সিরিয়ায় রক্তপাতের ঘটনায় দায়ীদের খুঁজে বের করার অঙ্গীকার শারার
Published: 10th, March 2025 GMT
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশটির বেসামরিক নাগরিকদের ক্ষতিসাধনের সঙ্গে জড়িত যে কাউকে জবাবদিহির মুখোমুখি করার অঙ্গীকার করেছেন।
সিরিয়ায় কয়েক দিনের সংঘর্ষে ব্যাপক প্রাণহানির পর গতকাল রোববার এমন অঙ্গীকার করেন শারা। অভিযোগ আছে, গত কয়েক দিনে সিরিয়ার নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এটি ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের সম্প্রদায়।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গত শুক্রবার ও শনিবার পশ্চিম উপকূলে আলাউইত সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে চালানো ‘নির্বিচার হত্যাকাণ্ডে’ ৮৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই সহিংসতার ঘটনাকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে। তবে সহিংসতায় প্রাণহানির সংখ্যা ঠিক কত, তা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
গত ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে শারার নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী। পরে শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যে শারা দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ব্যক্তিদের খুঁজে খুঁজে ধরারও অঙ্গীকার করেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসাব অনুসারে, গত কয়েক দিনের সংঘর্ষে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ২৩১ জন সদস্য এবং ২৫০ জন আসাদপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা ১ হাজার ৩১১।
আরও পড়ুনসিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা, মরদেহ পড়ে আছে খোলা মাঠে১১ ঘণ্টা আগেগতকাল শারা বলেন, আজ তাঁরা যখন এই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে, তখন তাঁরা একটি নতুন বিপদের মুখোমুখি। আর তা হলো, সাবেক সরকারের যাঁরা রয়ে গেছেন, তাঁরা এবং তাঁদের বিদেশি সমর্থকেরা নতুন সংঘাত উসকে দেওয়ার, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। যার লক্ষ্য হলো দেশকে বিভক্ত করা। ঐক্য ও স্থিতিশীলতা ধ্বংস করা।
শারার ভিডিও বক্তব্যটি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায় প্রকাশ করা হয়েছে। বক্তব্যে তিনি আরও বলেন, তাঁরা দৃঢ়ভাবে নিশ্চিত করছেন যে বেসামরিক নাগরিকদের রক্তপাত অথবা জনগণের ক্ষতিসাধনে জড়িত ব্যক্তি, নিজস্ব স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে রাষ্ট্রীয় ক্ষমতা বা কর্তৃত্বের অপব্যবহারকারী যে কাউকে তাঁরা কঠোরভাবে এবং নমনীয়তা ছাড়াই জবাবদিহির মুখোমুখি করবেন।
কেউই আইনের ঊর্ধ্বে থাকতে পারবেন না উল্লেখ করে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেছেন, যাঁদের হাত সিরিয়ার মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, তাঁরা শিগগির বিচারের মুখোমুখি হবেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট দেন শারা। সেখানে তিনি বলেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হওয়া সহিংসতার তদন্ত এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুনসিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত আসাদের অনুগত যোদ্ধাদের লড়াইয়ে নিহত ১০০০২১ ঘণ্টা আগেশারা তাঁর দেশে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তবে তাঁর সমর্থকদের বিরুদ্ধে দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়া ও তারতুসে নৃশংসতা চালানোর যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে রাজধানী দামেস্কের একটি মসজিদ থেকে দেওয়া এক ভাষণে শারা বলেন, ‘খোদা চাইলে আমরা একসঙ্গে এ দেশে বসবাস করতে পারব।’
সিরিয়ার একটি নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, লাতাকিয়া, জাবলা ও বানিয়াস শহরের চারপাশে গতকাল সংঘর্ষের তীব্রতা কমেছে।
গত বৃহস্পতিবার সরকারি বাহিনীর ওপর অতর্কিত হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। এর পর থেকে সরকারি বাহিনী ও আসাদের অনুগত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ চলছে।
সিরিয়ায় প্রাণঘাতী সহিংসতার প্রতিবাদ জানাতে দেশটির শত শত মানুষ রাজধানী দামেস্কে জড়ো হয়েছিলেন। গতকাল বিক্ষোভকারী ব্যক্তিরা দামেস্কের মারজেহ স্কয়ারে প্ল্যাকার্ড হাতে জড়ো হন।
আরও পড়ুনসিরিয়ায় অভিযানে আলাউইত সম্প্রদায়ের ১৬২ জন নিহত, অস্ত্র সমর্পণের আহ্বান শারার০৮ মার্চ ২০২৫এদিকে সংঘর্ষের মধ্যে ভূমধ্যসাগরীয় উপকূলে বসবাসকারী সিরিয়ার শত শত বেসামরিক মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। লাতাকিয়া ও তারতুস প্রদেশ ছিল বাশার আল-আসাদের সাবেক ঘাঁটি। তিনি আলাউইত সম্প্রদায়ের মানুষ।
আরও পড়ুনসিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ, ৭০ জনের বেশি নিহত০৭ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ঘর ষ র বর ত গতক ল সরক র
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ