গাজায় ইসরায়েলের নৃশংসতম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায়।

দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ এই বিবৃতি পাঠান।

বিবৃতিতে নেতারা বলেন, জাতিসংঘ ও বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরায়েল একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করে গাজা উপত্যকাকে এক বিরান ভূমিতে পরিণত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও দায়মুক্তির কারণে ইসরায়েল গাজাবাসীকে হত্যা করছে। জাতিসংঘের মধ্যস্থতায় কিছুদিন যুদ্ধবিরতি মেনে চললেও গত ১৮ মার্চ থেকে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধের সব নিয়মনীতির তোয়াক্কা না করে তারা মসজিদ ও হাসপাতালে নির্বিচার হামলা অব্যাহত রেখেছে। অ্যাম্বুলেন্সের ওপর হামলা করেছে, ডাক্তারদের হত্যা করেছে, শিশুদের হত্যা করছে।

বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা সমালোচনা করেন যুক্তরাষ্ট্রেরও। তাঁরা বলেন, বিশ্বের মানুষ যখন এই বর্বর ও নৃশংসতায় স্তম্ভিত, তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সরঞ্জামসহ সব ধরনের সহায়তা আরও বাড়ানোর কথা বলেছে, যা নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানিয়ে বিবৃতিতে অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের এবং জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটা যৌক্তিক ও শান্তিপূর্ণ সমাধানের আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি মুক্তিকামী ও মানবতাবাদী মানুষকে ইসরায়েলিদের প্রতিরোধ ও বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ