মিরপুরে ‘সাততলা থেকে ফেলে’ যুবক হত্যার ঘটনায় রিমান্ডে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন আসামি: পুলিশ
Published: 4th, April 2025 GMT
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় দিনমজুর সাহিদুল হাসান ওরফে জিতু হত্যায় গ্রেপ্তার যুবক সাব্বিরকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ বলেছে, রিমান্ডের প্রথম দিনে আজ শুক্রবার হত্যার কথা স্বীকার করলেও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন আসামি সাব্বির।
গত বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে পাইকপাড়ার ঈশা খাঁ সড়কে নির্মাণাধীন একটি ভবনের দশম তলা ভবনের সপ্তম তলা থেকে সাহিদুলকে ধাক্কা দিয়ে লিফট বসানোর ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনায় বুধবারই সাহিদুলের পূর্বপরিচিত সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন গতকাল বৃহস্পতিবার তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে জানতে চাইলে আজ মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
মামলার তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, সাহিদুলের স্বজনেরা পুলিশ কর্মকর্তাদের বলেছেন, সাহিদুল ও সাব্বির একসঙ্গে চলাফেরা করতেন। সাহিদুলের বাবা শাহিন মিয়া নেশায় আসক্ত। তাঁকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে সাব্বিরের সঙ্গে সাহিদুলের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে সাহিদুলের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। বিরোধের জেরে সাহিদুল ও তাঁর স্ত্রী রোজিনার সঙ্গে সাব্বিরের একাধিকবার ঝগড়া হয়। এই ঝগড়ার কারণে সাহিদুলকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুনমিরপুরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যা, গ্রেপ্তার ১০৩ এপ্রিল ২০২৫মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মৃত্যুর আগে হাসপাতালে সাহিদুল স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দিয়ে গেছেন বলে মিরপুর থানার পুলিশ জানিয়েছে। সেই তথ্যের বরাতে ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, সাব্বির বুধবার সাহিদুলকে ফোন করে বিরোধ মীমাংসা করার প্রস্তাব দেন। সে জন্য সাহিদুলকে ঈশা খাঁ সড়কে নির্মাণাধীন ১০ তলা ভবনের সামনে যেতে বলা হয়। সাব্বিরের কথামতো বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সাহিদুল সেখানে যান। এরপর সাব্বির তাঁকে হাবুলের পুকুরপাড়ের পাশে ১০ তলা নির্মাণাধীন ভবনের সপ্তম তলায় নিয়ে যান। সাহিদুল সেখানে অজ্ঞাতনামা আরও দু-তিন ব্যক্তিকে দেখতে পান। তাঁরা সাহিদুলের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সাব্বিরসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা সাহিদুলকে সপ্তম তলা থেকে ধাক্কা দিয়ে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেন। এতে সাহিদুলের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে যায় এবং মাথার পেছনে প্রচণ্ড আঘাত লাগে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভবন র
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক