Samakal:
2025-05-01@07:31:15 GMT

ফের আইটেম গানে তামান্না

Published: 10th, April 2025 GMT

ফের আইটেম গানে তামান্না

আবারও আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এলেন তামান্না ভাটিয়া। এবার তাঁকে দেখা যাবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানে। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করা হয়েছে, যা এখন রীতিমতো ভাইরাল। 

তার আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, সোনালি পোশাকে তামান্না ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, চুল বাতাসে উড়েছে, পেছনে দঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। সেই ক্লিপ দেখার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

তাদের এই কৌতূহলের কারণে নির্মাতারা ঘোষণা দিয়েছেন, আগামীকাল প্রকাশ করা হবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানটি। যেখানে তামান্নাকে নতুনরূপে আবিষ্কারের সুযোগ পাবেন দর্শক। গানটি অভিনেত্রীর আগের সব গানের রেকর্ড ভেঙে দেবে বলেও ভারতীয় গণমাধ্যমে আশা প্রকাশ করেছেন নির্মাতারা। 

এদিকে ‘জেলার’ সিনেমায় ‘কাভালা’ গানে পারফর্ম করার পর তামান্নাকে নতুন চোখে দেখা শুরু করেছেন দর্শক। তাঁর নাচ এতটাই সাড়া ফেলেছে যে নির্মাতারাও শুধু নাচের জন্য অভিনেত্রীকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছেন।

দর্শকও ড্যান্স ডিভা হিসেবে পর্দায় বারবার দেখতে চাইছেন তামান্নাকে। যে কারণে ‘কাভালা’র পর ‘আরনমানাই-৪’ সিনেমার ‘আচাচো’, ‘জয় লাভা কুশা’র ‘সুইং জারা’ এবং ‘স্ত্রী-২’-এর ‘আজ কি রাত’ আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৫ তরুণের ৫ সিনেমা চরকিতে

নবীন ও তরুণ নির্মাতাদের উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ভিন্ন ভাবনা ও নির্মাণের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যার পরিপ্রেক্ষিতে চরকিতে মুক্তি পেয়েছে পাঁচ নবীন ও তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো আহসান স্মরণ নির্মিত ‘আকাশে’, আবীর ফেরদৌস মুখর পরিচালিত ‘সুব্রত সেনগুপ্ত’, মাহমুদুল হাসান আদনানের ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’, ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ নির্মাণ করেছেন মাহমুদ হাসান ও ‘শব্দের ভেতর ঘর’–এর নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদ।

বেশ কিছুদিন ধরেই নবীন ও তরুণ নির্মাতাদের জন্য সুযোগ তৈরির পরিকল্পনা করছিল চরকি কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘সাধারণত দেখা যায় তরুণদের বানানো শর্টফিল্মগুলো চলচ্চিত্র উৎসবকেন্দ্রিক হয়ে থাকে বা নির্দিষ্ট কিছু দর্শক–শ্রেণির মধ্যে প্রদর্শন করতে হয়। এরপর সেগুলো আর দেখানোর বা দেখার উপায় থাকে না। সেই সুযোগ তৈরি করতেই চরকির এ উদ্যোগ।’

নির্মাতা আহসান স্মরণ। চরকি

সম্পর্কিত নিবন্ধ