না খেলেও শীর্ষে বার্সা, লিভারপুলকে চ্যাম্পিয়ন ধরেই বাকি হিসাব
Published: 10th, March 2025 GMT
মৌসুমের শেষ ভাগে এসে ইউরোপের শীর্ষ চার লিগের দুটিতে লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বাকি দুটিতে শিরোপা–ভাগ্য অনেকটাই চূড়ান্ত। লা লিগায় এবার শেষ মুহূর্তে এসে বাতাস বদলে যেতে পারে যেকোনো দিকে।
একই দৃশ্যপট ইতালিয়ান লিগ সিরি ‘আ’তেও। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে চাইলে এখনই লিভারপুলকে বিজয়ী ঘোষণা করা যায়। লিভারপুলের মতো শক্তিশালী অবস্থানে না থাকলেও বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখও শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে আছে।
হেরে বার্সা–রিয়ালের চেয়ে পিছিয়ে আতলেতিকোদলের চিকিৎসকের মৃত্যুর কারণে লা লিগায় ওসাসুনার বিপক্ষে শনিবার রাতের ম্যাচটি স্থগিত করে দেয় বার্সেলোনা। বার্সা মাঠে না নামায় রিয়াল মাদ্রিদের সুযোগ ছিল পয়েন্টের দিক থেকে অন্তত চিরপ্রতিদ্বন্দ্বীদের ছুঁয়ে ফেলার। আর আতলেতিকোর সামনে সুযোগ ছিল বার্সাকে টপকে শীর্ষে ওঠার। রিয়াল নিজেদের লক্ষ্য পূরণে সফল হলেও পারেনি আতলেতিকো।
আরও পড়ুনসুযোগ পেয়ে বার্সাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ, শীর্ষ উঠতে পারল না আতলেতিকো১৪ ঘণ্টা আগেগতকাল রাতে হেতাফের বিপক্ষে ২–১ গোলে হেরেছে ডিয়েগো সিমিওনের দল। এই হারে শীর্ষে ওঠার বদলে তিনে নেমে গেছে আতলেতিকো। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট তাদের। অন্য দিকে রায়ো ভায়েকানোর বিপক্ষে ২–১ গোলের জয়ে বার্সাকে পয়েন্টে ছুঁয়ে ফেলেছে রিয়াল। তবে রিয়াল একটি ম্যাচ বেশি খেলেছে। তাদের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৭। আর বার্সার পয়েন্ট ২৬ ম্যাচে ৫৭। গোলব্যবধানে রিয়ালের (+৩১) চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে হান্সি ফ্লিকের দল (+৪৬)।
শিরোপা জয়ের পথে আরও এগিয়ে লিভারপুলপ্রিমিয়ার লিগে টানা চার মৌসুম শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। তবে বেশির ভাগ সময়ই শেষ পর্যন্ত লড়াইয়ের মধ্যে থাকতে হয়েছে তাদের। কিন্তু এবার বোধ হয় কোনো ধরনের লড়াই ছাড়াই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে লিভারপুল। লিগে নিজেদের ৯ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় আর্সেনালের চেয়ে লিভারপুল এগিয়ে ১৫ পয়েন্টের ব্যবধানে। এ অবস্থায় শেষ ৯–১০ ম্যাচে কেউ লিভারপুলের ১৫ পয়েন্টের ব্যবধান টপকে শিরোপা জিতবে তা প্রায় আকাশ–কুসুম কল্পনা।
আরও পড়ুনসালাহর মাইলফলকের রাতে শিরোপার আরও কাছে লিভারপুল০৮ মার্চ ২০২৫পরশু রাতে সাউদাম্পটনের বিপক্ষে ৩–১ গোলে জয়ের পর লিভারপুলের পয়েন্ট এখন ২৯ ম্যাচে ৭০। আর গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১–১ গোলে ড্র করা আর্সেনালের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৫। অর্থাৎ এখান থেকে লিভারপুলকে ছুঁতে অবিশ্বাস্য কিছুই করতে হবে আর্সেনালকে। ফলে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। তবে প্রিমিয়ার লিগে শেষ দিকে জমতে পারে শীর্ষ চারে থাকার লড়াই। নটিংহামের কাছে ১–০ গোলে হারের পর শঙ্কায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটির শীর্ষ চারে থাকাও।
ইন্টার–নাপোলির সঙ্গে আতালান্তাওত্রিমুখী শিরোপা লড়াইয়ে জমে উঠেছে ইতালিয়ান লিগ সিরি ‘আ’। বর্তমানে শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২৮ ম্যাচে ৬১। যারা সর্বশেষ নিজেদের ম্যাচে ৩–২ গোলে হারিয়েছে মোনৎসাকে। আর ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নাপোলি ২–১ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে। এই দুই দলের সঙ্গে লড়াইয়ে আছে আতালান্তাও। ২৮ ম্যাচে যাদের পয়েন্ট ৫৮। সর্বশেষ ম্যাচে যারা ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাসকে।
হেরেও সুবিধাজনক অবস্থানে বায়ার্নবখুমের কাছে ৩–২ গোলে বায়ার্নের অপ্রত্যাশিত হারে লেভারকুসেনের সুযোগ ছিল তাদের কাছাকাছি যাওয়ার। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি লেভারকুসেন। নিজেদের ম্যাচে ভেরডার ব্রেমেনের কাছে ২–০ গোলে হেরেছে। ফলে দুই দলের পয়েন্টের ব্যবধানটা আগের মতো ৮–ই থাকল।
বায়ার্নের পয়েন্ট ২৫ ম্যাচে ৬১, আর লেভারকুসেনের ২৫ ম্যাচে ৫৩। বুন্দেসলিগায় বাকি আছে ৯ ম্যাচ। এই ৯ ম্যাচে বায়ার্নের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান ঘোচানো অসম্ভব না হলেও বেশ কঠিনই। ফলে বড় কোনো নাটকীয়তা না হলে বায়ার্ন এখন বেশ ভালো অবস্থানেই আছে।
বুন্দেসলিগা (শীর্ষ পাঁচ)
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২৮ ম য চ আতল ত ক অবস থ
এছাড়াও পড়ুন:
ক্যানসারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শরীরে ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। বমি ও নিম্ন রক্তচাপের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যানসারের প্রাথমিক ধাপ ধরা পড়ে। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
আরো পড়ুন:
৬ বছর পর ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ প্লে-অফে বলিভিয়া
মারাকানায় ব্রাজিলের বড় জয়
প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর তার ত্বকের ক্যানসারের প্রাথমিক ধাপ ধরা পড়ে।
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, তার ত্বকের পরীক্ষা করে ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ শনাক্ত হয়েছে।এটি ত্বকের মাঝারি মাত্রার ক্যানসার, যা সবচেয়ে হালকা ও সবচেয়ে আক্রমণাত্মক ধাপের মাঝামাঝি পর্যায়ে রয়েছে।
চিকিৎসকরা বলেছেন যে, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। ৭০ বছর বয়সী বলসোনারো গত মঙ্গলবার বমি এবং নিম্ন রক্তচাপের কারণে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে ক্যানসারের বিষয়টি গত রবিবারের পরীক্ষায় ধরা পড়ে, যখন তার বুক ও হাতে থাকা ক্ষতস্থানের টিস্যু অপসারণ করা হয়েছিল।
তার অনকোলজিস্ট ক্লাউদিও বিয়ারোলিনি জানিয়েছেন, বলসোনারোর ক্যানসার ‘ইন সিটু’ ধাপে রয়েছে, অর্থাৎ অস্বাভাবিক কোষগুলো এখনো ছড়িয়ে পড়েনি। অস্ত্রোপচারই এর চিকিৎসার জন্য যথেষ্ট হবে। বর্তমানে বলসোনারোর শরীরে সেলাই ও ব্যান্ডেজ রয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে খোলা হবে বলে আশা করা হচ্ছে। বুধবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন, যেখানে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
বলসোনারো ২০২২ থেকে ২০২৩ সালে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ার আগেই গৃহবন্দি ছিলেন। সম্প্রতি তাকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেসের নির্দেশ অনুযায়ী, গৃহবন্দিত্বে থাকলেও চিকিৎসা জরুরি হলে তিনি বাসার বাইরে যেতে পারেন। তবে প্রতিবারই তার আইনজীবীদের আদালতে চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হয়।
বলসোনারোর সমর্থকরা তার স্বাস্থ্য পরিস্থিতিকে যুক্তি হিসেবে তুলে ধরছেন, যাতে তিনি কারাগারে না গিয়ে বাড়িতেই সাজা ভোগ করতে পারেন। তাদের দাবি, কারাগারে নিলে তার শারীরিক জটিলতা বা দুর্ব্যবহারের ঝুঁকি বাড়বে।
তার জ্যেষ্ঠ পুত্র সিনেটর ফ্লাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “আমার বাবা আগেও কঠিন লড়াই লড়ে জয়ী হয়েছেন। এবারও ভিন্ন কিছু হবে না।”
ঢাকা/ফিরোজ