্টরা জানান, ইসলামের নামে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মেধাবী ছাত্রছাত্রী ও শিক্ষকদের সংগঠনে যুক্ত করে হিযবুত তাহ্‌রীর। 

ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের উদ্বুদ্ধ করা হয় কথিত জিহাদে। বিগত সরকারের সময় নিষিদ্ধ অবস্থাতেই হিযবুত গোপনে কার্যক্রম ও বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট জাতীয় সংসদ ভবনের সামনে খিলাফতের দাবি সংবলিত ব্যানার লিফলেট নিয়ে সভা করে তারা। একই দিনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও সভা করে। আগস্টে বন্যার সময় ‘ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ’ শীর্ষক ব্যানারে ঢাকায় বড় বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। ৯ সেপ্টেম্বর তারা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়। নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আবেদন করে তারা। এসব কর্মকাণ্ড নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় তারা আরও সাহসী হয়ে শুক্রবারের কর্মসূচির ঘোষণা দেয়।

পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর সমকালকে বলেন, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। শুক্রবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের কোনো গাফিলতি বা শৈথিল্য ছিল না। এর আগে তারা কোনো কোনো সময় হঠাৎ করেই কর্মসূচি পালন করায় ব্যবস্থা নেওয়া যায়নি।

উগ্রবাদ নিয়ে কাজ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ও বর্তমান কয়েক কর্মকর্তা জানান, শুক্রবারের মিছিলে হিযবুতের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হয়েছিলেন। এত মানুষকে শুধু আইন প্রয়োগ করে মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে উগ্রবাদের পথ থেকে ফিরিয়ে আনা যেতে পারে।  

আরও শক্ত পদক্ষেপের আহ্বান
গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, ৫ আগস্টের পর দেশে যে অস্থিরতা চলছে, তা থেকে এখনও আমরা বের হতে পারিনি। এর ফলে কিছু মানুষ সংগঠিত হয়ে যে কোনো বাড়িতে লুট করতে পারে, মব জাস্টিসের নামে পিটিয়ে মারতে পারে, মামলায় যে কাউকে আসামি করতে পারে, সেটা নিয়ে বাণিজ্যও করতে পারে। হিযবুত তাহ্‌রীরের এত বড় কর্মসূচির মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট পরিষ্কার। নানা গোষ্ঠী এটার সুবিধা নেওয়ার চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠন বা নতুন নতুন নামে কেউ হাঙ্গামা বাধানোর পাঁয়তারা করতেই পারে। অনেক পক্ষেরই মদত থাকতে পারে, যারা একটা অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। নীতিনির্ধারণী পর্যায় থেকে আরও শক্ত পদক্ষেপ আশা করছি।

তিনি বলেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘুরে দাঁড়াতে পারেনি– এটা অস্বীকারের সুযোগ নেই। সেনাবাহিনী বা অন্য বাহিনী তো সহায়তাকারী ফোর্স। পুলিশ যদি কর্মক্ষম না হয়ে ওঠে, ঘুরে দাঁড়াতে না পারে, অন্যরা তো আর বেশি পুলিশিং করতে পারবে না। মব জাস্টিসের নামে যা হচ্ছে, এটা যদি সরকার দৃশ্যত কঠোর হস্তক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণে না আনতে পারে, তাহলে কোনো ইস্যুতেই সফলতা দেখানোর সম্ভাবনা কম। 

হিযবুত তাহ্‌রীরের ৩৬ সদস্য গ্রেপ্তার
গত শুক্রবার থেকে হিযবুত তাহ্‌রীরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন। গতকাল এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিযবুত তাহ্‌রীরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ায় তাদের গ্রেপ্তার করা হবে। সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা করেছে পুলিশ।

পল্টন থানার মামলায় রিমান্ডে ১৭ 
পল্টন এলাকায় হিযবুত তাহ্‌রীরের সঙ্গে পুলিশের সংঘাতের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ২ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান থেকে হিযবুত তাহ্‌রীরের আরও চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

হিযবুত তাহ্‌রীরের মিছিল থেকে গ্রেপ্তার ১৭ জনকে গতকাল পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে আসামিদের কাঠগড়ায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে পুলিশ ও অজ্ঞাত ব্যক্তিদের হাতাহাতির ঘটনা ঘটে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন ষ দ ধ স গঠন গ র প ত র কর শ ক রব র সদস য সরক র আগস ট

এছাড়াও পড়ুন:

৮ বছরেও শুরু হয়নি কুবির ২ বিভাগের কার্যক্রম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘ ৮ বছর আগে অনুমোদন পাওয়া দুটি বিভাগ এখনো চালু হয়নি। অনুমোদন সত্ত্বেও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রমের ধীরগতির কারণে বিভাগ দুটি কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিজ্ঞান অনুষদের অধীনে ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ চালুর অনুমোদন দেওয়া হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটি চালু হওয়ার কথা থাকলেও, তখন বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত ও শ্রেণিকক্ষ সংকটের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন অ্যাকাডেমিক ভবন নির্মাণের পরে বিভাগ দুটি চালুর পরিকল্পনা করা হয়। কিন্তু এই সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ হয়নি।

আরো পড়ুন:

শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরের জরুরি নির্দেশনা 

সিএনজি চালকের বিরুদ্ধে কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

এছাড়া, তৎকালীন অর্গানোগ্রামে ৩১টি বিভাগের মধ্যে এই দুইটি বিভাগ অন্তর্ভুক্ত ছিল না, যা পরবর্তীতে চালু করা নিয়ে জটিলতা তৈরি করে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করে এই বিষয়ে পুনরায় আলোচনা করে। ইউজিসি নির্দেশনা অনুযায়ী, নতুন অর্গানোগ্রামে বিভাগের অন্তর্ভুক্তি ও নতুন বিভাগের প্রস্তাব রাখা হয়েছে।

সে অনুযায়ি ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কুবির ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে পূর্বের ‘মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ’ এর পরিবর্তে ‘লজিস্টিক্স ও মার্চেন্ডাইজিং বিভাগ’ এবং ‘বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ’-এর পরিবর্তে ‘পরিবেশ বিজ্ঞান বিভাগ’ নামে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। এছাড়াও অর্গানোগ্রামে নতুন আরও ১৮টি বিভাগের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে।

তৎকালীন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রস্তাবক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “২০১৭ সালে অনুমোদন থাকলেও জায়গা সংকটের কারণে বিভাগ চালু করা সম্ভব হয়নি। পরে প্রশাসন পাল্টালেও কেউ উদ্যোগ নেয়নি।”

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অর্গানোগ্রামে অন্তর্ভুক্তি মানে এখনই চালু হবে না। অনুমোদন থাকলেও তৎকালীন সময়ে চালু করা সম্ভব হয়নি। এখন ইউজিসি নির্দেশনায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তৎকালীন প্রশাসন বলতে পারবে কেন বিভাগ চালু হয়নি। আমরা সবার সঙ্গে আলোচনা মাধ্যমে নতুন করে উদ্যোগ নিয়েছি। আগামী ২ বছরের মধ্যে আশা করি বিভাগ চালু করা সম্ভব হবে, তখন নতুন ক্যাম্পাসও প্রস্তুত থাকবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ