হোয়াইট হাউস মঙ্গলবার ঘোষণা করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসবেন না। এই পদক্ষেপটি চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করবে, কারণ চীনও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোসণা দিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, চীনের উচিত ছিল না পাল্টা ব্যবস্থা নেওয়া। ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, যখন আমেরিকা আঘাত পায়, তখন আরও জোরালোভাবে প্রতিক্রিয়া জানায়। সেই কারণে আজ রাত ১২টা থেকে চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হবে। তবে প্রেসিডেন্ট মনে করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীন একটি চুক্তি করতে চান, কিন্তু তারা জানে না কীভাবে শুরু করবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘শেষ পর্যন্ত লড়াই করবে’ এবং যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

লেভিট বলেন, যদি চীন আলোচনায় বসতে আগ্রহ দেখায়, প্রেসিডেন্ট দারুণ উদার মনোভাব দেখাবেন। লেভিট ট্রাম্পের বক্তব্য তুলে ধরে বলেন, চীন একটি চুক্তি করতে চায়, যা ট্রাম্পও ট্রুথ সোশ্যাল- এ আগেই বলেছিলেন, ‘চীন মরিয়া হয়ে একটি চুক্তি চায়, কিন্তু কোথা থেকে শুরু করবে তা জানে না। আমরা তাদের ফোনের অপেক্ষায় আছি। সেটা হবেই।’

ট্রাম্প এর আগের দিন ট্রুথ সোশ্যাল-এ হুঁশিয়ারি দেন, বর্তমানে বিদ্যমান ৫৪ শতাংশ শুল্কের ওপর আরও ৫০ শতাংশ যুক্ত করবেন। এর আগে ট্রাম্প গত সপ্তাহে চীনের ওপর ২০ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত ৩৪ শতাংশ কর আরোপ করেছিলেন।

চীনের পক্ষ থেকে পাল্টা হুমকি আসে সোমবার সন্ধ্যায়, তারা জানায়, আমরা শেষ পর্যন্ত লড়ব এবং আমেরিকার ওপর আরও কর আরোপ করা হবে। চীন বলেছে, ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়ায় তারা ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করবে, যা এই সপ্তাহেই কার্যকর হবে। তারা যুক্তি দিয়েছে, আমদানির ওপর ব্যাপক শুল্ক শুধু আমেরিকার স্বার্থ ক্ষুণ্ন করে না, বরং বৈশ্বিক অর্থনীতি, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতাও বিপন্ন করে।

হোয়াইট হাউস ও ট্রাম্প দাবি করেছেন, চীনে তৈরি হওয়া আইফোনের উৎপাদন আমেরিকায় স্থানান্তর করা যেতে পারে। তবে যদি অ্যাপল কর বহনের পরিবর্তে তা ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়, তাহলে আইফোনের দাম আকাশচুম্বী হয়ে উঠতে পারে।

লেভিট বলেন, ‘বিভিন্ন ধরনের চাকরি- প্রথাগত ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে উন্নত প্রযুক্তিনির্ভর কাজ- সবই প্রেসিডেন্ট দেশে ফেরাতে চান।’ তিনি আরও যোগ করেন, ‘তিনি বিশ্বাস করেন আমাদের সেই সক্ষমতা, শ্রমশক্তি ও সম্পদ আছে।’

এদিকে ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ভিয়েতনাম ও জাপানও আলোচনার টেবিলে আসছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ল ক আর প চ ন র ওপর ব যবস থ আম র ক

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ