ফিলিস্তিনের গাজায় যেকোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ এবং গাজা ছেড়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এ কথা বলেছেন। যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় চলমান আলোচনায় অংশ নিতে গতকাল সোমবার মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি মন্তব্য করেন।

ফক্স নিউজকে উইটকফ বলেন, যতক্ষণ পর্যন্ত হামাসের সামরিক শাখার অস্তিত্ব থাকবে এবং ইসরায়েলের প্রতি হুমকি তৈরি করবে, তত দিন শান্তি অর্জন সম্ভব নয়। তিনি মূলত ইসরায়েলের দাবির বিষয়টিই পুনর্ব্যক্ত করলেন।

ট্রাম্পের বিশেষ দূত বলেন, ‘গাজা ছেড়ে যাওয়া ছাড়া তাদের জন্য যৌক্তিক ও যুক্তিসংগত কোনো বিকল্প নেই। যদি তারা ছেড়ে যায়, তাহলে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তিতে পৌঁছানোর সবকিছু আলোচনার টেবিলে আছে বলি আমি মনে করি।’

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে ইসরায়েলের আলোচনা চলছে। মধ্যস্থতাকারী দেশ কাতার, মিসর ও আমেরিকার কূটনীতিকদের মধ্যকার খুবই গোপনীয় বৈঠকের বিষয়ে কিছুই জানা যাচ্ছে না। এর আগে মিসরের কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে হামাস নিজেদের অবস্থান তুলে ধরেছে।

দুই পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে একটি মাঝামাঝি অবস্থানে আসার চেষ্টা করছে মধ্যস্থতাকারীরা। এখন মূল বিষয় হলো, চলমান যুদ্ধবিরতির মেয়াদ পুরো রমজান মাস পর্যন্ত বাড়ানো হবে, নাকি দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হবে। হামাস চায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হোক।

কিন্তু ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এখানে জটিলতা তৈরি হয়েছে। ৩১ মার্চ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে বাজেট পাস করতে হবে। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিতে রাজি হলে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী মিত্ররা বাজেট পাস আটকে দিতে পারে। এতে সরকারের পতন হলে ১০০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। এ পথে হাটতে রাজি নন নেতানিয়াহু। তাই তিনি চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী।

এদিকে দোহায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আজ মঙ্গলবার ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন মধ্য গাজায় নেতজারিম করিডর এলাকায়। এর আগে দক্ষিণাঞ্চলীয় রাফায় নিহত হন এক নারী। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৪৮ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হলেন।

এ ছাড়া ইসরায়েল গাজায় ত্রাণ ও জ্বালানির প্রবেশ এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় দুর্বিষহ পরিস্থিতির মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা। তীব্র শীতের মধ্যে অন্ধকারের মধ্যে তাদের থাকতে হচ্ছে। বন্ধ হয়ে গেছে অনেক বেকারি। অন্যান্য খাদ্যপণ্যের সংকটও দেখা দিয়েছে। পানি শোধনাগার বন্ধ হয়ে যাওয়ায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল র

এছাড়াও পড়ুন:

প্রাক্তন স্ত্রী দেবশ্রীর সঙ্গে প্রেমের সিনেমা করতে চান প্রসেনজিৎ

ভারতীয় বাংলা সিনেমার তারকা জুটি প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেবশ্রী রায়। পর্দায় এ জুটির রোমান্স দেখে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। রুপালি পর্দার রোমান্স ব্যক্তিগত জীবনেও গড়ায়। ভালোবেসে দেবশ্রী রায়কে বিয়ে করেন প্রসেনজিৎ। কিন্তু কয়েক বছর পরই এ বিয়ে ভেঙে যায়। তারপর দুজনের পথ আলাদা হয়ে যায়। 

সংসার ভাঙার পাশাপাশি দর্শক হারান রুপালি পর্দার জনপ্রিয় এই জুটিকে। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। অবশেষে দূরত্ব কমিয়ে দেবশ্রীর সঙ্গে সিনেমা করার অভিপ্রায় ব্যক্ত করলেন প্রসেনজিৎ।  

আরো পড়ুন:

নিজেকে তৈরি করে খোলামেলা দৃশ্যে অভিনয় করব: স্বস্তিকা

ছেলের বন্ধুরা ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

কিছুদিন আগে ‘আমি যখন হেমা মালিনী’ সিনেমার প্রচারে চিরঞ্জিত চক্রবর্তী বলেছিলেন—“দেব-শুভশ্রী জুটির পর আমি চাই আবার প্রসেনজিৎ-দেবশ্রী জুটি ফিরুক, এই জুটিটা ফেরার অত্যন্ত প্রয়োজন।” ‘দেবী চৌধুরানী’ সিনেমার প্রচারে চিরঞ্জিতের এই বক্তব্য প্রসেনজিৎকে জানানো হয়। 

এ বিষয়ে প্রসেনজিৎ বলেন, “আমি তো চাই দীপকদা একটা স্ক্রিপ্ট লিখুক আমাদের জন্য, আমার বহুদিনের ইচ্ছা ছিল এবং আমি অনেকবার দীপকদাকে বলেছি যে, আমি তোমার পরিচালনায় একটা কাজ করতে চাই। দীপকদা, আমাদের জন্য যদি পরিচালনা করেন তাহলে অবশ্যই আমি সিনেমা করতে চাই। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে দেবশ্রীর সঙ্গে আবারো একটা পরিণত প্রেমের সিনেমা করতে চাই।” 

তাহলে কী পুরোনো তিক্ততা ভুলে গেছেন প্রসেনজিৎ? জবাবে এই নায়ক বলেন, “আমার কারো সঙ্গে কোনো তিক্ততা নেই। যে আমার সঙ্গে হাসিমুখে কথা বলবে, আমি সব সময় তাদের জন্য আছি। আর কোনো তিক্ততা নিয়ে বাঁচতে চাই না, যে কটা দিন আছি সবার সঙ্গে ভালো সম্পর্ক নিয়েই থাকতে চাই।” 

এক সময় দেবশ্রীকে নিয়ে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ বোধ করতেন না প্রসেনজিৎ। তবে অভিমান ভুলে কাজের ক্ষেত্রে আবার এক হওয়ার কথা বললেন তিনি। বর্তমানকে ভালোবেসে যেমন এগিয়ে যান, ঠিক তেমনই কি অতীতকেও আঁকড়ে বাঁচেন?  

এ প্রশ্নের জবাবে প্রসেনজিৎ বলেন, “নিজের অতীতকে কখনো উপেক্ষা করা যায় না। মাঝেমাঝেই আমি আমার অতীতে ফিরে যাই; সেই সময়গুলোর জন্যই আজকের আমি। অতীত আমাকে অনেক ভালোবাসা, রাগ-দুঃখ-ক্ষোভ দিয়েছে। আমার ক্ষেত্রে যেটা অল্প কিন্তু তবু আছে সেটা হলো—ঘৃণা। সেটাও পেয়েছি, তবে অতীত যেমনই হোক না কেন, তাকে কখনো ফেলে দেওয়া যায় না। আমরা সবাই মাঝে মাঝে অতীতে ফিরে যাই।” 

সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। বর্তমান প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে চলতেও দ্বিধাবোধ করেন না প্রসেনজিৎ।তার ভাষায়—“এই বদলগুলোকে মেনে না নিলে আমাকে পিছিয়ে পড়তে হবে। আমি প্রচুর বদল দেখেছি, তবে যেই সময় যেটা এসেছে, তার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি, এটাই তো করা উচিত। না হলে বর্তমান প্রজন্ম থেকে দূরে সরে যেতে হবে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ