আফগানিস্তানে মুজাহিদিনদের সঙ্গে ১০ বছরের যুদ্ধে পরাজিত হওয়ার পর ১৯৮৯ সালে দেশটি থেকে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেয় সোভিয়েত ইউনিয়ন। এর দুই বছর পর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন ওয়ারশ চুক্তিটি ভেঙে যায় (এর মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন হয়)। সাম্রাজ্যের কবরস্থান হিসেবে আফগানিস্তানের যে পরিচিতি, সেটা আরও সংহত হয়।

এর ৩০ বছর পর ২০২১ সালে তালেবানের সঙ্গে ২০ বছরের যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। তালেবান হলো মুজাহিদিনের উত্তরসূরি। চার বছর পর প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটা পদক্ষেপ নিলেন, যেটা কার্যকরভাবে আটলান্টিক জোট বা ন্যাটোর পরিসমাপ্তি ঘটাচ্ছে।

পরাশক্তির মধ্যে শীতল যুদ্ধ আফগানিস্তানের বাইরে বাকি বিশ্বজুড়ে সমান্তরালে চলেছিল। ১৯৮০-এর দশকে সোভিয়েত অর্থনীতিতে স্থবিরতা নেমে আসে এবং এতে সমাজতন্ত্রের প্রতি ব্যাপক মোহভঙ্গ ঘটে। এর প্রতিক্রিয়ায় সোভিয়েত সমাজ পুনর্গঠনের জন্য প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ পেরেস্ত্রোইকা চালু করেন।

একইভাবে রোনাল্ড রিগ্যানের জামানা অবসানের পর মার্কিন ভোটারদের একটা অংশের মধ্যে প্রচলিত ব্যবস্থা নিয়ে সংশয় বাড়তেই থাকে। বৈষম্য বাড়তে থাকে। মনে হতে থাকে, আমেরিকান ব্যবস্থাটিতে শাসকশ্রেণির অভিজাত অংশ ভোটের ফলাফল কারচুপি করেন। মার্কিন ব্যবস্থাটিকে খোলনালচে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে  ২০১৬ সালে ডোনাল্ঢ ট্রাম্প প্রথম দফায় নির্বাচিত হন।

মতাদর্শ ভেঙে ফেলা

১৯৭৯ সালে পেরেস্ত্রোইকা ধারণাটি প্রথম প্রস্তাব করেন সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ। স্থবির হয়ে পড়া সোভিয়েত ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্য থেকে তিনি এ ধারণা উপস্থাপন করেছিলেন। ১৯৮০-এর দশকে সোভিয়েত নাগরিকদের রুটির জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। প্রায়ই তাঁরা রেশনের দোকানগুলোর তাক শূন্য পেতেন। ফলে সমাজতন্ত্রের প্রতি তাদের বিশ্বাস মুছে যেতে থাকে।

সোভিয়েত সরকার আবাসন, শিক্ষা, পরিবহন ও বিনা মূল্যে চিকিৎসাসেবা দিত। কিন্তু সামরিক খাতে ব্যয় ছিল জাতীয় বাজেটের ১২ থেকে ১৭ শতাংশ। ফলে ভোগ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে বাজেট, সেখান থেকে সম্পদ সামরিক খাতে চলে যাচ্ছিল। একই সঙ্গে উদ্যোক্তাদের প্রতি যে দমনমূলক নীতি নেওয়া হয়েছিল, তাতে পুঁজিপতিদের জীবন নিস্তেজ ও প্রেরণাহীন হয়ে পড়েছিল।

ব্রেজনেভের উত্তরসূরি মিখাইল গর্বাচেভ পেরেস্ত্রোইকার পাশাপাশি ‘গ্লাসনস্ত’ বা ‘খোলা নীতি’ প্রবর্তন করেন। যাহোক, তাঁর আমলারা ক্ষমতা হারানোর ভয়ে সংস্কারে বাধা দেন এবং সোভিয়েত রাষ্ট্রকে দুর্বল করে দেন।

গর্বাচেভ সমাজতন্ত্রের সঙ্গে বাজার উদারীকরণের যে প্রচেষ্টা শুরু করেছিলেন, সেটা উল্টো ফল নিয়ে আসে। অনিশ্চয়তা ও পণ্য সরবরাহে ঘাটতি তৈরি হয়। মূল্যস্ফীতি দেখা যায় এবং জীবনযাপনের মান খারাপ হয়। গর্বাচেভের উত্তরসূরি বরিস ইয়েলৎসিন মার্কিন অর্থনীতিবিদদের নির্দেশনায় রাশিয়াকে হঠাৎ করে কেন্দ্রীয় পরিকল্পনা থেকে পুরোপুরি বাজার অর্থনীতিতে রূপান্তরিত করেন। এর পরিণতি ছিল ভয়াবহ। ১৯৯০-এর দশকে রাশিয়ার অর্থনীতি ৫০ শতাংশ সংকুচিত হয় এবং লাখ লাখ মানুষ গরিব হয়ে পড়েন।

ট্রাম্প ও পুতিন দুজনেই নয়া উদারবাদী বিশ্বায়নের উত্তরসূরি। তাঁরা দুজনেই এখন নতুন যে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার রূপান্তর ঘটছে, তার মূল খেলোয়াড়। বিশ্বায়ন শেষ হচ্ছে না, কিন্তু বিশ শতকের পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র, বাম বনাম ডান, রংক্ষণশীল বনাম প্রগতিশীল—মতাদর্শিক লড়াই চলমান থাকবে। ফলে রাষ্ট্রগুলোর জন্য একটি বাস্তববাদী ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন থাকে—এমন একটি কৌশল দরকার হবে।

রাষ্ট্রীয় সম্পত্তি রাতারাতি বেসরকারীকরণ করতে গিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে শিল্পগুলো চলে যায়। বিপুল পরিমাণ সম্পদ তাঁরা বিদেশে পাচার করে দেন। জাতীয় সম্পদের এই অবাধ লুটপাট ভ্লাদিমির পুতিন ক্ষমতা গ্রহণের পর বন্ধ হয়। তিনি নব্য উদারীকরণকে উল্টে দেন এবং অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ‘সবার আগে রাশিয়া’ নীতি চালু করেন।

রাশিয়া এই সংস্কার উদ্যোগ নেওয়ার তিন দশক পর ডোনাল্ড ট্রাম্প আমলাতন্ত্রের রাশ টেনে ধরার প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার প্রতি ১৯৮০-এর দশক থেকে সেখানকার মানুষদের মোহভঙ্গ বাড়তে থাকে। সাম্প্রতিক জরিপ থেকে দেখা যাচ্ছে, ৬০ শতাংশের বেশি মার্কিন মনে করেন, যুক্তরাষ্ট্র ঠিক পথে চলছে না।

রিগ্যানের নেতৃত্বে যে নব্য উদারবাদী নীতি চালু হয়েছিল, সেখানে বিশ্বায়নের ব্যাপারটি ছিল সীমাহীন। এই নীতি মার্কিন অর্থনীতির মূল ভিত্তি শিল্প খাতকে শিল্পশূন্য করে তোলে। যেখানে সোভিয়েত ইউনিয়ন উদ্যোক্তাদের প্রান্তিক করে ফেলে শ্রমিকদের ঊর্ধ্বে তুলে ধরা হয়েছিল, সেখানে যুক্তরাষ্ট্র উল্টোটা করেছে। ফলে সম্পদ ওপরের স্তরে কেন্দ্রীভূত হয়েছে এবং শ্রমিকদের মজুরিতে স্থবিরতা নেমে আসে।

২০০০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের লাখ লাখ শ্রমিককে তাঁদের জীবনযাত্রার ব্যয় মেটাতে দুটি করে কাজ করতে হয়েছে। আর অন্যদিকে নির্বাহীরা শ্রমিকদের চেয়ে গড়ে ৩০০ গুণ বেশি মজুরি পেয়েছেন।

বৈশ্বিক ব্যবসার স্বার্থের একজন শতকোটিপতি হওয়া সত্ত্বেও ট্রাম্প শ্রমজীবীশ্রেণির হতাশাকেই প্রতিধ্বনিত করেছেন। ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আমলাতন্ত্রের বিরুদ্ধে তিনি তার পুরোনো যুদ্ধ জোরালো করেছেন, সরকারি চাকরির সংখ্যা কমিয়েছেন, মন্ত্রণালয়গুলো পুনর্গঠন করেছেন এবং অভূতপূর্ব ধরনের খরচ কমানোর আন্দোলন শুরু করেছেন।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ট্রাম্প ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের যুগান্তকারী পরিবর্তন এনেছেন। প্রথম মেয়াদে তিনি ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠালেও এ মেয়াদে ক্ষমতায় আসার পর তিনি পুতিনের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত যে যুদ্ধ দীর্ঘায়িত করা নিরর্থক হবে।

মিখাইল গর্বাচেভ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফগ ন স ত ন ব যবস থ কর ছ ন র জন য ক ষমত

এছাড়াও পড়ুন:

গবাদিপশু থেকে মানুষের শরীরে ‘তড়কা’ রোগ, প্রতিরোধে যা করবেন

অ্যানথ্রাক্স রোগটি‘তড়কা’ নামেই বহুল পরিচিত। গ্রীক শব্দ ‘অ্যানথ্রাকিস’ বা কয়লা থেকে উদ্ভূত এই নামটি হয়তো অনেকেই জানেন না। তবে এর ভয়াবহতা সম্পর্কে বাংলাদেশের মানুষ ঠিকই অবগত।

অ্যানথ্রাক্স নামের ব্যাকটেরিয়াজনিত রোগটি শুধু বন্য বা গৃহপালিত পশুকে নয়, বরং মানুষের জীবনকেও ঝুঁকিতে ফেলে দিচ্ছে বারবার।

আরো পড়ুন:

১৬ দিন ধরে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ বাকৃবি ছাত্রশিবিরের

দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম চালুর দাবি বাকৃবি শিক্ষার্থীদের

সম্প্রতি প্রকাশিত এক গবেষণা বলছে, দেশের অ্যানথ্রাক্স পরিস্থিতি এখনো উদ্বেগজনক। সাধারণত গরু, ছাগল, মহিষ ও ভেড়াকে আক্রান্ত করে এই ব্যাকটেরিয়া। ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই রোগে মারা গেছে অন্তত ১ হাজার গবাদিপশু। আর আক্রান্ত হয়েছে হাজার হাজার মানুষ।

সম্প্রতি রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সে আক্রান্তের রিপোর্ট করেছেন অন্তত অর্ধশতাধিক মানুষ। এরইমধ্যে এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন, যা নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

গবেষণায় দেখা গেছে, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১ হাজার ৫০০টিরও বেশি মানব অ্যানথ্রাক্স কেস রেকর্ড করা হয়েছে, যার সবগুলোই ছিল ত্বকের অ্যানথ্রাক্স। তবে ১৯৮০ থেকে ২০২৩ সালের মধ্যে ৬ হাজার ৩৫৪টি পশুর অ্যানথ্রাক্স কেস রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৯৯৮টি পশুর মৃত্যু হয়েছে। সে হিসাবে মোট মৃত্যুর হার দাঁড়িয়েছে ১৫.৭ শতাংশে।

গবেষণার তথ্য মতে, বাংলাদেশে অ্যানথ্রাক্সের প্রথম প্রাদুর্ভাব দেখা যায় ১৯৮০ সালে। এরপর থেকে এটি দেশের বিভিন্ন অঞ্চলে বারবার ফিরে এসেছে। বিশেষ করে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও মেহেরপুর জেলাকে ‘অ্যানথ্রাক্স বেল্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে এ রোগের প্রকোপ সবচেয়ে বেশি।

বিশেষজ্ঞরা ময়মনসিংহ, পাবনা ও কুষ্টিয়া জেলাকে যথাক্রমে উচ্চ, মাঝারি ও নিম্ন-ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছেন। গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

অ্যানথ্রাক্সের মূল কারণ হলো- ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামের একটি ব্যাকটেরিয়া, যা সাধারণত মৃত পশুর দেহে পাওয়া যায়। এটি এতই শক্তিশালী যে, জৈবিক অস্ত্র হিসেবেও এর ব্যবহারের খবর পাওয়া গেছে। এই ব্যাকটেরিয়া বাতাসে উড়ন্ত স্পোর তৈরি করতে পারে, যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। 

অ্যানথ্রাক্স নিয়ে কথা বলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের স্নাতক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর্ণব সাহা। 

তিনি বলেন, “মানুষ তিনভাবে এই রোগে আক্রান্ত হতে পারে— ত্বকের মাধ্যমে, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে এবং খাদ্যগ্রহণের মাধ্যমে। এর মধ্যে ত্বকের অ্যানথ্রাক্স সবচেয়ে বেশি দেখা যায় এবং এর সুপ্তিকাল সাধারণত দুই থেকে ছয়দিন।”

অন্যদিকে, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে সংক্রমিত অ্যানথ্রাক্সের সুপ্তিকাল গড়ে চারদিন, যা ১০-১১ দিন পর্যন্তও হতে পারে।

এক গবেষণায় দেখা গেছে, মোট আক্রান্তের ৯১.৩ শতাংশ মানুষই ত্বকের অ্যানথ্রাক্সে ভুগেছে, যেখানে গ্যাস্ট্রোইনটেস্টিনাল এবং উভয় ধরনের সংক্রমণ ছিল যথাক্রমে ৬.৫২ শতাংশ ও ২.৬৬ শতাংশ।

ত্বকীয় অ্যানথ্রাক্সের ক্ষেত্রে চামড়ায় প্রথমে একটি চুলকানিযুক্ত লাল ফোঁড়া দেখা যায়, যা পরবর্তীতে কালো কেন্দ্রযুক্ত ব্যথাহীন ঘা হিসেবে প্রকাশ পায়। উলের কারখানায় কাজ করা শ্রমিকদের মধ্যে এই রোগ বেশি দেখা যাওয়ায় এটি ‘উল-সর্টার্স ডিজিজ’ নামেও পরিচিত।

সবচেয়ে মারাত্মক ধরণ হচ্ছে শ্বাস-প্রশ্বাসের অ্যানথ্রাক্স। ব্যাকটেরিয়ার স্পোর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করলে ঠান্ডা, জ্বর ও কাশির মতো উপসর্গ দেখা যায়, যা দ্রুত শ্বাসকষ্ট, শক এবং উচ্চ মৃত্যুহারের দিকে নিয়ে যায়।

অর্ণব বলেন, “প্রাণীদের মধ্যে অ্যানথ্রাক্স হলে হঠাৎ মৃত্যু সবচেয়ে সাধারণ উপসর্গ। মৃত পশুর নাক, মুখ ও মলদ্বার থেকে কালচে, জমাট না বাঁধা রক্ত বের হয় এবং পেট ফুলে যায়।”

রোগটির প্রতিকার ও প্রতিরোধের বিষয়ে বাকৃবি মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন বলেন, “বাংলাদেশে অ্যানথ্রাক্সের সংক্রমণ ছড়ানোর অন্যতম কারণ হলো জনসচেতনতার অভাব। অসুস্থ পশু জবাই করে তার মাংস কম দামে বিক্রি করার একটি প্রবণতা আমাদের সমাজে দীর্ঘদিন ধরে বিদ্যমান। অনেক বিক্রেতা ও সাধারণ মানুষ জানেনই না যে, এই মাংস থেকে মানুষের শরীরেও রোগটি ছড়িয়ে পড়তে পারে।”

“পাশাপাশি, মৃত পশুর দেহ সঠিক উপায়ে অপসারণ না করে খোলা মাঠে, নদী, খাল বা বন্যার পানিতে ফেলে দেওয়া হয়। এর ফলে এই জীবাণু পরিবেশ ও পশুপালনের জায়গায় ছড়িয়ে পড়ে, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি করে,” যুক্ত করেন ড. গোলজার।

তিনি বলেন, “অ্যানথ্রাক্সের বিস্তার রোধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা জরুরি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ এই রোগের বিস্তার রোধে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন। তার মধ্যে অন্যতম- জনসচেতনতা বৃদ্ধি। পশু থেকে মানুষের মধ্যে সংক্রমণ প্রতিরোধে জনশিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে।”

তিনি আরো বলেন, “অ্যানথ্রাক্স প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো গবাদি পশুর মধ্যে নিয়মিত এবং ব্যাপক হারে টিকাদান নিশ্চিত করা। সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক পরিচালিত টিকাদান কর্মসূচিকে আরো শক্তিশালী করতে হবে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে। আমদানি করা ও জবাই করা পশুদের স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টাইন করা বাধ্যতামূলক করতে হবে।”

ড. গোলজার বলেন, “এছাড়া মৃত পশুর দেহ ও দূষিত পদার্থ সঠিকভাবে মাটির নিচে পুঁতে ফেলতে হবে এবং অনুমোদিত মাংস বিক্রেতাদের মাধ্যমে এবং পশু চিকিৎসকের পরীক্ষা করা মাংস বিক্রি নিশ্চিত করতে হবে। তাহলেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব।”

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • গবাদিপশু থেকে মানুষের শরীরে ‘তড়কা’ রোগ, প্রতিরোধে যা করবেন
  • বাগ্‌দানে হীরার আংটির প্রচলন কীভাবে হলো, এটি কেন এত দামি