২০২৩ সালের অক্টোবরে যখন গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নিশ্চিত হলো, তখনই জানা গিয়েছিল নারী ও পুরুষ দুই বিভাগেই ৬টি করে দল থাকতে পারে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) নিশ্চিত করল টি-টোয়েন্টি সংস্করণে ক্রিকেটে দুই বিভাগেই থাকবে ৬টি করে দল। কোন খেলায় কয়টি করে দল খেলবে, মোট ইভেন্টের সংখ্যা কত হবে, কতজন করে অ্যাথলেট থাকবেন—এসব বিষয়ও চূড়ান্ত করেছে আইওসি। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় আজ সকালে সংবাদ সম্মেলন করে এসব জানিয়েছে সংস্থাটি।  

অলিম্পিকে ক্রিকেট হয়েছিল একবারই। ১৯০০ সালে প্যারিসে ক্রিকেটে অংশ নিয়েছিল মাত্র দুটি দল—গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। দুই দল অংশ নিয়েছিল দুই দিনের এক ম্যাচে। ১২৮ বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তনে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আইওসি জানিয়েছে নারী-পুরুষ দুই বিভাগেই থাকবে ৬টি করে দল। প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবেন।

সর্বশেষ ১৯০০ সালে অলিম্পিকে ক্রিকেট হয়েছিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আ’লীগের রেখে যাওয়া ৮ হাজার ৭০২ কোটি টাকার দেনা শোধ 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া গ্যাস খাতের ৮ হাজার ৭০২ কোটি টাকার দেনা পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক তেল কোম্পানির (আইওসি) গ্যাস কেনা, এলএনজি আমদানি ও টার্মিনাল ভাড়া এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ঋণের সুদ বাবদ এ পাওনা শোধ করা হয়েছে। পেট্রোবাংলা সূত্রে এসব তথ্য জানা গেছে। 

গত আগস্ট থেকে এ পর্যন্ত গ্যাস খাতে দেনাসহ মোট ৪৫ হাজার ২৫৩ কোটি টাকা পরিশোধ করেছে পেট্রোবাংলা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেনা ছিল ৮ হাজার ৭০২ কোটি টাকা। আইওসি, দীর্ঘমেয়াদি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানি করা এলএনজি সরবরাহকারীর বিল, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং আইটিএফসির ঋণের সুদসহ এই দেনা পরিশোধের শেষ সময় ছিল আগামী জুন। এর আগেই পাওনা শোধ করেছে পেট্রোবাংলা। এতে আইওসি শেভরন ও তাল্লো, দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহকারী কাতার এনার্জি ও ওমানের ওকিউটি, স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহকারী কোম্পানিগুলো, এফএসআরইউ এবং আইটিএফসির মেয়াদোত্তীর্ণ পাওনা নেই। পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পেট্রোবাংলাকে ২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। ফলে পেট্রোবাংলার দেনা পরিশোধ সহজ হয়েছে।  

পেট্রোবাংলা বলছে, মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধ করায় দেশের ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। স্পট মার্কেটের মাধ্যমে এলএনজি সরবরাহকারীদের পেট্রোবাংলার প্রতি আস্থা বাড়বে। ফলে আমদানির ক্ষেত্রে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং কম প্রিমিয়াম চার্জ করার মাধ্যমে এলএনজি আমদানি খরচ কমে আসতে পারে।

সম্পর্কিত নিবন্ধ

  • আ’লীগ সরকার আমলের ৮ হাজার ৭০২ কোটি টাকার দেনা শোধ 
  • আ’লীগের রেখে যাওয়া ৮ হাজার ৭০২ কোটি টাকার দেনা শোধ