আবার মাঠে নামতে যাচ্ছে লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল পরাশক্তিরা। চলতি মাসে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা। ফুটবলপ্রেমীদের জন্য এবার বাড়তি উত্তেজনা নিয়ে এসেছে সুপার ক্লাসিকো। যেখানে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

তবে এই ম্যাচের আগে ভারী দুশ্চিন্তায় আছে ব্রাজিল দল। নিষেধাজ্ঞা শঙ্কায় রয়েছেন তাদের ১০ তারকা ফুটবলার। সেই তালিকায় আছেন রদ্রিগো, রাফিনিয়া, নেইমার ও ভিনিসিউস জুনিয়রের মতো তারকারা।

কনমেবল নিয়ম অনুযায়ী বাছাইপর্বে দুই হলুদ কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়। ইতোমধ্যেই একবার করে হলুদ কার্ড দেখেছেন নেইমার দ্য সিলভা জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো,  এডারসন মোয়ারেস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ব্রুনো গুইমারেস, আন্দ্রে, দানিলো ও ম্যাথিউস কুনহা।

আরো পড়ুন:

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোনাল্ডো নাজারিও

আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা, ফিরলেন নেইমার

আগামী ২১ মার্চ ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচেই যদি হলুদ কার্ড দেখে বসেন উক্ত দশ খেলোয়াড়ের কয়েকজন, তাহলে সুপার ক্লাসিকোতে খেলার সুযোগ হারাবেন তারা। বিশেষ করে নেইমার, ভিনিসিয়ুস, রাফিনিয়া ও রদ্রিগোর মতো খেলোয়াড়দের যদি সুপার ক্লাসিকোতে না পাওয়া যায় তাহলে অনেকটা আকর্ষণ হারাবে লড়াইটি।

তাইতো, ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে রয়ে-সয়ে খেলতে হবে নেইমারদের। এই ম্যাচে শেষ পর্যন্ত কার্ড না দেখে কোন কোন তারকা মাঠ ছাড়তে পারেন সেটা দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ