নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নব নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় সৌহাদ্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী কমিটির সভাপতি আরিফ আলম দিপু ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। 

এসময় বিদায়ী কমিটির সভাপতি নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় একই প্রক্রিয়ায় বিদায়ী সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন নবনির্বাচিত সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টিকে দায়িত্ব বুঝিয়ে দেন।

বিদায়ী কমিটির সভাপতি আরিফ আলম দীপু বলেন, আশা করি আবু সাউদ মাসুদের নেতুত্বে নতুন কমিটি পেশাজীবী সাংবাদিকদের সকল সমস্যা সমাধানে দায়িত্বশীল ভুমিকা রাখবেন। নবনির্বাচিত কমিটির সকল সদস্যের প্রতি রইল শুভেচ্ছা ও শুভ কামনা।

বিদায়ী কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, আমাদের দায়িত্ব পালনকালিন সময়ে আমরা কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি তা একমাত্র ক্লাব সদস্যরাই তার মূল্যায়ন করবেন। দায়িত্ব পালনকালে যদি আমাদের কোন ভুল ক্রটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ করছি। নবনির্বাচিত কমিটির উজ্জল সাফল্য কামনা করছি।

নির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, দলমত নির্বিশেষে আমি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৭৯ জন সদস্যের সভাপতি হতে চাই। নির্বাচনের দিন দু’টি প্যানেলে র্নিবাচন হয়েছে। এটি ছিল নেতৃত্বের প্রতিযোগিতা। প্রতিটি প্রতিষ্ঠানেই নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। এটাই স্বাভাবিক। 

কিন্তু পেশায় আমরা সবাই সাংবাদিক। আমাদের মধ্যে যাতে কোন বৈরিতা না থাকে। বিজয়িদের যতটুকু অধিকার রয়েছে ঠিক তার সমপরিমান অধিকার থাকবে বিজিতদের। বিজয়ীর এখন সকলের সেবক। কেউ যেন আমরা কারো অধিকার ক্ষুন্ন না করি। অন্তত এই অনুরোধটুকু সকলের প্রতি রইল।

নির্বাচিত সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, আমরা নির্বাচিত হয়েছি সদস্যদের ভোটের মাধ্যমে। তারা আমাদের সম্মানিত করেছেন সমর্থন জানিয়েছেন। এর অর্থ যেন এটা না হয় আমরা ক্ষমতাবান।

আমাদের কাধে সদস্যরা যে দায়িত্ব তুলে দিয়েছেন আমরা তার পূর্ণ মর্যাদা যাতে রাখতে পারি সেজন্য সকল সদস্যদের কাছে দোয়া চাই। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব হবে সম্প্রিতির উৎকৃষ্ট উদাহরন।

দায়িত্ব হস্তান্তরের পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারন সম্পাদক ও সিনিয়র সদস্য এবং বিজিত সিনিয়র সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুহাম্মদ আইয়ুব, হাবিবুর রহমান বাদল, ফজলুল হক, মাহবুবুর রহমান মাসুম, আরিফ আলম দীপু, সিনিয়র স্থায়ী সদস্য বিমল রায়, আনিসুর রহমান আনিস, মোরছালিন বাবলা, সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ, বিদায়ি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন প্রমুখ।

সভায় সিনিয়র সদস্যরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা নতুন কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্যের মধ্য দিয়ে ক্লাব পরিচালনায় নানাবিধ পরামর্শ দেন।

সিনিয়র সদস্যরা তাদের বক্তব্যে বর্তমানে যে সম্প্রিতির মধ্য দিয়ে নতুন কমিটি তাদের পদযাত্রা শুরু করলেন তা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা ক্লাবের যেকোন প্রয়োজনে নবনির্বাচিত কমিটির পাশে থেকে সহযোগিতার আশ^াস দেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ প র স ক ল ব কম ট র স আম দ র

এছাড়াও পড়ুন:

আমেরিকার নতুন শুল্ক আরোপ হলে ব্যবসায়ী গোষ্ঠী ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন : দিপু

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমেরিকা আলাদা করে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপ করতে যাচ্ছে।

যেটা আগে ছিল ১৬ শতাংশ। নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ হলে পূর্বের ১৬ শতাংশ মিলে মোট ৫১ শতাংশ হবে। আমেরিকার এই শুল্ক আরোপ হলে একটা বৃহত্তর ব্যবসায়ী গোষ্ঠী ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন। গার্মেন্টসের পাশাপাশি সকল ব্যবসায়ীরাই ক্ষতির মুখে পড়বেন।

‎‎বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এদিন শহরের চাঁদমারী এলাকার নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এই আলোচনার আয়োজন করা হয়।

‎‎মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জে অনেকগুলো গার্মেন্টস আছে। শুধু গার্মেন্টস নয় গার্মেন্টসের পাশাপাশি অনেকগুলো সেক্টর জড়িত রয়েছে। সবগুলো সেক্টরই এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার সঙ্গে কথা বলে ৩৫ শতাংশ হার যেনো কমানোর ব্যবস্থা করা হয় আমরা ব্যবসায়ীরা আবেদন জানাবো।

আমাদের সাথে প্রতিযোগিতায় থাকা দেশগুলোর ক্ষেত্রে শুল্ক অনেক কমানো হয়েছে। কিন্তু এ বিষয়ে বাংলাদেশ সরকারের উপর এখন পর্যন্ত আশাবাদী হতে পারছি না।

‎‎তিনি আরও বলেন, আমরা আশা করি বর্তমান সরকার এই শুল্ক কমিয়ে নিয়ে আসতে পারবে। আমরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছি। আমাদের সাথে ৩৪ ব্যবসায়ী সংগঠন আছে। আমরা প্রতিটি সংগঠনের আলাদা আলাদা কথা বলেছি।

সকলেই একমত হয়েছেন আমরা সরকারের কাছে আবেদন জানাবো তা যেন কমিয়ে আনা হয়। যে কোনো উপায়েই হোক এই ৩৫ শতাংশ হারে শুল্ক যেন কমিয়ে আনা হয়। যাতে করে নারায়ণগঞ্জ সহ পুরো দেশবাসী বেঁচে যায়। ব্যবসায়ীরা যেন ব্যবসা করে টিকে থাকতে পারে।

‎এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মোহা. সোহাগ, পরিচালক গোলাম মুহাম্মদ কায়সার, আহমেদুর রহমান তনু ও সোহেল আক্তারসহ অন্যান্য সদস্যরা।

‎উল্লেখ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নতুন শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশের পাশাপাশি জাপান ও কোরিয়া সহ ১৪টি দেশ রয়েছে। তবে শুল্ক কার্যকরের সময় বিষয়টি কিছুটা পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি না হলে পহেলা অগাস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে।

‎বাংলাদেশের অর্ন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের পহেলা অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেয়া হয়, তার অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে।

 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 
  • বেকারত্ব-যুব সমস্যা নিয়ে যুব ফেডারেশনের আলোচনা সভা
  • নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ
  • ২১নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ 
  • পানগাঁও কাস্টমস হাউস পরিদর্শনে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ
  • শাসনগাঁও সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ
  • আমেরিকার নতুন শুল্ক আরোপ হলে ব্যবসায়ী গোষ্ঠী ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন : দিপু
  • সমাজ পরিবর্তনে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মাও. জব্বার
  • ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়িতে রিজভী