নাসির বললেন—এগুলো হচ্ছে ভুয়া কথা, তারকা-মারকা বলে কিছু নেই
Published: 7th, April 2025 GMT
নাসির হোসেন প্রিমিয়ার লিগে খেলছেন, শুনে অনেকেরই হয়তো একটু খটকা লাগতে পারে। যাঁরা ক্রিকেটের তেমন খোঁজখবর রাখেন না—তাঁরা ভাবতেই পারেন, এত দিন পর কোত্থেকে এলেন নাসির!
‘উপহার’ পেয়ে তা গোপন করায় ২০২৩ সালের আগস্টে সব ধরনের ক্রিকেট থেকে দেড় বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন একসময় বাংলাদেশ দলে খেলা ক্রিকেটার নাসির। নিষেধাজ্ঞা কাটিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে খেলায় ফিরেছেন তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ফেরার ম্যাচে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নাসির, পরে ব্যাটিংয়ে নেমে ১১ বলে করেছেন ৯ রান।
মাঠের ক্রিকেটের খবর তো জানা গেল, কিন্তু নাসির মানে তো আর এটুকু নয়। এই অলরাউন্ডার যখনই যেদিকে যান, সঙ্গী হয়ে যায় বিতর্ক। তা মাঠের বাইরের নাসির এখন কেমন আছেন? মিরপুরে ম্যাচ শেষে আজ সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমার একটা সন্তান আছে। পরিবার আছে। সুখে আছি। ভালো আছি।’
ব্যাটিং করছেন নাসির.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।