গাজার পরিস্থিতি ‘খুব দ্রুত অবনতি হচ্ছে’
Published: 11th, March 2025 GMT
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি সতর্ক করে দিয়ে বলেছেন, গাজার পরিস্থিতি ‘খুব দ্রুত অবনতি হচ্ছে।’ ইসরায়েল আবার গাজা উপত্যকায় সব ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পরে সোমবার তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে সাংবাদিকদের লাজ্জারিনি বলেন, “উদ্দেশ্য যাই হোক না কেন, এটি স্পষ্টতই গাজায় মানবিক সাহায্যের অস্ত্রায়ন হয়েছে।”
তিনি বলেন, “যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অগ্রগতি বজায় রাখতে এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য গাজায় আবারো মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
লাজ্জারিনি জানিয়েছেন, নতুন কর ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ায় সাম্প্রতিক যুদ্ধবিরতির আগে দেখা ‘ক্রমবর্ধমান ক্ষুধার’ দিকে ফিরে যাওয়ার ঝুঁকি রয়ে গেছে গাজায়।
ইউএনআরডব্লিউএ ১৯৪৯ সালের ডিসেম্বর থেকে ফিলিস্তিন এবং প্রতিবেশী দেশগুলোতে অবস্থানরত ফিলিস্তিনিদের সহায়তা প্রদান করে আসছে। তবে সম্প্রতি সংস্থাটির কার্যক্রম বারবার ব্যাহত করেছে ইসরায়েল। এমনকি সংস্থাটিকে নিষিদ্ধও করেছে নেতানিয়াহু সরকার।
লাজ্জারিনি বলেন, ইউএনআরডব্লিউএ-এর “পতন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে একটি বিপজ্জনক শূন্যতা তৈরি করবে এবং জর্ডান, লেবানন ও সিরিয়াজুড়ে ধাক্কার তরঙ্গ পাঠাবে। যে পরিবেশে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত থাকে এবং মানুষ মৌলিক পরিষেবাগুলোর সুবিধা পায় না, তা শোষণ ও চরমপন্থার জন্য উর্বর ভূমি।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মঙ্গলবার ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব জায়গায়
পাইপলাইনে সংস্কার কাজের জন্য আজ দুপুর থেকে ঢাকার মিরপুরে কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তিতাস জানায়, মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ এ অবস্থিত প্রিন্স বাজারসংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ঢাকা/হাসান/ইভা