গণপরিসর থেকে একসময় হারিয়ে গিয়েছিলেন চীনের অন্যতম শীর্ষ ধনী জ্যাক মা। ২০২০ সালের পর তাঁকে আর খুব একটা জনসমক্ষে দেখা যেত না। চীনের সি চিন পিং সরকারের সমালোচনা পর সরকারের সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন।

কিন্তু হঠাৎ করে গত ফেব্রুয়ারিতে চীনের এক সরকারি অনুষ্ঠানে জ্যাক মাকে দেখা যায় সামনের সারিতে। সেই অনুষ্ঠানে সি চিন পিং শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে আলাপ–আলোচনা করেন। যদিও অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কথা বলেননি জ্যাক মা। অনুষ্ঠান শেষে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে করমর্দন করেন। সেই ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে জ্যাক মার মালিকানাধীন আলিবাবার শেয়ারের দাম ৮ শতাংশ বেড়ে যায়। শুধু তা–ই নয়, চলতি বছর আলিবাবার শেয়ারের দাম ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্যাক মার অনুসারী ও বিশ্লেষকেরা এই করমর্দনকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। এ জন্য অনুসারীরা জ্যাক মাকে শুভেচ্ছায়ও ভাসিয়েছেন। সেই সঙ্গে বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে জ্যাক মা পুনর্বাসিত হচ্ছেন বা হয়েছেন।

২০২০ সালে উধাও হয়ে যাওয়ার আগে জ্যাক মা ছিলেন চীনের প্রযুক্তি জগতের পোস্টার বয় বা সবচেয়ে পরিচিত মুখ। তখন গুগল, ফেসবুক বা হালের চ্যাটজিপিটির মতো জ্যাক মার কোম্পানি আলিবাবাকে নিয়েও বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংবাদপত্রে প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রতিবেদন ছাপা হতো। একপর্যায়ে চীনের রাষ্ট্রীয় ব্যাংকের সমালোচনা করে তিনি বলেছিলেন, এসব ব্যাংকের মনোভাব বন্ধকির দোকানের মতো, অর্থাৎ তারা খুব একটা ঝুঁকি নিতে চায় না। ঠিক তখন তাঁর মূল প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩৪ দশমিক ৫ বিলিয়ন বা ৩ হাজার ৪৫০ কোটি ডলারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাজারে আসতে যাচ্ছিল। কিন্তু এই মন্তব্যের জেরে সেই বহুল কাঙ্ক্ষিত আইপিও বাতিল হয়ে যায়।

বিশ্লেষকেরা মনে করেন, বেইজিংও তখন মনে করছিল যে অ্যান্ট গ্রুপ ও জ্যাক মা অনেক শক্তিশালী হয়ে উঠছেন। ফলে তখন চীন সরকার প্রযুক্তি কোম্পানিগুলোর লাগাম টেনে ধরে। সেই ধাক্কায় জ্যাক মাও বিপদে পড়েন।

চীনের নীতি পরিবর্তন

গত কয়েক বছরে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বেশ কমে গেছে। প্রযুক্তি স্থানান্তর নিয়ে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞাসহ নানা শুল্কবাধায় চীনের প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদকালে চীনের সঙ্গে যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছিল, তাতে চীনের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ে। সেই সঙ্গে সি চিন পিং চীনের বড় বড় কোম্পানির রাশ যেভাবে টেনে ধরেছিলেন, তার প্রভাবও পড়ে অর্থনীতিতে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চলতি বছর আবারও ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী চীনের পণ্যে শুল্ক বাড়িয়েছেন। ফলে চীনের বাস্তবতা এখন আরও কঠিন। এই বাস্তবতায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বড় ব্যবসায়ীদের প্রতি মনোভাবে পরিবর্তন এনেছেন বলেই ধারণা করা হচ্ছে। তবে তিনি হয়তো সেই আগের অনিয়ন্ত্রিত প্রবৃদ্ধির দিকে ধাবিত হবেন না, বরং ব্যবসায়ীদের চীনের জাতীয় নীতি ও কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, এমন ইঙ্গিত তিনি দিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সি চিন পিং অব্যাহতভাবে দুটি কথা বলে যাচ্ছেন। সেটা হলো, হাই কোয়ালিটি ডেভেলপমেন্ট ও নিউ প্রোডাকটিভ ফোর্সেস, অর্থাৎ উচ্চ গুণগত মানসম্পন্ন প্রবৃদ্ধি ও নতুন উৎপাদক শক্তির বিকাশ। এসব শব্দ বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করছেন তিনি। অতীতে চীনের উচ্চ প্রবৃদ্ধির যেসব চালিকা শক্তি ছিল, যেমন আবাসন ও অবকাঠামো খাত, সেখান থেকে সরে এসে এখন উচ্চ প্রযুক্তিভিত্তিক শিল্প যেমন সেমিকন্ডাক্টর, পরিবেশবান্ধব জ্বালানি ও এআই–ভিত্তিক উন্নয়নের দিকে চীন ধাবিত হবে।

চীনের লক্ষ্য হচ্ছে, ২০৩৫ সালের মধ্যে সোশ্যালিস্ট মডার্নাইজেশন বা সমাজতান্ত্রিক আধুনিকায়নের লক্ষ্য অর্জন করা। ওই সময়ের মধ্যে দেশের সব নাগরিকের উচ্চ জীবনমান নিশ্চিত করার পাশাপাশি উন্নত প্রযুক্তির উৎপাদনভিত্তিক অর্থনীতি গড়ে তোলা এবং বিদেশি প্রযুক্তির ওপর যেন বেশি নির্ভর করতে না হয়, সেটাও নিশ্চিত করা।

সি চিন পিং জানেন, এই লক্ষ্য অর্জন করতে গেলে দেশের বেসরকারি খাতকে কাজে লাগাতে হবে। বিশ্লেষকেরা বিবিসিকে বলেছেন, প্রেসিডেন্টের অনুষ্ঠানে জ্যাক মার এই পুনরাবির্ভাবের অর্থ হলো, বেইজিং নীতিগত পরিবর্তন নিয়ে আসছে অর্থাৎ প্রযুক্তি খাতের হ্রাস টেনে ধরার বদলে তাদের নিয়ন্ত্রিতভাবে কাজে লাগানোর কৌশল নেওয়া হচ্ছে। অর্থাৎ জাতীয় স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণভাবে বেসরকারি খাতকে কাজ করতে হবে। বেসরকারি খাতের প্রতি সি চিন পিংয়ের আহ্বান, ‘উদ্ভাবন করুন। নিজেদের প্রতিভার স্ফুরণ দেখানোর এটাই সেরা সময়।’

ডিপসিক চীনের স্পুটনিক

১৯৫৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাকাশযান স্পুটনিক পাঠিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। যুক্তরাষ্ট্র রীতিমতো ভীত হয়ে পড়ে তাতে। তখন তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করে। বাস্তবতা হলো, ডিপসিক বাজারে এনে চীনও সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। যদিও এ ক্ষেত্রে পথিকৃৎ যুক্তরাষ্ট্র, তারা আগেই চ্যাটজিপিটি এনেছে। তবে ডিপসিক বাজারে আসার পর বিশ্ব বাজারে চীনের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সেই সঙ্গে এআই খাতে মার্কিন নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছে। এমনকি চীনের কাছে প্রযুক্তি হস্তান্তরে নিষেধাজ্ঞার মুখেই চীন ডিপসিক উদ্ভাবন করেছে।

ডিপসিক চীনের জাতীয় গর্ব। একই সঙ্গে এর প্রভাব দেশটির আর্থিক বাজারেও পড়েছে। ডিপসিক বাজারে আসায় চীনের শেয়ারবাজারে বিনিয়োগের ধারা শুরু হয়েছে। হংকং ও চীনের মূল ভূখণ্ডের শেয়ারবাজারে প্রযুক্তি কোম্পানিতে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আসছে।

বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স চীনের স্টক মার্কেট নিয়ে ইতিবাচক পূর্বাভাস দিয়েছে। চীনে যে হারে এআই গৃহীত হচ্ছে, তাতে রাজস্ব আয় অনেকটা বেড়ে যেতে পারে। ফলে চীনের প্রযুক্তি কোম্পানিগুলোয় ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার বিনিয়োগ আসতে পারে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবস য় দ র অন ষ ঠ ন প রব দ ধ সরক র

এছাড়াও পড়ুন:

অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন মতিঝিলের ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল মতিন (৩৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।

বনশ্রীতে নিহত দু’জন হলেন– আব্দুল্লাহ আল নোমান (২১) ও পাভেল মিয়া (২০)। নোমানের মামা আব্দুল হামিদ জানান, নিহতরা পরস্পর বন্ধু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকায় ঘুরতে যাওয়ার সময় দু’জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা রূপগঞ্জের নামারমুসুরি এলাকায় থাকতেন। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পাভেল তেমন কিছুই করতেন না। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক টিপু সুলতান বলেন, সড়কটি যানবাহনে ঠাসা ছিল। এ কারণে গাড়ি চলছিল ধীরগতিতে। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ থেকে এসে নোমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জন সড়কের ওপর ছিটকে পড়েন। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নোমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান রিকশাচালক আব্দুল মতিন। তাঁর বাড়ি রংপুরে। তিনি মুগদার মাণ্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, প্রাইভেটকারের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে মতিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

সড়কে ঝরল আরও ছয় প্রাণ
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রোকেয়া বেগম (৫৫) ও রশিদা বেগম (৪৫)।

গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। সাভার থেকে অবসরের পাওনাদি নিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান। শামসুলের বাড়ি চাঁদপুরে। ঘটনার পর গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের পাঁচটি বাস আটক করেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নয়ন মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে। 

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে স্বপন শীল নামে এক স্যালুন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ছেলের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

সম্পর্কিত নিবন্ধ