ইভি চার্জিং নেটওয়ার্কের জন্য ডিপাল ও ক্র্যাক প্লাটুনের মধ্যে চুক্তি
Published: 27th, March 2025 GMT
ডিএইচএস অটোস লিমিটেড, বাংলাদেশে চাঙ্গান অটোমোবাইলস এবং ডিপালের পরিবেশক দেশব্যাপী ইভি চার্জিং নেটওয়ার্ক তৈরির জন্য ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশন লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে ডিপালের শোরুমে এই চুক্তি স্বাক্ষর হয়।
ডিএইচএস অটোসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং ক্র্যাক প্লাটুনের এমডি তানভীর শাহরিয়ার উৎস উভয় কোম্পানির অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন।
ডিএইচএস অটোস সম্প্রতি একটি জমকালো ইভেন্টে বিলাসবহুল ইভি ব্র্যান্ড ডিপাল লঞ্চ করেছে। এই চুক্তিটি একটি দেশব্যাপী ইভি চার্জিং নেটওয়ার্ক তৈরি করার জন্য ডিএইচএসের প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ।
ক্র্যাক প্লাটুনের সহযোগিতায়, ডিএইচএস অটোসের একটি উচ্চ গতির ডিসি চার্জারসহ সারাদেশে ১৭টি ইভি চার্জার রয়েছে। এপ্রিলের মধ্যে আরও দুটি ডিসি চার্জার স্থাপন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
কীওয়ার্ড: চ ক ত সই
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।
ঢাকা/শহিদুল/রফিক