চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়সংলগ্ন হিজরা খাল। অবৈধ দখলে সরু ও ভরাট হয়ে যাওয়া খালটি লালখানবাজার থেকে পাঁচলাইশ আবাসিক হয়ে মিশেছে চাক্তাই খালে। পাঁচলাইশ আবাসিকের তিন নম্বর সড়কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়ি।

জলাবদ্ধতা নিরসনে বাস্তবায়নাধীন প্রকল্প থেকে হিজরা খালের সংস্কার কাজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। শুধু হিজরা খাল নয়, নগরের রাস্তার পাশের ৪৮০ কিলোমিটার নালা সংস্কার এবং ১২টি সিলট্র্যাপ নির্মাণও বাতিল হচ্ছে।

সরকারি বরাদ্দ না পাওয়ায় প্রকল্প সংকুচিত হচ্ছে বলে জানিয়েছে সিডিএ। বিশেষজ্ঞ ও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম নগরে ৫৭টি খাল রয়েছে। সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির আওতায় ৩৬টি খাল খনন ও সংস্কার করা হচ্ছে। বাদ পড়েছে ২১টি খাল। হিজরা খাল খনন বাদ দেওয়ার ফলে ড.

ইউনূসের বাড়ির এলাকাসহ নগরের বৃহৎ অংশের জলাবদ্ধতা থেকে যাবে।

বিষয়টি স্বীকার করে সিডিএ চেয়ারম্যান নুরুল করিম বলেন, ‘দেড় হাজার কোটি টাকা ব্যয়ের সক্ষমতা সিডিএর নেই। সরকার বরাদ্দ দিতে রাজি না হওয়ায় হিজরা খাল ও ৪০০ কিলোমিটার ড্রেনের সংস্কার বাদ দিতে হচ্ছে। ফলে প্রধান উপদেষ্টার বাড়ি পাঁচলাইশ আবাসিক এলাকাসহ নগরের বৃহৎ অংশে জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে না।’

সূত্র জানায়, ২০১৭ সালের ৯ আগস্ট চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প একনেকে পাস হয়। ব্যয় ধরা হয় ৫ হাজার ৬১৬ কোটি টাকা। মেগা প্রকল্পটি নেওয়ার আগে কোনো ধরনের সম্ভাব্যতা সমীক্ষা যাচাই করেনি সিডিএ। ফলে কাজ শুরুর পর নানা অসংগতি ধরা পড়ে। ২০১৮ সালে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করে মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সেনাবাহিনী। তারা নগরের জলাবদ্ধতা নিরসনে পূর্ণাঙ্গ জরিপ ও সমীক্ষা করে। এতে মূল ডিপিপির কাজের নকশা থেকে শুরু করে ব্যয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসে।

এর মধ্যে ৭১২০ কোটি টাকা সরকার অনুদান ও ৭৫৩ কোটি টাকা ২০ বছর মেয়াদে ঋণ দেবে। বাকি ৭৫৩ কোটি টাকা সিডিএকে নিজস্ব তহবিল থেকে জোগাড় করতে হবে– এমন শর্তে ২০২৩ সালের ৯ নভেম্বর সংশোধিত প্রকল্পটি একনেকে পাস হয়।

সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিজস্ব তহবিলের ৭৫৩ কোটি ও ৭৫৩ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করার সামর্থ্য সিডিএর নেই। এ জন্য অর্থ বিভাগের শর্তে প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে বিষয়টি পুনর্বিবেচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে বরাদ্দের জন্য অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়। কিন্তু অর্থ বিভাগ তাতে সম্মতি দেয়নি। তাই গৃহায়ন মন্ত্রণালয় থেকে প্রকল্প সংকুচিত করতে বলা হয়।

পাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম বলেন, ‘হিজরা খাল ভরাট থাকায় একটু বৃষ্টিতে বুক সমান পানি জমে। প্রধান উপদেষ্টার বাড়িও ডুবে যায়। খালটি খনন বাদ দেওয়া হলে, জলাবদ্ধতা থেকেই যাবে।’

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরের ৪০ শতাংশ জলাবদ্ধতা নিরসন হবে। এখন হিজরা খাল বাদ দেওয়ায় হার আরও কমবে। নগরের বৃহৎ এলাকা জলাবদ্ধতামুক্ত হবে না। সরকারের উচিত এ টাকা সিডিএকে অনুদান দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা।’

দেড় হাজার কোটি টাকার কাজ বাতিল

জলাবদ্ধতা নিরসন প্রকল্প থেকে হিজরা খালের ৬৩১ কোটি ৬৭ লাখ টাকার কাজ বাদ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে– ভূমি অধিগ্রহণ, স্থাপনার ক্ষতিপূরণ, রিটেইনিং ওয়াল নির্মাণ, খালের মাটি খনন ও গভীরতা বাড়ানো, পিসি গার্ডার ব্রিজ তৈরি ও আরসিসি কালভার্ট নির্মাণ। ২৮৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১২টি সিলট্র্যাপ নির্মাণের কাজ বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের শুরুতে ৪২টি সিলট্র্যাপ নির্মাণের কথা ছিল। সংশোধিত ডিপিপিতে ১৫টি বাদ দেওয়া হয়। এখন আরও ১২টি সিলট্র্যাপ বাদ দেওয়া হলে জলাবদ্ধতা সমস্যা থেকেই যাবে। কারণ চট্টগ্রাম পাহাড়ি এলাকা। বৃষ্টির সময় পাহাড় থেকে বালু ও মাটি নালা-নর্দমা-খালে নেমে ভরাট হয়ে যায়। 

এ ছাড়া নতুন সাইড ড্রেন নির্মাণ, বিদ্যমান রোড সাইড ড্রেন পরিষ্কার, মেরামত ও সম্প্রসারণ, খালের পাড়ে হাঁটার ফুটপাত নির্মাণ, কয়েকটি খালের পাড়ের রিটেইনিং ওয়াল নির্মাণ এবং স্ট্রিট লাইট স্থাপনে ৫৮৭ কোটি ৩৩ লাখ টাকার কাজ বাদ দেওয়া হচ্ছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: প রকল প ন রসন সরক র নগর র

এছাড়াও পড়ুন:

বড় জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু চ্যাম্পিয়ন পিএসজির

চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শিরোপা রক্ষার অভিযানে নেমেই দেখাল নিজেদের শক্তি। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সের জমকালো রাতের ম্যাচে আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দিল লুইস এনরিকের শিষ্যরা।

মাঠে নেমে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই প্রথম গোল পায় পিএসজি। ব্র্যাডলি বারকোলার দারুণ পাস থেকে ফাবিয়ান রুইজ বল সাজিয়ে দেন মারকুইনহোসকে। পিএসজির অধিনায়ক নির্ভুল শটে দলকে এগিয়ে নেন ১-০ গোলে।

আরো পড়ুন:

জুভেন্টাস-বরুশিয়ার ৮ গোলের নাটকীয় ম্যাচে জয় পায়নি কেউ

এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়

এরপর আরও কয়েকটা গোল হতে পারত। কিন্তু একবার একেবারে সামনে থেকে শট উড়িয়ে ফেলেন নুনো মেন্ডেস। আরেকবার বারকোলার শট দুর্দান্ত সেভে রক্ষা করেন আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি।

তবুও প্রথমার্ধ শেষ হওয়ার আগে আক্রমণের ঝড় থামেনি। ৩৯ মিনিটে জর্জিয়ার উইঙ্গার খভিচা কাভারাটস্কেলিয়া ডান দিক থেকে ভেতরে ঢুকে অসাধারণ এক বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। স্কোরলাইন দাঁড়ায় ২-০।

বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরও বাড়াতে পারত পিএসজি। ৪১ মিনিটে মারকুইনহোসকে ফাউল করে পেনাল্টি উপহার দেন আতালান্তার মার্কিন মিডফিল্ডার ইউনুস মুসাহ। তবে বারকোলার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন আতালান্তার গোলরক্ষক কার্নেসেচ্চি। তাতে ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ে। বারকোলার দারুণ থ্রু বল ধরে বাঁ দিক থেকে নুনো মেন্ডেস এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকেও ঠাণ্ডা মাথায় শট পাঠান জালে। স্কোর হয় ৩-০।

শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আসে চতুর্থ গোল। আতালান্তার ক্লান্ত ডিফেন্ডারের ভুল পাস কুড়িয়ে নিয়ে পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস নির্ভুল ফিনিশে শেষ করেন গোল উৎসব।

গেল মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপ সেরার মুকুট পরেছিল পিএসজি। সেই ধারাবাহিকতায় নতুন মৌসুমের শুরুতেও লিগে টানা চার ম্যাচ জিতে সবার ওপরে তারা। এবার ইউরোপের মাঠেও দেখাল নিজেদের ভয়ংকর রূপ। জানান দিলো এবারও তারা চ্যাম্পিয়ন হতে চায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ