ভ্যালেন্সিয়ার কাছে রিয়াল মাদ্রিদের হারের পর বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারল না কাতালানরা। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল বেটিসের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে জাভির শিষ্যরা। এতে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারাল বার্সা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। মাত্র সাত মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ফেরান তোরেসের পাস থেকে নিখুঁত শটে জালের দেখা পান তরুণ মিডফিল্ডার গাভি। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দশ মিনিটের ব্যবধানে সমতায় ফেরে রিয়াল বেটিস। লো সেলসোর পাস থেকে গোল করেন নাটান।

প্রথমার্ধে উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি কেউ। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা দারুণ চাপ সৃষ্টি করে, তবে বেটিস গোলরক্ষক আদ্রিয়ানের দৃঢ়তায় হতাশ হতে হয় ইয়ামাল ও লেভানডস্কিদের। ম্যাচের একেবারে শেষদিকে সহজ এক সুযোগ নষ্ট করেন রবার্ট লেভানডস্কি, যার ফলে জয় বঞ্চিত থেকেই মাঠ ছাড়ে বার্সা।

এই ড্রয়ের ফলে ৩০ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ৬৭। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়। খবর হিন্দুস্তান টাইমসের

এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’

আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ