এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Published: 7th, April 2025 GMT
সিদ্ধিরগঞ্জে মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সেমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় আদমজীনগর কদমতলী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলাদ দোয়া ও সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সভাপতি মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো: মোশারেফ হোসেন।
তিনি বলেন, এই স্কুলের প্রতিটি বেঞ্চ, প্রতিটি দেয়াল তোমাদের গল্প জানে। তোমাদের না বলা কষ্ট, লুকিয়ে রাখা স্বপ্ন, বন্ধুদের প্রতি ভালোবাসার সবকিছু এই বিদ্যালয়ের স্মৃতির পাতায় লেখা থাকবে।
তোমাদের পথচলা শুভ হোক। জীবনে অনেক দূর এগিয়ে যেও, কিন্তু কখনো ভুলে যেও না, তোমাদের এই শিক্ষালয়, তোমাদের এই শিক্ষকরা একদিন তোমাদের শৈশবের অংশ ছিল। কোনো একদিন ফিরে এসো, বলো, "স্যার/ম্যাডাম, আমি পেরেছি! এই কথাটা শুনতে পারলে, আমাদের জীবন সার্থক হবে
শিক্ষাজীবনের এক গন্ডি পেরিয়ে তোমরা চলে যাচ্ছে জান সঞ্চয়ের মহাপ্রাঙ্গনে। তোমাদের সান্নিধ্যময় দিনগুলোতে আমরা লক্ষ্য করেছি তোমাদের জ্ঞান তৃষ্ণার প্রাবল্য। তোমাদের জীবনের পথ আলোকিত হোক জ্ঞানলোকের দীপাবলি সজ্জিত সুদৃশ্য শিখায়। তাই কেবলই পরিশুদ্ধ প্রার্থনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি লিপি আক্তার, মোঃ লোকমান হোসেন,মো: আবুল কাশেম তালুকদার মোঃ আবুল কাশেম (কবি), জিন্নাত আরা বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে