জিরোনাকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার
Published: 30th, March 2025 GMT
লা লিগার শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা। শনিবার লেগানেসকে হারিয়ে পয়েন্ট তালিকায় বার্সার সমান হয়ে গেলেও রোববার জিরোনাকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে লেভান্ডোভস্কির জোড়া গোলে ৪-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। অন্য দুই গোল করেছেন ফেরান তোরেস এবং জিরোনার লাদিস্লাভ ক্রেইচি আত্মঘাতী গোল করলে এক গোল উপহার পায় বার্সা।
অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। যদিও প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না ফ্লিকের দল। জিরোনার গোলরক্ষক পাওলো গাজ্জানিগা একের পর এক শট রুখে দিচ্ছিলেন। যদিও বিরতির ঠিক আগে ভাগ্য বার্সার পক্ষে যায়। ইয়ামালের ফ্রি-কিক থেকে দেওয়া ক্রসে জিরোনার ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি ভুল করে নিজের জালেই বল পাঠিয়ে দেন। ৪২ মিনিটের এই আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে জিরোনা। ম্যাচের ৫৩ মিনিটে ডেইলি ব্লিন্ডের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন আর্নট ডানজুমা। তবে মাত্র চার মিনিটের ব্যবধানে ফের এগিয়ে যায় বার্সেলোনা। লোপেজের পাস থেকে দুর্দান্ত দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে গাজ্জানিগার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান লেভান্ডোভস্কি। এটি ছিল চলতি লা লিগায় তার ২৪তম গোল।
এরপর ৭৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন লেভান্ডোভস্কি। মাঝমাঠ থেকে ফ্রেংকি ডি ইয়ং দারুণ এক পাস বাড়ান, সুযোগ বুঝে বল জালে পাঠাতে ভুল করেননি অভিজ্ঞ এই স্ট্রাইকার। এটি এবারের লা লিগায় লেভার ২৫তম গোল। তার চেয়ে তিন গোল কম নিয়ে দুইয়ে এমবাপ্পে।
ম্যাচের শেষ দিকে ফেরান তোরেস স্কোরলাইন ৪-১ করেন। জেরার্ড মার্টিনের ক্রস থেকে গোল করে জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। যোগ করা সময়ে ইয়ামাল অসাধারণ এক শট নেন, যা ফিরে আসে ক্রসবারে লেগে।
২৯ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৬। দুইয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।
সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।
আরো পড়ুন:
জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর
জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।
এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।
এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।
ঢাকা/লিমন/মেহেদী