বর্তমান সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত অকার্যকর: এনসিপি নেতা শিশির
Published: 6th, April 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, ভোট না পেয়েও একজন গত ১৭ বছর প্রধানমন্ত্রী ছিলেন। এতে বোঝা যায়, বর্তমান সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত অকার্যকর।
শনিবার রাতে কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর উত্তর বাজারে বাগমারা দক্ষিণ ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নাল আবেদীন।
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে জয়নাল আবেদীন বলেন, ‘বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে। আস্তে আস্তে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসছে.
এনসিপির এই নেতা বলেন, ‘এদেশের মানুষ কোনো না কোনোভাবে দাস হয়ে ছিল। যেমন আমরা ব্রিটিশদের দাস ছিলাম, পাকিস্তানের কাছে আবদ্ধ ছিলাম, ৫৪ থেকে ২৪ পর্যন্ত ভারতের একটা কলোনিই ছিলাম, নাগরিক ছিলাম না৷ এই প্রথম ২৪–এর পরবর্তীতে একটা সময় হয়েছে নাগরিক হয়ে ওঠার।'
এনসিপি নেতা মাইনউদ্দিনের সভাপতিত্বে ও খন্দকার ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব শাকিল আহম্মেদ, এনসিপি নেতা জালাল আহমেদ, আবুল কাশেম, হেলাল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহবায়ক নোমান হোসেন ও জুলাই আন্দোলনে পুলিশের ছোররা গুলিতে আহত মেহেদী হাসান । পরে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন এনসিপি নেতা কবির আহমেদ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনস প
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন