দরিভালে অনাস্থা, ব্রাজিলের কোচের দৌড়ে যারা
Published: 26th, March 2025 GMT
গত নভেম্বরের দুই ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে সমতায় মাঠ ছাড়ে ব্রাজিল। তখনই ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের চাকরির সুতোয় টান পড়েছিল। মার্চের কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচ ছিল তার জন্য প্রমাণের সুযোগ।
ওই পরীক্ষায় বাজেভাবে ফেল করেছেন ব্রাজিল বস দরিভাল। কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জিতলেও ভালো খেলেনি ব্রাজিল। শেষ মিনিটে ভিনিসিয়াসের দুর্দান্ত গোলে জয় পায় সেলেসাওরা। আর্জেন্টিনার মাঠে গিয়ে ৪-১ গোলে হেরেছে দরিভালের দল।
আগামী জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে দুইয়ে আছে। তাদের মাঠে ম্যাচটি তাই কঠিন হতে পারে। ওই লড়াইয়ের আগেই কোচ পরিবর্তন করতে পারে ব্রাজিল। তবে ওই পরিকল্পনাও ভেস্তে যেতে পারে জুনের ক্লাব বিশ্বকাপের কারণে।
সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, ব্রাজিল কোচের সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগেজের দূরত্ব তৈরি হয়ে গেছে। তিনি দরিভালকে সরিয়ে পুনরায় কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের ডাগ আউটে দেখতে চান।
এছাড়া ব্রাজিলের সাবেক চেলসি ও অ্যাথলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার ফিলিপে লুইজকে রাখা হয়েছে তালিকার। এর বাইরে আছেন আল হিলালে কাজ করা পর্তুগিজ কোজ হোর্হে জেসুস ও পালমেইরাসে কাজ করা পর্তুগিজ কোচ আবেল ফেরেইরা।
রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে। চলতি মৌসুমে লস ব্লাঙ্কোসরা খুব ভালো না খেলায় মৌসুম শেষে চাকরি যেতে পারে তার। তবে জুনের ক্লাব বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকে দেখা যেতে পারে রিয়ালের ডাগআউটে। গ্লোবের মতে, আনচেলত্তিও পুনরায় ব্রাজিলের বিষয়ে কাছের মানুষদের সঙ্গে আলোচনা করেছেন।
আনচেলত্তির মতো ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ফিলিপে লুইজের ফ্লামেঙ্গোও। জুনের বিশ্বকাপ বাছাইপর্বের সূচিতে তাই ব্রাজিলকে দরিভালের ওপরই ভরসা রাখতে দেখা যেতে পারে। কাউকে অন্তবর্তীকালীন দায়িত্বও দেওয়া হতে পারে। জুনের বিশ্বকাপ বাছাইপর্বে পা হড়কালে ব্রাজিলের বিশ্বকাপে খেলা শঙ্কায় পড়ে যেতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল আর জ ন ট ন ব শ বক প ব ছ ই র ব শ বক প দর ভ ল
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’