‘ক্লাস নাইনে থাকতে বাবা বিয়া দিল, এখন আমি মা’
Published: 16th, April 2025 GMT
‘ক্লাস নাইনে থাকতে বাবা বিয়া দিল, এখন আমি মা! ইচ্ছা ছিল চাকরি করব। এখন এসব ইচ্ছে জাগে না। ছেলেকে হাফেজ বানাব, এটাই স্বপ্ন। গ্রামে বাল্যবিয়ে নিয়ে মানুষকে বোঝাব, এটাই এখন আমার ইচ্ছা।’ ক্লিনিকের বিছানায় শুয়ে সদ্য মা হওয়া শাহিনা বেগম কথাগুলো বলছিলেন।
২০২৩ সালের মার্চে বাল্যবিয়ের শিকার হন শাহিনা। বাবা পোশাক কারখানায় চাকরি করার সময় গার্মেন্টস কর্মী শাহিন আলমের সঙ্গে পরিচয়ের সূত্রে ১৬ বছর বয়সে বিয়ে হয় তাঁর। বর্তমানে ২০ বছর বয়সী শাহিন পোশাক কারখানায় কাজ করেন। ১৪ এপ্রিল প্রসব ব্যথা শুরু হয় শাহিনার। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের জয়দেবভাট গ্রাম থেকে হাসপাতালে আসতে দেড় ঘণ্টা সময় চলে যায়। এত রাতে কোনো যানবাহন না পেয়ে পাশের গ্রামের এক ইজিবাইক ম্যানেজ করে আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুড়িগ্রাম জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে এসে পৌঁছান। তখন ঘড়ির কাঁটায় ভোর ৫টা বেজে ২০ মিনিট। সকাল ৬টা ৫ মিনিটে ছেলেসন্তান জন্ম দেন শাহিনা বেগম। এটি তাঁর প্রথম সন্তান।
আনন্দের খবরে মোবাইলে সন্তানকে আজান শোনান শাহিনার দাদা রিপন ইসলাম। এরপর শিশুর নামকরণ করেন নানি মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম বলেন, ‘গ্রামত ধাত্রী বাচ্চার হওয়ার সময় দিছিল ১৫ দিন, বলছিল ডাক্তার দেখাবার, বাড়িত পুরুষ মানুষ নাই, হামরা বাড়িত যত্নে রাখছিলাম। কিন্তু আল্লাহর ইচ্ছায় একদিন আগে বছরের পহেলা দিনে হামার নাতি হইল হলো। হামরা ভীষণ খুশি। পহেলা বৈশাখে যে বাচ্চাটা হবে আমরা তো ভাবি নাই, ভাবছি বাড়িতে হবে দিন অনুযায়ী।’
নবজাতকের বাবা শাহিন আলম বলেন, ‘পহেলা বৈশাখ বাচ্চাটা হওয়াতে হাসপাতালের সবাই খুশি। তারা নববর্ষ উপলক্ষে আমাদের শুভেচ্ছা জানাইছে। বাড়ি শহর থেকে অনেক দূরে হওয়ায় আমরা মাঝেমধ্যে ফোনে খোঁজখবর জানাতাম। আমার স্ত্রী গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য আপাদের কাছ থেকে নিয়মিত পরামর্শ নিতেন। বর্তমানে বাচ্চা ও আমার স্ত্রী সুস্থ থাকায় আমি বেশ খুশি।’
শিশুটির দাদি ময়েজান বেগম বলেন, ‘গ্রামের নানান মানুষের নানা কথা, বেটার বউয়ের কম বয়স, বাচ্চা সমস্যা হবে। চুল ছাড়ি না দেবে, রাইতত না বেড়াবে– নানা কথা। আমরা তাও সবার কথা শুনি বউয়ের যত্ন নিছি। তামার এলাকাত সাধ ভক্ষণের চল (রীতি) নাই। তাই আলাদা করি এটা করি নাই। ভালো-মন্দ প্রতিদিন খাওয়াইছি, নিয়ম-কানুন বলি দিছি সেভাবে মানছে।’
তিনি আরও বলেন, ‘বাচ্চা হওয়ার পর আমি প্রথম কোলে নিছি। নার্সরা নববষের্র শুভেচ্ছা দিয়ে আমার কোলে দিছে নাতিক। তারপর বাজার থাকি সাদা-কালো রঙের প্রথম জামা কিনে আনি পরাইছি। বউমার ইচ্ছা নাতিক হাফেজ বানাবে। মানুষক আল্লাহর পথে আনবে আর হামার গ্রামের নানা প্রথা-কুসংস্কার নিয়ে মানুষকে বোঝাবে।’
মা শাহিনা বেগম বলেন, ‘হাসপাতাল থেকে পহেলা বৈশাখের অনুষ্ঠান কত দূরে আমি সঠিক জানি না। সকালে কোনো অনুষ্ঠান বা গানের আওয়াজ পাইনি। ওভাবে খেয়াল করা হয়নি। ক্লিনিক থেকেও কিছু বলেনি। তবে পহেলা বৈশাখে বাচ্চাটা হওয়ায় আমি খুব খুশি। আমার ভীষণ ভয় ছিল, কিন্তু এখন সে ভয় কেটেছে।’
তিনি আরও বলেন, ‘মার ইচ্ছা ছিল পড়ালেখা করব। সেটা হয়নি, আমি আমার ছেলেকে পড়ালেখা করে হাফেজ বানাতে চাই। আমি দেখছি সবাই হাফেজদের কথা শোনে। গ্রামের নানা প্রথা, কুসংস্কার দূর করা দরকার, তাই হাফেজ বানাব।’
শিশু-কিশোর ও নবজাতক বিশেষজ্ঞ ডা.
সমকাল সুহৃদ সমাবেশের সদস্য খাদিজা আক্তার পাখি বলেন, ‘পহেলা বৈশাখের দিন আমরা কয়েকজন সদস্য জেলা প্রতিনিধিকে সঙ্গে নিয়ে আনন্দ র্যালিতে না গিয়ে টিম ভাগ হয়ে সকালে জেলা শহরের সব হাসপাতাল ও ক্লিনিকে শিশুর খোঁজ নিতে গিয়ে শিশু না পেয়ে যখন হতাশ হলাম, তখনই আমরা এই ক্লিনিকের একজনের কাছ থেকে খবর পেয়ে দ্রুত পৌঁছালাম। আমরা উপজেলা শহরেও খোঁজ নিয়ে বাচ্চার খোঁজ পাইনি। জেলার প্রথম বাচ্চার খবর পেয়ে আমরা সত্যি আনন্দিত। আমরা তাদের পাশে থাকতে পেরেছি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: র প রথম
এছাড়াও পড়ুন:
বাণিজ্যবিরোধ: ভারত কেন ট্রাম্পের নিশানায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ভারতের বাণিজ্যনীতির তীব্র সমালোচনা করেছেন। ভারতীয় পণ্যের ওপর হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির প্রস্তুতি নেওয়ার পর থেকেই এ আক্রমণের মাত্রা বেড়েছে।
ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসন আজ শুক্রবার (১ আগস্ট) থেকে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করছে এবং এর পাশাপাশি অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প যখন বিশ্বের বহু দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছিলেন, তখনই ভারতকে উদ্দেশ করে তাঁর এমন কঠোর অবস্থান সামনে উঠে আসে।
হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
‘ভারতের শুল্ক বিশ্বে অন্যতম সর্বোচ্চ’, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেন ট্রাম্প। জবাবে ভারত সরকার জানিয়েছে, তারা ট্রাম্পের বক্তব্য ‘লক্ষ্য করেছে’ এবং এর ‘প্রভাব মূল্যায়ন’ করবে।
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যবিরোধ: পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে
আজ থেকে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের ধার্য করা ২৫ শতাংশ পাল্টা শুল্ক গত ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঘোষিত সম্ভাব্য শুল্ক থেকে মাত্র ১ শতাংশ কম।
এ হার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশ শুল্কের চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত ৩০ শতাংশ শুল্কের চেয়ে কিছুটা কম।
হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।এ শুল্ক ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা আরও জটিল করে তুলতে পারে। একাধিক দফা আলোচনার মধ্য দিয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের ১২তম বৃহৎ বাণিজ্য অংশীদার ভারত। সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে উৎপাদন সরিয়ে নেওয়া অনেক কোম্পানির নতুন গন্তব্য হয়েছে দেশটি। মে মাসে অ্যাপলের সিইও টিম কুক জানান, যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোন এখন ভারতে উৎপাদিত হচ্ছে; যাতে উচ্চ শুল্ক এড়ানো যায়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ওটিআর) তথ্যমতে, গত বছর ভারত-যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যের মোট পরিমাণ ছিল প্রায় ১২৯ বিলিয়ন (১২ হাজার ৯০০ কোটি) ডলার। ভারতের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পোশাক, রাসায়নিক, যন্ত্রপাতি ও কৃষিপণ্য।
ট্রাম্প কেন ভারতকে নিশানা করছেন
সম্প্রতি ট্রাম্প একাধিকবার বিভিন্ন পণ্যের ওপর ভারতের ‘অতি উচ্চ’ শুল্ক আরোপের সমালোচনা করেছেন। এর মধ্যে কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যও রয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘বছরের পর বছর আমরা ভারতের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ, তাদের শুল্ক অত্যন্ত বেশি।’
এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টদেশীয় শিল্পকে রক্ষা করতে ভারত কিছু পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করেছে।
ওটিআরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে পণ্যবাণিজ্যে প্রায় ৪৫ বিলিয়ন (৪ হাজার ৫০০ কোটি) ডলারের ঘাটতি দেখেছে। এটি আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বেশি। তুলনামূলকভাবে গত বছর যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে প্রায় ২৯৫ বিলিয়ন (২৯ হাজার ৫০০ কোটি) ডলারের বাণিজ্যঘাটতিতে ছিল।
আরও পড়ুনভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা, ইরানের পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ৩১ জুলাই ২০২৫ট্রাম্প আরও ক্ষুব্ধ যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ তেল কেনা অব্যাহত রেখেছে।
‘এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা’, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ট্রাম্প।
ভারতের প্রতিক্রিয়া
এ সপ্তাহে প্রকাশিত এক বিবৃতিতে ভারত সরকার ট্রাম্পের ওই বক্তব্যে তুলনামূলকভাবে মৃদু, তবে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে।
ভারতের ওপর ধার্য করা শুল্কহার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশের চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত ৩০ শতাংশের চেয়ে কিছুটা কম।বুধবার দেওয়া এ বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’
আগস্টের শেষ দিকে দুই দেশের মধ্যে আরেক দফা বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুনভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য আলাদা ‘দণ্ড’৩০ জুলাই ২০২৫আরও পড়ুনট্রাম্পের ২৫ শতাংশ শুল্কে ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কী বলছেন অর্থনীতিবিদেরা১৪ ঘণ্টা আগে