নাঈম শেখের ১৭৬, দলের জয়ের ব্যবধান ১৭৩
Published: 9th, March 2025 GMT
মাত্র ২৪ রান হলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে দেখা পেতেন ডাবলের। অলক কাপালির হাতে কাভারে যখন ধরা পড়েন নাঈম শেখ, তাকে যেন ঘিরে ধরেছিল রাজ্যের হতাশা। ক্যারিয়ার সেরা ১৭৬ রানে সন্তুষ্ট হয়ে অনিচ্ছা সত্তেও যেতে হয়েছে ড্রেসিংরুমে।
নাঈমের এই রানে ভর করে ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড গড়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান করে প্রাইম ব্যাঙ্ক। তাড়া করতে নেমে ২৪৯ রানে থামে ব্রাদার্স। ১৭৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নাঈম অ্যান্ড কোং!
মাত্র ১২৫ বলে ১৮টি চার ও ৮টি ছক্কার মারে বিধ্বংসী ইনিংসটি সাজান নাঈম। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। শুরু থেকেই এই বাঁহাতি ছিলেন বিস্ফোরক। ফিফটির দেখা পান ৩৮ বলে। তাতে চার-ছয় থেকে আসে ৩৮ রান! সেঞ্চুরি করেন ৮২ বলে। সেঞ্চুরির পর দেড়শ হতে খেলেন মাত্র ২৪ বল!
আরো পড়ুন:
দুই বছর পর ঢাকা লিগে তামিমের সেঞ্চুরি
প্রাইম ব্যাংকের চারশর ইতিহাস, নাঈমের ১৭৬
এর আগে নাঈমের ক্যারিয়ার সেরা ছিল ১৩৬ রান। এটি নবম শতক। সাব্বির হোসেনকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে নাঈম যোগ করেন ১৪০ রান। সাব্বির ৭৩ রানে আউট হলে ভাঙে জুটি। এ ছাড়া ফিফটি করে অপরাজিত ছিলেন সাজ্জাদুল হক রিপণ। ব্রাসার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আল আমিন হোসেন।
তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে ব্রাদার্স। এক প্রান্তে একাই হাল ধরার চেষ্টা করেন আইচ মোল্লা। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৬ রান। চার রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। ১১০ বলে ৫টি চার ও ৭টি ছয়ের মারে এই রান করেন আইচ।
এ ছাড়া মাইশুকুর রহমান ৩৪, অলককাপালি ৩০ ও মাহফিজুল ইসলাম রবিন ২৯ রান করেন। প্রাইম ব্যাঙ্কের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রিশাদ হোসেন। ২ উইকেট করে নেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’
সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।
ঢাকা/রতন/রাজীব