জরিপের তথ্য কতটা সঠিক হয়, তা নিয়ে বিতর্কের অবকাশ আছে। বাংলাদেশের মতো দেশে নির্বাচনী জরিপের তথ্য নিয়ে বিতর্ক আরও বেশি। তারপরও জরিপের মাধ্যমে একটা ‘ট্রেন্ড’ বোঝা যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শনিবার প্রকাশিত একটি জরিপের তথ্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপটি পরিচালনা করেছে ইনোভেশন; সহযোগিতায় ছিল ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। মাঠ গবেষণার নমুনা হিসেবে ৬৪ জেলার ১০ হাজার ৬৯০ জনকে বেছে নেওয়া হয়েছে। ১৮ কোটি জনসংখ্যার দেশে নমুনার এই সংখ্যাও প্রশ্নযোগ্য বটে।
জরিপের একটি প্রশ্ন ছিল– এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন? এর উত্তরে বিএনপির পক্ষে ভোট দিয়েছে ৪১.
চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের রাজনৈতিক দলের প্রতি সমর্থনের এই হার অনেককেই বিস্মিত করেছে। সে জন্য খোদ জরিপের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বিশেষত, গত বছরের জুলাই-আগস্টে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বলা চলে গোটা দেশের ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল, সেই ছাত্রদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দরের তো আরও বেশি জনসমর্থন পাওয়ার কথা! বিএনপি এগিয়ে থাকবে– এটাই অনুমিত। কিন্তু দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতকে এত বেশি মানুষ ভোট দেবে? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থন জামায়াতেরও নিচে নেমে এসেছে– অনেকেই মানতে চাইবেন না। কারণ ক্ষমতাচ্যুত হলেও দলটির কোটি কোটি কট্টর সমর্থক দেশ থেকে রাতারাতি উবে যায়নি।
যা হোক, জরিপটি চালানো হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চের মধ্যে। আর ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ২৮ ফেব্রুয়ারি। ভোটের হিসাবনিকাশ নিঃসন্দেহে জটিল। যেখানে নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন কিনা– তা হয়তো দলটির কর্মকাণ্ড দেখেই ভোটাররা সিদ্ধান্ত নেবেন। ছয় মাস পর নতুন করে জরিপ হলে ফলাফল স্বাভাবিকভাবেই ভিন্ন হতে পারে।
অনেকের ধারণা, গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে ভালো করবে। কিন্তু ভোটে সেভাবে মানুষকে আকৃষ্ট করার ক্ষেত্রে নাগরিক পার্টির যে এখনও অনেক করণীয় আছে, এ জরিপ অন্তত সে ইঙ্গিত দিচ্ছে। কেবল শহরকেন্দ্রিক কর্মসূচি দিলেই হবে না, গ্রাম পর্যায়ে মানুষের কাছে তাদের পৌঁছতে হবে।
মনে আছে, গত ২ অক্টোবর প্রকাশিত আরেকটি জরিপের ফলে দেখা গেছে, ৪৭ শতাংশ নাগরিক অন্তর্বর্তী সরকারের মেয়াদ তিন বছর বা এর বেশি চান এবং ৫৩ শতাংশ নাগরিক চান ২ বছর বা এর কম। অথচ শনিবারের জরিপে দেখা যাচ্ছে, ৫৮ শতাংশ ভোটার ২০২৫ সালের মধ্যে নির্বাচন চান। তার মানে দেখা যাচ্ছে, ছয় মাসের ব্যবধানেই মানুষের ধারণা পাল্টে গেছে।
তা ছাড়া এটাও আলোচনায় এসেছে, বৈষম্যবিরোধী ছাত্রদের যে আন্দোলন, তার ভিত্তি ছিল শহরাঞ্চল। তাদের বিষয়ে গ্রামাঞ্চলে জানতে চাওয়া হলে স্বাভাবিকভাবেই ভালো সাড়া পাওয়ার কথা নয়।
জরিপে এও দেখানো হয়েছে, ২৯ দশমিক ৪ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি, তারা কাকে ভোট দেবেন। ভোটের মাঠে এ অংশ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ তারা প্রার্থী ও রাজনৈতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন। এর বাইরেও ভোট দেওয়ার ক্ষেত্রে পরিবারের প্রভাব কতটা, তাও উঠে এসেছে, যেখানে ৪৭ শতাংশ মানুষ স্বীকার করেছেন, তারা পরিবারের সিদ্ধান্তে ভোট দেন। বিপরীতে ১৮ দশমিক ২৮ শতাংশ অংশগ্রহণকারী ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে পাওয়া সংবাদকে সিদ্ধান্তের ওপর প্রভাবক হিসেবে চিহ্নিত করেছেন।
ডিসেম্বরেও যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতেও নির্বাচনের আগে আমরা পরিস্থিতির নানা চড়াই-উতরাই দেখতে পাব। ভোটের সঙ্গে আমরা যদি জোটের হিসাবের কথা বলি, যেখানেও এ জরিপকে যুক্ত করা যায়। যেমন, দেখা গেছে ভোটারের পছন্দে থাকা শীর্ষ দল বিএনপি এবং দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামী উভয়ই ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিজেদের জোটে টানতে প্রচেষ্টা চালাচ্ছে। অথচ জরিপে দেখা যাচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাত্র ২.৬ শতাংশ মানুষ ভোট দেওয়ার কথা বলেছেন। বাস্তবে দলটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে?
বলাবাহুল্য, নির্বাচনকেন্দ্রিক রাজনীতির আরও অনেক কিছুই দেখার বাকি। বিশেষ করে গত তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবং একই সঙ্গে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার প্রথম নির্বাচন এটি। অন্তত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ সবাই প্রত্যাশা করছে।
জরিপে বিএনপিকে এর চেয়েও বেশি মানুষ ভোট দেবে বললেও বিস্ময়ের কিছু ছিল না। কিন্তু জরিপে সম্ভবত সবচেয়ে বেশি খুশি হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাস্তবতা যে গাছে কাঁঠাল গোঁফে তেল– তা হয়তো দলটিও ভালো জানে। তবে জুলাই অভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী যে শক্তিশালী অবস্থানে, তা স্বীকার্য। একসঙ্গে দলটি জোটগত নির্বাচন করলে হয়তো বড় চমক দেখাতে পারে।
নির্বাচন যত ঘনিয়ে আসবে, এ ধরনের জরিপ সামনে আরও দেখা যাবে। সে ক্ষেত্রে এ জরিপ একটা সূচনা বটে। জরিপের অনেক তথ্য বাস্তব মনে নাও হতে পারে, তবে এর প্রভাব অস্বীকার করা যাবে না। বাংলাদেশ বলে কথা– অনেক সময় মানুষ বলে একটা, করে আরেকটা।
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল
[email protected]
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে: হামাস
স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণাপত্রের অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে।
বৃহস্পতিবার হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামবে না তারা।
মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছিল, ‘গাজায় যুদ্ধ বন্ধে হামাসকে (এই উপত্যকায়) তার শাসনের অবশ্যই অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে এটি সংগতিপূর্ণ।’
সৌদি আরব, কাতার, ফ্রান্স ও মিসরসহ ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগ ঘোষণাপত্রটি সমর্থন করেছে। এটি ‘দ্য নিউইয়র্ক’ ঘোষণাপত্র হিসেবে পরিচিতি পেয়েছে।
বৃহস্পতিবার আলাদা এক বিবৃতিতে প্রতি শুক্রবার, শনিবার ও রোববার বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর দূতাবাসের বাইরে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে তারা।
অনাহারে মৃত্যু ১৫৪গাজায় কর্মরত চিকিৎসকেরা জানিয়েছেন, উপত্যকাটিতে অনাহারে আরও দুই শিশু এবং এক তরুণ মারা গেছে। এ নিয়ে সেখানে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৪ জনে। তাদের মধ্যে শিশু ৮৯টি।
গাজায় প্রায় ২১ লাখ মানুষের বসবাস। উপত্যকাটিতে গত মার্চ থেকে নতুন করে অবরোধ শুরু করে ইসরায়েল। ফলে সেখানে ত্রাণবাহী কোনো ট্রাক প্রবেশ করতে পারছিল না। আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি কিছুদিন ধরে গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। এই ত্রাণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য।
ত্রাণ নিতে প্রাণহানি ১৩৭৩জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গাজায় গত মে মাস থেকে এখন পর্যন্ত ত্রাণ আনতে গিয়ে মোট ১ হাজার ৩৭৩ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৮৫৯ জন মারা গেছেন বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রে। গত মে মাসের শেষ থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি ইসরায়েলি সেনাদের সহায়তায় গাজার কয়েকটি স্থানে ত্রাণ দিচ্ছে।
বাকি ৫১৪ জন মারা গেছেন ত্রাণবাহী ট্রাকের আশপাশে। তাঁরা ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন। অধিকাংশই ইসরায়েলের সেনাদের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে গাজায় অন্তত আরও ৪২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এই নিয়ে প্রায় ২২ মাসের সংঘাতে গাজায় ইসরায়েলি সেনাদের হামলা নিহত হয়েছেন অন্তত ৬০ হাজার ৩৩২ জন।
গাজায় স্টিভ উইটকফশুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা সফর করেছেন। তিনি উপত্যকাটির রাফা এলাকায় জিএইচএফের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রও ঘুরে দেখেন। এ সময় ইসরায়েলে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা পাঁচ ঘণ্টার বেশি গাজায় ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উইটকফ নিজেই এই কথা জানিয়েছেন। আগের দিন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। উইটকফ বলেছেন, ‘মাঠের পরিস্থিতি বুঝতে ও তথ্য সংগ্রহ করতে আমরা গাজায় গিয়েছিলাম। গাজার মানবিক পরিস্থিতির একটি স্পষ্ট ধারণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য, যাতে করে গাজাবাসীর জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা যায়।’
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত ও আবাসন খাতের সাবেক আইনজীবী উইটকফের আন্তর্জাতিক নীতি ও মানবিক সহায়তা-সংক্রান্ত কোনো অভিজ্ঞতা নেই। তা সত্ত্বেও তিনি মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের চেষ্টার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধেও কূটনীতি চালাচ্ছেন। এরই মধ্যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।