নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নব নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় সৌহাদ্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী কমিটির সভাপতি আরিফ আলম দিপু ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। 

এসময় বিদায়ী কমিটির সভাপতি নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় একই প্রক্রিয়ায় বিদায়ী সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন নবনির্বাচিত সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টিকে দায়িত্ব বুঝিয়ে দেন।

বিদায়ী কমিটির সভাপতি আরিফ আলম দীপু বলেন, আশা করি আবু সাউদ মাসুদের নেতুত্বে নতুন কমিটি পেশাজীবী সাংবাদিকদের সকল সমস্যা সমাধানে দায়িত্বশীল ভুমিকা রাখবেন। নবনির্বাচিত কমিটির সকল সদস্যের প্রতি রইল শুভেচ্ছা ও শুভ কামনা।

বিদায়ী কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, আমাদের দায়িত্ব পালনকালিন সময়ে আমরা কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি তা একমাত্র ক্লাব সদস্যরাই তার মূল্যায়ন করবেন। দায়িত্ব পালনকালে যদি আমাদের কোন ভুল ক্রটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ করছি। নবনির্বাচিত কমিটির উজ্জল সাফল্য কামনা করছি।

নির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, দলমত নির্বিশেষে আমি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৭৯ জন সদস্যের সভাপতি হতে চাই। নির্বাচনের দিন দু’টি প্যানেলে র্নিবাচন হয়েছে। এটি ছিল নেতৃত্বের প্রতিযোগিতা। প্রতিটি প্রতিষ্ঠানেই নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। এটাই স্বাভাবিক। 

কিন্তু পেশায় আমরা সবাই সাংবাদিক। আমাদের মধ্যে যাতে কোন বৈরিতা না থাকে। বিজয়িদের যতটুকু অধিকার রয়েছে ঠিক তার সমপরিমান অধিকার থাকবে বিজিতদের। বিজয়ীর এখন সকলের সেবক। কেউ যেন আমরা কারো অধিকার ক্ষুন্ন না করি। অন্তত এই অনুরোধটুকু সকলের প্রতি রইল।

নির্বাচিত সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, আমরা নির্বাচিত হয়েছি সদস্যদের ভোটের মাধ্যমে। তারা আমাদের সম্মানিত করেছেন সমর্থন জানিয়েছেন। এর অর্থ যেন এটা না হয় আমরা ক্ষমতাবান।

আমাদের কাধে সদস্যরা যে দায়িত্ব তুলে দিয়েছেন আমরা তার পূর্ণ মর্যাদা যাতে রাখতে পারি সেজন্য সকল সদস্যদের কাছে দোয়া চাই। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব হবে সম্প্রিতির উৎকৃষ্ট উদাহরন।

দায়িত্ব হস্তান্তরের পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারন সম্পাদক ও সিনিয়র সদস্য এবং বিজিত সিনিয়র সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুহাম্মদ আইয়ুব, হাবিবুর রহমান বাদল, ফজলুল হক, মাহবুবুর রহমান মাসুম, আরিফ আলম দীপু, সিনিয়র স্থায়ী সদস্য বিমল রায়, আনিসুর রহমান আনিস, মোরছালিন বাবলা, সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ, বিদায়ি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন প্রমুখ।

সভায় সিনিয়র সদস্যরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা নতুন কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্যের মধ্য দিয়ে ক্লাব পরিচালনায় নানাবিধ পরামর্শ দেন।

সিনিয়র সদস্যরা তাদের বক্তব্যে বর্তমানে যে সম্প্রিতির মধ্য দিয়ে নতুন কমিটি তাদের পদযাত্রা শুরু করলেন তা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা ক্লাবের যেকোন প্রয়োজনে নবনির্বাচিত কমিটির পাশে থেকে সহযোগিতার আশ^াস দেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ প র স ক ল ব কম ট র স আম দ র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: তারিক বাবু,সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার সহ সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা (বাপা) নারায়ণগঞ্জের ভবিষ্যৎ কার্য পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরিবেশ বান্ধব সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক,নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সাথে প্রাথমিক আলোচনার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া সভায় স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ডগুলোতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র কমিটি সম্প্রসারন, ডেঙ্গু সচেতনতা,পরিবেশ রক্ষায় সচেতনতা,সংগঠনে তরুণ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সহ জেলার নানা সমস্যার বিষয়ে সদস্যদের মতামত গ্রহন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ