বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি আলাদা নিরাপত্তা বাহিনী গঠন করছে, এমন তথ্যকে ‘অপপ্রচার ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে সংস্থাটি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বেবিচকের আলাদা নিরাপত্তা বাহিনী গঠন করা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রতিবাদে আজ সিভিল এভিয়েশনের সামনে বিক্ষোভ করেছে একদল মানুষ। এরই মধ্যে আলাদা বাহিনী গঠনের খবর ভিত্তিহীন বলে দাবি করল বেবিচক।

বেবিচকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা প্রদানসংক্রান্ত একটি সংস্থার নাম উল্লেখ করে কিছু ‘মনগড়া এবং ভিত্তিহীন’ তথ্য প্রকাশের মাধ্যমে অপপ্রচার চালানোর বিষয়টি বেবিচক কর্তৃপক্ষের নজরে এসেছে। বেবিচকের যেকোনো সিদ্ধান্ত বোর্ড মিটিং এবং অন্যান্য দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা সাপেক্ষে নেওয়া হয়। এ বিষয়ে কোনো প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়নি এবং যেকোনো সংস্থাপন বেবিচকের সবার অনুমোদন ছাড়া করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সংস্থায় কর্মরত একটি স্বার্থান্বেষী মহল বহিরাগত কিছু অসাধু চক্রের প্ররোচনায় মদদপুষ্ট হয়ে বেবিচকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং বিমানবন্দরগুলোর চলমান অগ্রগতিকে অস্থিতিশীল ও বাধাগ্রস্ত করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে এই সংস্থার কাছে প্রতীয়মান হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি বিভাগ, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য নিরাপত্তা বিভাগের (এভসেক) ৩ হাজার ৪৯২ জনসহ সর্বমোট ৫ হাজার ১১২ জনের নিয়োগ প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ম নবন

এছাড়াও পড়ুন:

পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার ক্ষতির আশ

পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার লোকসান হতে পারে। এয়ার ইন্ডিয়ার একটি চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, “ধরে নিচ্ছি যে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে যা আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। তাতে যে বাড়তি খরচ হবে তার মধ্যে রয়েছে বিকল্প রুটে বিমানগুলোর দীর্ঘ উড্ডয়নের জন্য বর্ধিত জ্বালানি খরচ।

বিমান সংস্থাটি সতর্ক করে দিয়েছে জানিয়েছে, ফ্লাইটের সময় যত বেশি হবে, যাত্রীদেরও তার উপর প্রভাব পড়বে। ফ্লাইট দীর্ঘায়িত হওয়ার কারণে নিষেধাজ্ঞার সময়কালে প্রতি বছর ৫৯ কোটি ১০ লাখ ডলারেরও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।

২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেছে ভারত। নয়াদিল্লি পরের দিনই সিন্ধু জলচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তান ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেয়।

বিমান পরিবহন মন্ত্রণালয়কে লেখা চিঠির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্ষতি পোষাতে এয়ার ইন্ডিয়া সরকারের কাছে আনুপাতিক ভর্তুকির জন্য অনুরোধ করেছে। 

চিঠিতে বলা হয়েছে, “প্রভাবিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য বিকল্প... পরিস্থিতির উন্নতি হলে ভর্তুকি প্রত্যাহার করা যেতে পারে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ