চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ থেকে সরবেন না ট্রাম্প: হোয়াইট হাউস
Published: 9th, April 2025 GMT
হোয়াইট হাউস মঙ্গলবার ঘোষণা করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। এই পদক্ষেপটি চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করবে, কারণ চীনও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোসণা দিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, চীনের উচিত ছিল না পাল্টা ব্যবস্থা নেওয়া। ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, যখন আমেরিকা আঘাত পায়, তখন আরও জোরালোভাবে প্রতিক্রিয়া জানায়। সেই কারণে আজ রাত ১২টা থেকে চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হবে। তবে প্রেসিডেন্ট মনে করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীন একটি চুক্তি করতে চান, কিন্তু তারা জানে না কীভাবে শুরু করবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘শেষ পর্যন্ত লড়াই করবে’ এবং যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
লেভিট বলেন, যদি চীন আলোচনায় বসতে আগ্রহ দেখায়, প্রেসিডেন্ট দারুণ উদার মনোভাব দেখাবেন। লেভিট ট্রাম্পের বক্তব্য তুলে ধরে বলেন, চীন একটি চুক্তি করতে চায়, যা ট্রাম্পও ট্রুথ সোশ্যাল- এ আগেই বলেছিলেন, ‘চীন মরিয়া হয়ে একটি চুক্তি চায়, কিন্তু কোথা থেকে শুরু করবে তা জানে না। আমরা তাদের ফোনের অপেক্ষায় আছি। সেটা হবেই।’
ট্রাম্প এর আগের দিন ট্রুথ সোশ্যাল-এ হুঁশিয়ারি দেন, বর্তমানে বিদ্যমান ৫৪ শতাংশ শুল্কের ওপর আরও ৫০ শতাংশ যুক্ত করবেন। এর আগে ট্রাম্প গত সপ্তাহে চীনের ওপর ২০ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত ৩৪ শতাংশ কর আরোপ করেছিলেন।
চীনের পক্ষ থেকে পাল্টা হুমকি আসে সোমবার সন্ধ্যায়, তারা জানায়, আমরা শেষ পর্যন্ত লড়ব এবং আমেরিকার ওপর আরও কর আরোপ করা হবে। চীন বলেছে, ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ায় তারা ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করবে, যা এই সপ্তাহেই কার্যকর হবে। তারা যুক্তি দিয়েছে, আমদানির ওপর ব্যাপক শুল্ক শুধু আমেরিকার স্বার্থ ক্ষুণ্ন করে না, বরং বৈশ্বিক অর্থনীতি, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতাও বিপন্ন করে।
হোয়াইট হাউস ও ট্রাম্প দাবি করেছেন, চীনে তৈরি হওয়া আইফোনের উৎপাদন আমেরিকায় স্থানান্তর করা যেতে পারে। তবে যদি অ্যাপল কর বহনের পরিবর্তে তা ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়, তাহলে আইফোনের দাম আকাশচুম্বী হয়ে উঠতে পারে।
লেভিট বলেন, ‘বিভিন্ন ধরনের চাকরি- প্রথাগত ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে উন্নত প্রযুক্তিনির্ভর কাজ- সবই প্রেসিডেন্ট দেশে ফেরাতে চান।’ তিনি আরও যোগ করেন, ‘তিনি বিশ্বাস করেন আমাদের সেই সক্ষমতা, শ্রমশক্তি ও সম্পদ আছে।’
এদিকে ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ভিয়েতনাম ও জাপানও আলোচনার টেবিলে আসছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ল ক আর প চ ন র ওপর ব যবস থ আম র ক
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’