নিউজিল্যান্ড সফর থেকে হতাশা নিয়েই ফিরছে পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হলো হোয়াইটওয়াশ। তবে মাঠের ব্যর্থতার পাশাপাশি বিতর্কেও জড়ালেন দলের অলরাউন্ডার খুশদিল শাহ।

মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত শেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থামে মাত্র ২২১ রানে। বাবর আজম খেলেন ৫৮ বলে ৫০ রানের ইনিংস। তবে মূল নাটক ঘটান কিউই পেসার বেন সিয়ার্স, যিনি মাত্র ৩৪ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। পাকিস্তান অলআউট হয়ে যায় ৪০ ওভারে। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো সফরকারীরা।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। দলের ব্যর্থতায় ক্ষুব্ধ কয়েকজন সমর্থক বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে খুশদিল শাহ ও গোটা দলের সমালোচনা শুরু করেন। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন খুশদিল। রাগের বশে তিনি সমর্থকদের দিকে তেড়ে যান। পরিস্থিতি সামাল দিতে একজন নিরাপত্তাকর্মী এগিয়ে এসে খুশদিলকে শান্ত করার চেষ্টা করেন। সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের একটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়ে যায়।

এদিকে টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচ খেললেও ওয়ানডেতে সুযোগ পাননি খুশদিল। তিন ম্যাচেই সাইড বেঞ্চে বসে ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ক স ত ন ক র ক ট দল

এছাড়াও পড়ুন:

শোষিত মানুষের সিনেমা, যা প্রশ্ন জাগায়

বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের দিনটি সারা বিশ্বে একযোগে ‘মহান মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
মে দিবস শ্রমজীবী মানুষের জয়গান গাওয়ার একটি পরীক্ষিত দিন। সংস্কৃতি অঙ্গনেও এই দিনের রয়েছে প্রবল ছায়াপাত। বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায় শ্রমিকশ্রেণিকে নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। মে দিবস উপলক্ষে আজ তিনটি ছায়াছবি নিয়ে কথা বলা হবে, যেগুলো দেখলে শুধু নান্দনিক খিদেই মেটে না, মনের মধ্যে কিছু প্রশ্নেরও জন্ম হয়। মানুষে মানুষে পরিচয়ের হিসাব-নিকাশ নিয়ে তৈরি ভাবনাকেও উসকে দেয় তা। ঘরে বসে দেখে নিতে পারেন এই তিন সিনেমা।

মেইটওয়ান

মেইটওয়ান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি শহর। ১৯২০ সালের এক কয়লাখনি নিয়ে ‘মেইটওয়ান’ ছবির কাহিনি।

জন সেইলেসের পরিচালনায় মেইটওয়ান ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ

  • শোষিত মানুষের সিনেমা, যা প্রশ্ন জাগায়