গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে নায়েব আলী মার্কেট এলাকায় সিঅ্যান্ড আর সোয়োটার লিমিটেড কারখানায় আজ বুধবার সকালে এ আন্দোলন শুরু হয়েছে।

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল ৯টা থেকে আন্দোলনে নামেন ওই কারখানার শ্রমিকেরা। সবশেষ এই প্রতিবেদন লেখার সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করছিলেন।

কারখানার শ্রমিক আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের স্টাফদের (কর্মচারী) বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের মার্চ মাসের বেতন বকেয়া আছে। আজ সকালে কারখানায় আসার পর হঠাৎ অনির্দিষ্টকালের জন্য ছুটির মৌখিক ঘোষণা দেওয়া হয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হন। এ জন্য বকেয়া পরিশোধ করার জন্য কারখানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন। একপর্যায়ে কারখানার কর্মকর্তারা ২৮ এপ্রিলে কেবল এক মাসের বেতন পরিশোধ করতে পারবেন বলে জানান। এই শর্তে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা। কিন্তু শ্রমিকেরা সব বকেয়া পরিশোধ করার দাবি জানাচ্ছেন।

আরেক শ্রমিক শামীম আহমেদ বলেন, ‘পাওনা টাকা পরিশোধ না করলে আমরা চলব কী করে? তাই বেতনের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি।’

এ বিষয়ে সিঅ্যান্ড আর সোয়োটার লিমিটেড কারখানার মানবসম্পদ কর্মকর্তা মেহেদী হাসান মুঠোফোনে বলেন, ‘কারখানায় একটু ঝামেলা হচ্ছে। আমি এ মুহূর্তে কথা বলতে পারছি না। পরে কথা বলব।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ আগস্ট ২০২৫)

ইংল্যান্ড–ভারত ওভাল টেস্টের তৃতীয় দিন আজ।ওভাল টেস্ট–৩য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

২য় টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
আগামীকাল সকাল ৬টা, পিটিভি স্পোর্টস ও টি স্পোর্টস

সম্পর্কিত নিবন্ধ