Samakal:
2025-11-03@19:44:42 GMT

ফের আইটেম গানে তামান্না

Published: 10th, April 2025 GMT

ফের আইটেম গানে তামান্না

আবারও আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এলেন তামান্না ভাটিয়া। এবার তাঁকে দেখা যাবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানে। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা এখন রীতিমতো ভাইরাল। 

তার আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, সোনালি পোশাকে তামান্না ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, চুল বাতাসে উড়েছে, পেছনে দঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। সেই ক্লিপ দেখার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

তাদের এই কৌতূহলের কারণে নির্মাতারা ঘোষণা দিয়েছেন, আগামীকাল প্রকাশ করা হবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানটি। যেখানে তামান্নাকে নতুনরূপে আবিষ্কারের সুযোগ পাবেন দর্শক। গানটি অভিনেত্রীর আগের সব গানের রেকর্ড ভেঙে দেবে বলেও ভারতীয় গণমাধ্যমে আশা প্রকাশ করেছেন নির্মাতারা। 

এদিকে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে পারফর্ম করার পর তামান্নাকে নতুন চোখে দেখা শুরু করেছেন দর্শক। তাঁর নাচ এতটাই সাড়া ফেলেছে যে নির্মাতারাও শুধু নাচের জন্য অভিনেত্রীকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছেন।

দর্শকও ড্যান্স ডিভা হিসেবে পর্দায় বারবার দেখতে চাইছেন তামান্নাকে। যে কারণে ‘কাভালা’র পর ‘আরনমানাই-৪’ সিনেমার ‘আচাচো’, ‘জয় লাভা কুশা’র ‘সুইং জারা’ এবং ‘স্ত্রী-২’-এর ‘আজ কি রাত’ আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শুঁটকিপল্লির ব্যস্ত সময়

২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে

সম্পর্কিত নিবন্ধ