নেত্রকোনায় জমিজমার বিরোধে গৃহবধূকে গলা কেটে হত্যা, আটক ২
Published: 20th, March 2025 GMT
নেত্রকোনার আটপাড়া উপজেলায় জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে নূরজাহান বেগম (৪৮) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার অভয়পাশা ইউনিয়নের গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূরজাহান গণিপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। হামলার সময় নূরজাহানের স্বামী, সন্তান ও শাশুড়ি আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। তাঁরা হলেন গণিপুর গ্রামের লাল মিয়া (৬৬) ও তাঁর স্ত্রী মঞ্জুরা বেগম (৫৮)।
পুলিশ, নিহত নূরজাহানের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুল মিয়ার সঙ্গে তাঁর মামা লাল মিয়া ও তাঁর সন্তানদের জমিজমা–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁরা পাশাপাশি বাড়িতে বসবাস করেন। গতকাল রাতে লাল মিয়ার দুই ছেলে মাসুদ মিয়া (৪০) ও এরশাদ মিয়া (৩৮) বাবুল মিয়ার ঘরে ঢুকে হামলা করেন। তখন তাঁরা সাহ্রি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হামলাকারী ব্যক্তিরা দেশি অস্ত্র দিয়ে বাবুল মিয়াকে আঘাত করতে গেলে তাঁর স্ত্রী নূরজাহান বাধা দেন। এ সময় নূরজাহানকে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ। এ সময় পাশের কক্ষে থাকা বাবুল মিয়ার ছেলে মারুফ মিয়া (১৮) ও তাঁর মা পরিষ্কারেন্নেচ্ছা (৭০) এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়।
স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নূরজাহানকে মৃত ঘোষণা করেন। আর বাবুল মিয়া, তাঁর ছেলে ও মাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে লাল মিয়া ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ।
বাবুল মিয়ার ছোট ভাই মো.
ঘটনার পর পলাতক থাকায় অভিযোগের বিষয়ে লাল মিয়ার ছেলেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ হেফাজতে থাকায় লাল মিয়ার সঙ্গেও কথা বলা যায়নি। নেত্রকোনার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাল মিয়া ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত