আমরা যদি একটি বর্ধিষ্ণু চারাগাছের লকলকে মাথাটি কেটে দিই তাহলে কী হয়? মূল কাণ্ডটি আর বড় হতে পারে না। তখন চারাগাছটির দেহ থেকে কয়েকটি শাখা বের হয় এবং শাখাগুলো উঁচু হতে থাকে। শিকড়ে যদি পুষ্টি থাকে তাহলে গাছ বড় হবেই। প্রধান কাণ্ড কেটে দিলে শাখাকাণ্ড বড় হবে। এবার যদি ফের আমরা শাখাগুলোর মাথা কেটে দিই তাহলে কী হবে? ওরা কি থেমে যাবে? গাছটি এর পরও বাড়বে, যদি না ওর শিকড় পুষ্টিহীন হয়ে পড়ে। যদি না বার্ধক্যে, অসুখ-বিসুখে গাছটি রুগ্‌ণ হয়ে পড়ে। স্বাভাবিক অবস্থায় সে তখন প্রতিটি শাখা থেকে কিছু নতুন উপশাখা বের করে দিয়ে বড় হতে থাকবে। গাছটি উঁচু হতে পারবে না ঠিকই, কিন্তু চারপাশে ছড়িয়ে পড়বে; পাশাপাশি বাড়তে থাকবে।

বাংলাদেশের রাজনীতির চিত্রও তাই। যদিও ঘুরেফিরে ভোটের মাধ্যমে দুটি রাজনৈতিক দলই ক্ষমতায় আসে, কিন্তু দেশে রাজনৈতিক দলের সংখ্যা অনেক।
এই মুহূর্তে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫৫টি, অনিবন্ধিত আরও বহু দল আছে। ভারত অনেক বড় একটি গণতান্ত্রিক দেশ। সেই দেশেও জাতীয় পর্যায়ের রাজনৈতিক দল আছে মাত্র ৬টি; প্রাদেশিক দল ৫৮টি। 

উন্নত প্রায় সব দেশেই দুটি রাজনৈতিক দল; একটি দল ক্ষমতায় থাকে, অন্যটি বিরোধী দলে। বিলেতে লেবার এবং কনজারভেটিভ পার্টির বাইরে একটি তৃতীয় রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেট দলের আবির্ভাব ঘটেছে। আমেরিকাতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বাইরে তৃতীয় কোনো দল হই হই করেও সেভাবে হয়ে উঠছে না। তাহলে আমাদের ছোট্ট দেশটাতে এত রাজনৈতিক দল কেন?
প্রবাসে একটি প্রবাদ আছে– দু’জন বাঙালি একসঙ্গে হলে তিনটি সংগঠন তৈরি হয়। একটি আমার, একটি তোমার, আর একটি আমাদের। 
প্রশ্ন হচ্ছে, নেতা হতে চাওয়া কি অন্যায়? সমস্যাটা আসলে এখানে অযোগ্যরা নেতা হতে চায়। আবার যোগ্যরাও নেতা হতে পারে না; তাদের মাথা কেটে বনসাই করে রাখা হয়। ফলে তারা ওপরে উঠতে না পেরে শাখা-প্রশাখা বিস্তার করে পাশাপাশি বাড়ে। মানে নতুন দল গঠন করে। 

যোগ্যতা থাকলেই কেউ বাংলাদেশের প্রধান দলগুলোর শীর্ষ নেতা হতে পারেন না। ১৯৬৬ সালে শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন। ১৯৭৫ সালে তিনিই আওয়ামী লীগ বিলুপ্ত করেন। ১৯৮১ সালে তাঁর কন্যা শেখ হাসিনা ভারতের নির্বাসন থেকে ফিরে এসে কোনো অভিজ্ঞতা ছাড়াই শুধু মুজিবকন্যা হওয়ার কারণে দলের সভাপতি হন। ৪৪ বছর ধরে তিনি এই পদ আঁকড়ে ধরে আছেন। 
বিএনপির প্রতিষ্ঠাতা, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর বিধবা স্ত্রী দলের চেয়ারপারসন হন। আজ পর্যন্ত তিনিই এ পদে বহাল আছেন। কারও সাধ্য নেই তাঁর জীবদ্দশায় এই পদে আসীন হওয়ার কথা চিন্তা করতে পারেন। এগুলো যেন রাজতান্ত্রিক পদ। উত্তরাধিকারই এ পদে বসার প্রধান যোগ্যতা। 

যদি একই ব্যক্তি একটি দলের প্রধান থাকেন ৪৪ বছর– সেই দলে গতি আসবে কোত্থেকে? যদি এই ৪৪ বছরে দলটি ১৫-১৬ জন সভাপতি পেত তাহলে ১৫-১৬ জনের বৈচিত্র্যপূর্ণ চিন্তা, মেধা, অভিজ্ঞতায় দলটি সমৃদ্ধ হতো। তাদের কেউ কেউ অতি মেধাবী, দক্ষ, পরিশ্রমী ও সৎ মানুষ হতেন; কেউ কেউ হয়তো অপেক্ষাকৃত কম মেধাবী বা অসৎ হতেন। প্রধানের পদটি সবার জন্য উন্মুক্ত থাকলে একটা প্রতিযোগিতা থাকত। এই প্রতিযোগিতাই সবচেয়ে যোগ্য মানুষকে শীর্ষে নিয়ে আসত; অসৎ ও অদক্ষরা ঝরে পড়ত। দল ভালো নেতৃত্ব পেত এবং সেই দল নির্বাচিত হলে দেশও পেত সেরা নেতৃত্ব।
বড় দুটি রাজনৈতিক দলে যদি এ ধরনের সুস্থ প্রতিযোগিতার ব্যবস্থা থাকে এবং পদ-পদবি এমনভাবে উন্মুক্ত থাকে যে, প্রত্যেকে তাঁর মেধা ও যোগ্যতা অনুযায়ী পদায়িত হবেন, তাহলে দলগুলোয় গতি আসবে। তখন উঁচু হতে হতে দলের প্রধান পদটি কেউ ছুঁয়ে ফেললে তাঁর মাথা কেটে দেওয়া হবে না। ফলে তাঁকে শাখা বিস্তার করে ড.

কামাল হোসেন, কাদের সিদ্দিকী, বদরুদ্দোজা চৌধুরী, অলি আহমদ প্রমুখের মতো ভিন্ন পথ ধরার দরকার হবে না। দেশে এত এত রাজনৈতিক দল তৈরি হবে না।

এই পুরোনো, অকার্যকর রাজনৈতিক বন্দোবস্ত বদলে ফেলার এখনই উপযুক্ত সময়। পারিবারিক বিবেচনায় কেউ যেন দলের প্রধান, অতঃপর দেশের প্রধান হতে না পারেন, সে ব্যবস্থা আইন করেই করতে হবে এবং তা হতে হবে যৌক্তিকভাবে। 

এ জন্য আমাদের শুধু ৩টি কাজ করতে হবে। প্রথমত. কেউ দুই মেয়াদের বেশি সরকারপ্রধান হতে পারবেন না। দ্বিতীয়ত. সরকারপ্রধান দলের প্রধান থাকতে পারবেন না। সরকারপ্রধান আর দলের প্রধান এক ব্যক্তি হলে তিনি একটি দলের প্রধানমন্ত্রী হয়ে যান। দলীয় চিন্তার বাইরে এসে কখনোই দেশের তথা সবার প্রধানমন্ত্রী হতে পারেন না। এ দুটি ব্যবস্থা সংবিধান সংস্কার করে করতে হবে। তৃতীয়ত. যে কাজটি করতে হবে তা হলো প্রতিটি রাজনৈতিক দলকে বাধ্যতামূলক নির্দিষ্ট মেয়াদান্তে নতুন কমিটি করতে হবে এবং কেউ দলের প্রধান হিসেবে দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না। নিবন্ধিত সব রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এ বিধান থাকতে হবে, আর তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। কোনো দল এ নিয়ম না মানলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। 
অন্য কোনো সংস্কার করা না গেলেও এ তিনটি সংস্কার একেবারে অত্যাবশ্যক। আগামী নির্বাচনের আগেই এ তিনটি সংস্কার নিশ্চিত করতে হবে। তাহলেই আমাদের অনাকাঙ্ক্ষিত নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনেকটা নিশ্চিত হবে। 

কাজী জহিরুল ইসলাম: কবি ও জাতিসংঘ কর্মকর্তা

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন ত ন বন ধ দল র স আম দ র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর উপজেলা কমিটি গঠন

বাংলাদেশ বেসরকারি বিদ্যালয় বোর্ড ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (দিদার-অদুদ), নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা কমিটি গঠিত হয়েছে।

কমিটি গঠনের পর নারায়ণগঞ্জ জেলা ও বন্দর উপজেলার নেতৃবৃন্দ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (দিদার-অদুদ) কেন্দ্রীয় মহাসচিব কোটা সংস্কার আন্দোলনের রূপকার ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবদুল অদুদের সাথে মতবিনিময় করেছেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এ এইচ এম শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের নেতৃত্বে সম্প্রতি বন্দর উপজেলা সভাপতি ও কলরব মডেল একাডেমির প্রধান শিক্ষক হাসান কবির, সহ সভাপতি ও সালাহউদ্দিন কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমীন ফারজানা, সহ-সভাপতি ও স্টাডি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের ব্যবস্থাপনা পরিচালক বাবু ছারোয়ার এবং সাধারণ সম্পাদক ও সুলতানা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক  আইরিন সুলতানা এসময় মহাসচিবকে শুভেচ্ছা জানান। মহাসচিবও উত্তরীয় পরিয়ে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করেন।

নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এ এইচ এম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের সঞ্চালনায় এক আলোচনা সভায় মোহাম্মদ আবদুল অদুদ বলেন, অচিরেই আমাদের বোর্ড ও এসোসিয়েশনের অধীনে থাকা সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একই পাঠ্যবই হবে এবং একই সিলেবাসের আলোকে বৃত্তি ও স্কুলের একাডেমিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিগত স্বৈরাচারি সরকার কিন্ডারগার্টেনের সাথে বিমাতাসুলভ আচরণ করেছে। ফলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কী পরিণতি হয়েছে, আপনারা দেখেছেন। আমরা এই সরকারকে বলব, আমাদের সাথে বসে নিবন্ধনের জন্য আরোপিত শর্তগুলো সহজ করে ৬৫ হাজার কিন্ডারগার্টেনকে নিবন্ধনের আওতায় এনে সরকারি কোষাগারে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিন।

নইলে আরোপিত সকল শর্ত মেনে দেশের সিংহভাগ স্কুলই নিবন্ধন করতে পারবে না। তিনি বিদ্যমান অবস্থায় লেখাপড়ার মানোন্নয়নে প্রতিটি কিন্ডারগার্টেনকে ১ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন বরাদ্দ দেয়ার দাবি করেন।

আলোচনা শেষে কমিটির তালিকা হস্তান্তর হয় এবং উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা বিনিময় হয় এবং অক্টোবরে মাসে অভিষেক ও এ মাসের মধ্যেই লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (দিদার-অদুদ), নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি ও প্রাইম কিন্ডারগার্টেনের পরিচালক জনাব মো. সিদ্দিকুর রহমান, বন্দর উপজেলা কমিটির কোষাধ্যক্ষ ও হাজী আলী হোসেন আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক  মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও আল-আরাফাহ ইসলামি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক (প্রধান শিক্ষক) মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁনপুর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য ও কদম রসুল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রিনা আক্তার, নির্বাহী সদস্য ও তাকওয়া মডেল একাডেমির প্রধান শিক্ষক সানজিদা আক্তার, নির্বাহী সদস্য ও এডুকেয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আমেনা আক্তার প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ