বাংলাদেশের রবিন যেভাবে অস্ট্রেলিয়ার ধনকুবের
Published: 15th, March 2025 GMT
তাঁর নামের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই পরিচয়। সিডনির প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তাঁর এগিয়ে যাওয়া নিয়ে টুকটাক আলোচনা হয়েছে। তবে গত সেপ্টেম্বরে পুরো অস্ট্রেলিয়াতেই রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন রবিন খুদা। দেশটির শীর্ষ সব গণমাধ্যমের খবর হলো, প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১ লাখ ৯৪ হাজার কোটি টাকার বেশি দামে রবিন খুদার প্রতিষ্ঠান ‘এয়ারট্রাংক’ অধিগ্রহণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি ব্ল্যাকস্টোন ইনকরপোরেশন ও কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের (সিপিপি ইনভেস্টমেন্ট) নেতৃত্বে একটি কনসোর্টিয়াম। আর সম্পদ বৃদ্ধি পেয়ে অস্ট্রেলিয়ার ধনকুবেরদের তালিকায় ওপরের দিকে চলে এসেছে রবিন খুদার নাম।
সংবাদকর্মী হিসেবেই শুধু নয়, স্বদেশি মানুষটার সঙ্গে পরিচিত হতেও তাঁর সাক্ষাৎ পাওয়ার চেষ্টা শুরু করলাম। একে মুখচোরা মানুষ, গণমাধ্যম এড়িয়ে চলেন, এর ওপর তাঁর সময়ের বড় টানাটানি—আজ এ দেশে থাকেন তো কাল ও দেশে। তাই দেখাই পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত মাসে সফল হলো চেষ্টা। সিডনি শহরে স্ত্রী, দুই মেয়ে আর মা-বাবাকে নিয়ে থাকেন রবিন খুদা। একই শহরের দুই প্রান্তে বসে মুঠোফোনে আলাপ হলো কয়েক মিনিট।
সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রবিন খুদা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: রব ন খ দ
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।