আবারও আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এলেন তামান্না ভাটিয়া। এবার তাঁকে দেখা যাবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানে। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা এখন রীতিমতো ভাইরাল।
তার আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, সোনালি পোশাকে তামান্না ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, চুল বাতাসে উড়েছে, পেছনে দঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। সেই ক্লিপ দেখার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।
তাদের এই কৌতূহলের কারণে নির্মাতারা ঘোষণা দিয়েছেন, আগামীকাল প্রকাশ করা হবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানটি। যেখানে তামান্নাকে নতুনরূপে আবিষ্কারের সুযোগ পাবেন দর্শক। গানটি অভিনেত্রীর আগের সব গানের রেকর্ড ভেঙে দেবে বলেও ভারতীয় গণমাধ্যমে আশা প্রকাশ করেছেন নির্মাতারা।
এদিকে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে পারফর্ম করার পর তামান্নাকে নতুন চোখে দেখা শুরু করেছেন দর্শক। তাঁর নাচ এতটাই সাড়া ফেলেছে যে নির্মাতারাও শুধু নাচের জন্য অভিনেত্রীকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছেন।
দর্শকও ড্যান্স ডিভা হিসেবে পর্দায় বারবার দেখতে চাইছেন তামান্নাকে। যে কারণে ‘কাভালা’র পর ‘আরনমানাই-৪’ সিনেমার ‘আচাচো’, ‘জয় লাভা কুশা’র ‘সুইং জারা’ এবং ‘স্ত্রী-২’-এর ‘আজ কি রাত’ আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সমালোচনা নিয়ে মুখ খুললেন ভাবনা
ছোটপর্দা থেকে বড়পর্দা—দু’জায়গাতেই নিজের অভিনয়গুণে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দার চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমনি সরব ও স্পষ্টভাষী।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। নিয়মিত ছবি ও ভাবনার টুকরো প্রকাশ করায় অনেক সময় কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী। তবে এবার সেই সমালোচনা নিয়ে খোলামেলা মুখ খুললেন ভাবনা।
আরো পড়ুন:
সিনেমায় জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী
‘বেহুলা দরদী’ রূপে পর্দায় স্নিগ্ধা
এক সাক্ষাৎকারে নিজের অবস্থান জানাতে গিয়ে ভাবনা বলেন, “একজন লুকিয়ে লুকিয়ে লিখছে, যার নামহীন একটা ফেসবুক অ্যাকাউন্ট—না কোনো নাম, না কোনো পরিচয়! এখন সে কোথায় বসে কী লিখছে, তাতে আমার কিছু যায় আসে না।”
তার মতে, ফেক অ্যাকাউন্ট থেকে আসা সমালোচনা বা বিদ্বেষমূলক মন্তব্য কখনো তার মনোযোগ নষ্ট করতে পারে না। ভাবনা বলেন, “যারা নিজেদের মুখ লুকিয়ে কথা বলে, তাদের মতামত আমার কাছে কোনো গুরুত্ব রাখে না।”
অভিনেত্রীর ভাষায়, নিজের কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে পার্থক্য বজায় রাখাই তার মূল নীতি। সমালোচনা বা প্রশংসা—দুটোই তিনি সামলান এক ধরনের ভারসাম্যের সঙ্গে। ভাবনা বলেন, “আমি জানি, আমি কী করছি। কারো ভালো লাগা বা খারাপ লাগা আমার কাজের মান নির্ধারণ করে না। আমি আমার পথেই থাকব, এটাই আমার বিশ্বাস।”
ঢাকা/রাহাত/শান্ত