বেশির ভাগ ব্যান্ড, কণ্ঠশিল্পী, মিউজিশিয়ানদের আগে গানের লিরিক্যাল ভিডিও প্রকাশ করতে দেখা যায়। এরপর মডেল কিংবা তারকাদের নিয়ে তৈরি করা মিউজিক ভিডিও প্রকাশ করেন তারা। কিন্তু এবার উল্টো পথে হাঁটতে দেখা গেল শিরোনামহীন ব্যান্ডের সদস্যদের। মিউজিক ভিডিওর পর আলাদা করে লিরিক্যাল ভিডিও প্রকাশ করে নতুন এক উদাহরণ তৈরি করল শিরোনামহীন।

গত ১৩ মার্চ নিজস্ব চ্যানেলে আবারও তারা প্রকাশ করেছে ব্যান্ডের সাড়া জাগানো গান ‘প্রিয়তমা’। এবার হাসিবুল হকের মোশন গ্রাফিক্সে মাহতাব মাহফুজ নতুন করে নির্মাণ করেছেন অ্যানিমেটেড লিরিক্যাল ভিডিও; যা এরই মধ্যে অনেকেই পছন্দ করেছেন। এর আগে ১৫ ফেব্রুয়ারি শিরোনামহীনের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘প্রিয়তমা’ গানটির ভিডিও প্রকাশ করা হয়েছিল। প্রকাশের পর স্বল্প সময়ের মধ্যে গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

‘প্রিয়তমা, চোখে চোখ রেখে; কথা হোক নীরবে/ কিছু কথা এভাবেই নির্বাক, একান্তে নিবিড়ে/ ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট, অজস্র বেলিফুল হাতে অভিমান/ ম্রিয়মাণ বিকেলে, পৃথিবীর মিথ্যে স্বপ্নের আড়ালে/ অযথাই কি নিভে যায় আলো, দিনের শেষে’– এমন কথায় সাজানো গানটি লিখেছেন ব্যান্ডের বেজ গিটারিস্ট ও দলনেতা জিয়াউর রহমান।

সুর করার পাশাপাশি গানের ভিডিও পরিচালনা করেছেন ব্যান্ডের ড্রামার কাজী শাফিন আহমেদ। ব্যান্ডের এই দুই সদস্যের সঙ্গে সম্মিলিতভাবে গানের সংগীতায়োজন করেছেন পিয়ানিস্ট সাইমন চৌধুরী ও লিড গিটারিস্ট সুদীপ্ত সিনহা দিপু। গানে কণ্ঠ দিয়েছেন শেখ ইশতিয়াক।

‘প্রিয়তমা’ গানটি স্বল্প সময়ের ব্যবধানে দুইভাবে প্রকাশ করা নিয়ে শিরোনামহীন সদস্যরা জানান, সৃষ্টিতে নিজস্ব ভাবনা তুলে ধরা আর শ্রোতাদের ভালো লাগা, মন্দ লাগাকে ঘিরেই তাদের সব আয়োজন। সে কারণেই ‘প্রিয়তমা’ গানটির লিরিক্যাল ভিডিও আলাদাভাবে প্রকাশ করা। এর বাইরে আলাদা কোনো কারণ নেই। গানটি ভালো লাগলেই তাদের এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে বলেই তারা মনে করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।

সম্পর্কিত নিবন্ধ