গাজায় ইসরায়েলের নৃশংসতম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায়।

দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ এই বিবৃতি পাঠান।

বিবৃতিতে নেতারা বলেন, জাতিসংঘ ও বিশ্ব জনমতকে উপেক্ষা করে ইসরায়েল একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করে গাজা উপত্যকাকে এক বিরান ভূমিতে পরিণত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও দায়মুক্তির কারণে ইসরায়েল গাজাবাসীকে হত্যা করছে। জাতিসংঘের মধ্যস্থতায় কিছুদিন যুদ্ধবিরতি মেনে চললেও গত ১৮ মার্চ থেকে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধের সব নিয়মনীতির তোয়াক্কা না করে তারা মসজিদ ও হাসপাতালে নির্বিচার হামলা অব্যাহত রেখেছে। অ্যাম্বুলেন্সের ওপর হামলা করেছে, ডাক্তারদের হত্যা করেছে, শিশুদের হত্যা করছে।

বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা সমালোচনা করেন যুক্তরাষ্ট্রেরও। তাঁরা বলেন, বিশ্বের মানুষ যখন এই বর্বর ও নৃশংসতায় স্তম্ভিত, তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সরঞ্জামসহ সব ধরনের সহায়তা আরও বাড়ানোর কথা বলেছে, যা নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানিয়ে বিবৃতিতে অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের এবং জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটা যৌক্তিক ও শান্তিপূর্ণ সমাধানের আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি মুক্তিকামী ও মানবতাবাদী মানুষকে ইসরায়েলিদের প্রতিরোধ ও বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

ঠিক কতটুকু ডিটারজেন্ট ব্যবহার করলে কাপড় হবে পরিষ্কার, অপচয়ও কমবে

ডিটারজেন্ট কতটুকু ব্যবহার করবেন

গড়পড়তা ২–৩ কেজি কাপড়ের জন্য ২ টেবিল চামচের বেশি ডিটারজেন্ট লাগে না।

ডিটারজেন্টের মাপার ক্যাপ কখনো পূর্ণ করবেন না। অধিকাংশ সময় এত কাপড় একসঙ্গে ধোওয়া হয় না।

একটি মাত্র পোশাক ভিজিয়ে রাখতে চাইলে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৮ লিটার)

পানিতে ১ চা–চামচ ডিটারজেন্ট যথেষ্ট।

অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের লক্ষণ

কাপড়ে ডিটারজেন্টের আস্তর লেগে থাকবে।

কাপড় শক্ত, খসখসে বা আঠালো হয়ে যাবে।

রঙিন কাপড় ম্লান ও সাদা কাপড় ধূসর হয়ে যাবে।

ওয়াশিং মেশিন থেকে দুর্গন্ধ আসবে।

আরও পড়ুনধোয়ার পর কাপড়ের ক্ষতি হবে না, যদি মেনে চলেন এসব উপায়১৪ অক্টোবর ২০২৪কোন কোন বিষয়ের ওপর নির্ভর করবে ডিটারজেন্টের পরিমাণ

কাপড়ের পরিমাণ ও ধরন: তোয়ালে, বিছানার চাদরের মতো ভারী কাপড়ের জন্য ডিটারজেন্ট একটু বেশি দরকার হয়।

কাপড় কতটা নোংরা: দাগযুক্ত কাপড়ে সামান্য বাড়তি ডিটারজেন্ট দিন।

পানির খরতা: খর পানিতে ডিটারজেন্ট বেশি লাগে, মৃদু পানিতে কম।

হাতে কাপড় ধোওয়ার সময়

ছোট বালতি (৩–৮ লিটার পানি): ১ চা–চামচ

মাঝারি বালতি (৯–১৪ লিটার পানি): ২ চা–চামচ

বড় বালতি (১৫ লিটারের বেশি পানি): ১ টেবিল চামচ

কাপড় দেওয়ার আগে পানিতে ডিটারজেন্ট ভালোভাবে গুলিয়ে নিন। তাতে অবশিষ্টাংশ কাপড়ে আটকে থাকবে না।আরও পড়ুনধোয়া কাপড় থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে? জেনে রাখুন সমাধান০২ অক্টোবর ২০২৩কাপড়ের ধরন অনুযায়ী

সিল্ক ও পশমি কাপড়: ১/২–১ চা–চামচ (প্রতি ৩–৮ লিটার পানি)

সুতি ও সিনথেটিক কাপড়: ১ চা–চামচ (ময়লা বেশি হলে সামান্য বাড়ান)

খুব নোংরা কাপড়: আগে দাগ পরিষ্কার করে নিন, তারপর ১.৫ চা–চামচ পর্যন্ত ডিটারজেন্ট দিন।

দাগ দূর করার টিপস

কোনো দাগ সহজে না উঠলে তার ওপর সরাসরি সামান্য ডিটারজেন্ট লাগিয়ে আলতো করে ঘষুন।

পরে পানিতে ভিজিয়ে নিন।

এতে পুরো বালতিতে অতিরিক্ত ডিটারজেন্ট দিতে হবে না।

পর্যাপ্ত ডিটারজেন্ট ব্যবহার করছেন কি না বুঝবেন যেভাবে

কাপড় ধোয়ার পর সাবানের আস্তর বা গন্ধ থাকবে না।

কাপড় হবে নরম ও আরামদায়ক।

লন্ড্রি পড ব্যবহার করলে

ছোট লোড: ১ পড

মাঝারি লোড: ২ পড

বড় লোড: ৩ পড

সূত্র: গুড হাউসকিপিং

আরও পড়ুনবডি স্প্রে নাকি পারফিউম—কখন, কোথায়, কোনটা ব্যবহার করবেন২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ