স্যামসন থাকতেও কেন রাজস্থানের তিন ম্যাচের অধিনায়ক পরাগ
Published: 20th, March 2025 GMT
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া নিষিদ্ধ থাকায় দায়িত্ব পেয়েছেন সূর্য। এবার রাজস্থান রয়েলস তিন ম্যাচের জন্য রায়ান পরাগকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। যদিও সব ঠিক থাকলে ওই তিন ম্যাচেই সানজু স্যামসনের খেলার সম্ভাবনা রয়েছে।
এক ভিডিও বার্তায় স্যামসন জানিয়েছেন, প্রথম তিন ম্যাচে পরাগ দলকে নেতৃত্ব দেবেন। তিনি পুরোপুরি ফিট না থাকায় এই সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন। সতীর্থদের আহ্বান জানান, যেন পরাগকে সহায়তা করা হয়।
ভারতের সংবাদ মাধ্যমের মতে, প্রথম তিন ম্যাচে সানজু স্যামসন ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলতে পারেন। যার অর্থ তিনি কেবল ব্যাট করবেন, ফিল্ডিংয়ে করবেন না। তিনি ডানহাতের বৃদ্ধ আঙুলের ইনজুরিতে পড়েছিলেন। সার্জারিও করাতে হয়েছে।
তবে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে প্রথম তিন ম্যাচে খেলার জন্যও ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনুমতি নিতে হবে স্যামসনের। ভারতের সংবাদ মাধ্যমের মতে, এখনো খেলার ছাড়পত্র পাননি স্যামসন। এছাড়া শুরুতে ব্যাটিংয়ের অনুমতি পেলেও উইকেটকিপিংয়ের অনুমতি নাও মিলতে পারে তার। সেক্ষেত্রে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলতে পারেন তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়। খবর হিন্দুস্তান টাইমসের
এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’
আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।