দিনাজপুরে পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ থেকে বাসে ঝুলে নাটক করতে আসা অভিনেতার একাল–সেকাল

ছবিটি ৩০ বছর আগের, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা। বয়সে একেবারেই তরুণ, সেই ছবিটি নাটক ও সিনেমা–সংশ্লিষ্ট সব গ্রুপে ভাগাভাগি করেছেন ভক্তরা। ছবিটির ফেসবুক রিঅ্যাকশন দেখেও এই অভিনেতা অবাক। সেই ছবিটি ঘিরে নেটিজেনরা অনেকে প্রশংসা করলেও কেউ কেউ অভিমানে বিরূপ মন্তব্য করেছেন। ভক্তদের প্রশংসা ও বিরূপ মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান। ছবিটি ঘিরে দর্শকেরা কেন অতীত প্রসঙ্গ টানছেন?

পুরোনো স্মৃতি হিসেবে ছবিটি পোস্ট করেছেন আ খ ম হাসান। আর সেই ছবি ঘিরে দর্শকেরা এই অভিনেতার ক্যারিয়ারের শুরুর দিকের নাটক নিয়ে কথা বলছেন। অতীতের সেসব নাটকের গল্প, অভিনয় এখনো যেন দর্শকদের প্রাণ জুড়ায়। কিন্তু সেই অভিনেতাকে এখন আগের মতো পর্দায় পাওয়া কষ্ট।

ইমরান হোসাইন নামের এক ভক্ত লিখেছেন, ‘আপনাদের দেখলে আমরা শিখি, আমরা গর্বিত হই। কারণ, অশ্লীল বা নোংরামি না করেও কীভাবে একটা নাটককে ফুটিয়ে তোলা যায়, মনোমুগ্ধকর পরিবেশে অসাধারণ অভিনয় দিয়ে আমাদের উপহার দিয়েছেন আনন্দ। মজার বিষয় হলো, আপনার পুরোনো নাটকগুলো এখনো সার্চ দিয়ে দেখি। সেই আনন্দ পাই।’

অভিনেতা আ খ ম হাসান

সম্পর্কিত নিবন্ধ