কেউ মাসের সব দিনই অনুপস্থিত। কেউ মাসে দু-চার দিন অফিসে পা রাখলেও আসছেন দেরিতে। রাজনৈতিক পালাবদলের পর এই ধারা চললেও মাস ফুরালে সময়মতো পাচ্ছেন বেতন। তারা সবাই ঢাকা ওয়াসার বিএনপিপন্থি শ্রমিক ইউনিয়নের নেতা।

যেটুকু সময় ওয়াসার কার্যালয়ে তাদের দেখা যায়, সে সময়টা দলীয় কার্যক্রম বা বদলি-নিয়োগ তদবিরেই ব্যস্ত থাকেন। তাদের দাপট এতটাই বেশি, কেউ কিছু বলার সাহস দেখান না। শাস্তিমূলক ব্যবস্থার বদলে উল্টো তাদের বাড়তি আবদার মেনে নিতে বাধ্য হচ্ছে ওয়াসা কর্তৃপক্ষ।

কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, অফিস ফাঁকি ঠেকাতে ২০১৮ সালে ওয়াসার সে সময়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান প্রধান কার্যালয়সহ প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালু করেন। তখন থেকেই কর্মকর্তা­-কর্মচারীরা বায়োমেট্রিক যন্ত্রে হাতের আঙুল চেপে বা মুখ দেখিয়ে কার্যালয়ে উপস্থিতি জানান দিতেন। আগের ওয়াসা প্রশাসনও হাজিরার ব্যাপারে বেশ শক্ত অবস্থানে ছিল। তখন ওয়াসায় সিবিএ (কালেক্টিভ বার্গেনিং অথরিটি) নেতাদের দৌরাত্ম্য বাড়তে দেননি তাকসিম। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপিপন্থি সিবিএ নেতারা রাতারাতি সক্রিয় হয়ে ওঠেন। দাপট দেখিয়ে ওয়াসা ভবনের চারতলায় দুই হাজার বর্গফুটের একটি কার্যালয়ও বরাদ্দ নেন তারা। এতে সিবিএ নেতাদের প্রভাব আরও বেড়ে যায়।

সিবিএর শীর্ষ তিন নেতার হাজিরার তথ্য সংগ্রহ করে দেখা যায়, কর্মস্থলে সবচেয়ে বেশি অনুপস্থিত থাকছেন সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী। তিনি গত ১ সেপ্টেম্বর থেকে ২৭ মার্চ পর্যন্ত আট মাসে মাত্র চার দিন কর্মস্থলে উপস্থিত ছিলেন। ওই চার দিনও তিনি নির্ধারিত সময়ের পর কর্মস্থলে হাজির হন। হাজিরা তথ্য বিবরণীতে ওই চার দিন সম্পর্কে লেখা ‘লেট ডে’। মনির পাম্প অপারেটর হিসেবে কর্মরত। তাঁর কর্মস্থল মডস জোন-৬ (শাহবাগ-মতিঝিল-খিলগাঁও এলাকা)।  

মনিরের হাজিরা বিবরণীতে দেখা গেছে, গত সেপ্টেম্বরে তাঁর কর্মদিবস ছিল ২১ দিন। আট দিন ছিল সাপ্তাহিক ছুটি, আরেক দিন ছিল ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি। ওই মাসের প্রতিদিনই তিনি ছিলেন অনুপস্থিত। একইভাবে গত অক্টোবরের ২১ কর্মদিবসের প্রতিদিনই তিনি অনুপস্থিত থেকেছেন। দু’দিন দুর্গাপূজা আর আট দিন ছিল সাপ্তাহিক ছুটি। একইভাবে নভেম্বরের ২০ কর্মদিবসের ২০ দিন ও ডিসেম্বরের ২১ কর্মদিবসের মধ্যে ২১ দিন, জানুয়ারির ২২ দিন, ফেব্রুয়ারির ২০ কর্মদিবসই ছিলেন অনুপস্থিত। আর গত মার্চের ১৯ কর্মদিবসের মধ্যে ১৫ দিন ছিলেন অনুপস্থিত। ওই মাসে মাত্র চার দিন তিনি অফিসে গেছেন, তাও দেরিতে। 

একইভাবে সিবিএর সভাপতি আজিজুল আলম খান গত আট মাসে অফিস করেছেন মাত্র ১১ দিন। গত সেপ্টেম্বরে ২১ কর্মদিবসের মধ্যে ১৪ দিনই অফিসে ছিলেন অনুপস্থিত। বাকি সাত দিন অফিসে যান দেরিতে। অক্টোবরে ২১ কর্মদিবসের মধ্যে ১৭ দিন ছিলেন অনুপস্থিত। বাকি চার দিন অফিসে গেছেন দেরিতে। আবার নভেম্বরে ২০ কর্মদিবসের মধ্যে প্রতিদিনই ছিলেন অনুপস্থিত। একইভাবে ডিসেম্বরের ২১ কর্মদিবসের মধ্যে ২১ দিন, জানুয়ারির ২২ কর্মদিবসের মধ্যে ২২ দিন, ফেব্রুয়ারির ২০ কর্মদিবসের মধ্যে ২০ দিন এবং মার্চের ১৯ কর্মদিবসের মধ্যে ১৯ দিনই ছিলেন অনুপস্থিত। তিনি ওয়াসার রাজস্ব পরিদর্শক। 

সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান গত আট মাসে কর্মস্থলে উপস্থিত হয়েছেন মাত্র পাঁচ দিন। তিনিও প্রতিদিন কর্মস্থলে যান দেরিতে। তাঁর প্রায় সাড়ে তিন ঘণ্টা ওভারটাইমও আছে। এই ওভারটাইমের টাকাও তিনি পেয়েছেন। তিনি সেপ্টেম্বরের ২১ কর্মদিবসের মধ্যে ১৬ দিন ছিলেন অনুপস্থিত। ৫ দিন দেরিতে অফিসে গেছেন। ৩ ঘণ্টা ২৮ মিনিট ওভারটাইম করেছেন। ওই মাসে তাঁর মোট কর্মঘণ্টা ছিল ৯ ঘণ্টা ৫৯ মিনিট। আর গত মার্চে তিনি ১৯ কর্মদিবসের সব দিনই ছিলেন অনুপস্থিত। তাঁর পদবি অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি। তাঁর কর্মস্থল মডস জোন-২ (পুরান ঢাকা)। প্রায় একই রকম হাজিরার  হাল জোন-২-এর রাজস্ব পরিদর্শক বজলুল করিম, উচ্চমান সহকারী মাহবুবুর রহমান ও মো.

সেলিমের ক্ষেত্রেও। 

এ ব্যাপারে ঢাকা ওয়াসার সিবিএর সভাপতি আজিজুল আলম খান সমকালকে বলেন, ‘কিছু বায়োমেট্রিক মেশিন বিকল। অনেকের হাজিরা বায়োমেট্রিক মেশিন নেয় না। তারা হাজিরা খাতায় সই করেন। আমি নিজেও হাজিরা খাতায় সই করি। হয়তো অসুস্থতাজনিত করণে দু-একদিন অফিসে যেতে একটু দেরি হতে পারে।’

ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমান বলেন, ‘খোঁজ নিয়ে দেখব, এ রকম ঘটনা ঘটছে কিনা। কেউ এ রকম করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: স প ট ম বর দ ন অফ স একইভ ব স ব এর ম বর র

এছাড়াও পড়ুন:

সংশয়বাদীদের মুখে কুলুপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক ক্ষেত্রে একজন নিঃসঙ্গ পথিক। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত নীতির একজন স্ব-স্বীকৃত অনুশীলনকারী। মোদির এই নীতি হলো– আমাদের এ যুগ যুদ্ধের নয়; এখানে ‘যুদ্ধের অনুকূল পরিস্থিতি’ যতই থাকুক। ট্রাম্প নিজের ব্যাপারে একটি উচ্চ মানদণ্ড স্থাপন করেছেন। দেশে যুদ্ধবাদীদের আক্রমণের জন্য নিজেকে উন্মুক্ত রাখেন, যদিও তিনি একজন কট্টর জাতীয়তাবাদী; নির্বিচারে মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দেন। 

গত বছরের ১৪ জুন মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর ঐতিহাসিক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অতিশয় উচ্চাকাঙ্ক্ষী এক পরিকল্পনা পেশ করেছিলেন, সেখান থেকে তিনি পিছু হটেছেন। তার পুরো কৃতিত্ব ছিল ট্রাম্পের। ওই সময় পুতিন ইউক্রেনের সঙ্গে সংলাপ শুরু করার জন্য কিছু অসম্ভব শর্ত উত্থাপন করেছিলেন, যার মধ্যে আশ্চর্যজনক হলেও তাদের নিজ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়া ওব্লাস্টে থাকা অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের তৎক্ষণাৎ প্রত্যাহার করা অন্তর্ভুক্ত ছিল!
অবশ্য পুতিন একজন বাস্তববাদী। কিন্তু যদি তিনি ছাড় দিতে সাহসী বোধ করেন, তা তিনি করেছেন ট্রাম্প যে বুদ্ধিদীপ্ত শক্তি প্রয়োগ করেছেন তা দেখে। ট্রাম্প জেলেনস্কির একগুঁয়ে অবস্থানকে দুর্বল করে দিয়েছেন; ক্রিমিয়া রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ– তা স্বীকার করে নিয়ে জেলেনস্কির সামনে বিষের পাত্র ধরে রেখেছেন!

অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে ইউক্রেনে সেনা মোতায়েনে ‘আগ্রহীদের জোট’ তৈরিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর অবাস্তব পরিকল্পনা ট্রাম্প ভেস্তে দিয়েছেন। রাজনৈতিকভাবে ট্রাম্প ইউক্রেনে নিজের শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইউরোপের প্রতিরোধ এক ধাক্কায় চূর্ণ করে দিয়েছেন এবং সে ক্ষেত্রে মার্কিন নেতৃত্ব জোরদার করেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রাম্প জেলেনস্কি এবং তাঁর ইউরোপীয় সমর্থকদের আসন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার হুমকি নিয়ে শান্তি আলোচনার পথে যুক্ত হওয়া অথবা রাশিয়ার সঙ্গে তাঁর দেশের সংযুক্তিতে আমন্ত্রণ জানানো– এ দুটির মধ্যে একটি বেছে নিতে বলেন। এই পুরো উদ্যোগে পেন্টাগন থেকে একটিও গুলি ছোড়া হয়নি।

একইভাবে যুক্তরাষ্ট্র ও চীন আলোচনায় যুক্ত হওয়ার দিকে ধাবিত হচ্ছে। বিরোধাত্মক বিষয় হলো, শুল্ক নিয়ে নাটকীয় অচলাবস্থা উভয় পক্ষকে গভীর অতল গহ্বরে উঁকি দিতে এবং উপলব্ধি করতে সাহায্য করেছে। অর্থাৎ তারা যা দেখছেন, তা তাদের পছন্দ নয়। ট্রাম্প স্বীকার করেছেন, উচ্চ শুল্ক উভয় পক্ষের জন্য সুবিধাজনক নয়। তিনি আত্মবিশ্বাস দেখিয়েছেন– ভবিষ্যতে একটি ভারসাম্যপূর্ণ চুক্তির সম্ভাবনা রয়েছে। এদিকে উল্লেখযোগ্যভাবে ট্রাম্প ওভাল অফিসে ফিরে আসার পর তাইওয়ানের আশপাশের জলসীমায় ‘নৌ চলাচলের স্বাধীনতা’র পক্ষে কোনো যুদ্ধবাজ মহড়া মার্কিন নৌবাহিনী দেখায়নি। 
ইউক্রেন, ইরান ও চীন– এই তিন ক্ষেত্রেই ট্রাম্প মার্কিন অর্থনীতির জন্য ব্যবসায়িক সুযোগ তৈরির চেষ্টা করছেন। প্রকৃতপক্ষে রাশিয়া ও ইরান ইতোমধ্যে সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের কাছে তাদের আগ্রহ ও অন্যান্য বিষয় খুলে বলেছে। তারা জানিয়েছে, যদি শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠে, তাহলেই তারা দেশটির সঙ্গে পারস্পরিকভাবে উপকারী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। প্রকৃতপক্ষে পরিস্থিতি শান্ত হলে চীনও পিছিয়ে থাকতে পারবে না।

পুতিন যদি ট্রাম্পের মধ্যস্থতার যৌক্তিকতা দেখতে পান, তাহলে মোদি কি অনেক পিছিয়ে থাকতে পারেন? একুশ শতকে একতরফাভাবে সমাধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা অবাস্তব। বিপরীতে যদি ‘একাকী পরাশক্তি’ এবং একটি প্রাচীন ‘সভ্যতা শক্তি’ ওমানের মতো একটি ছোট দেশের মধ্যস্থতা গ্রহণের জন্য নম্রতা দেখাতে পারে, তবে এটি শুধু তাদের আত্মবিশ্বাস ও অগ্রাধিকারভিত্তিক তালিকা তুলে ধরে।
ইউক্রেন ও ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে দরকষাকষি মোদির ভবিষ্যদ্বাণীর সঠিকতার সাক্ষ্য দেয়– আমাদের এই কাল যুদ্ধের নয়। একইভাবে এর স্বাভাবিক পরিণতি হলো, একুশ শতকে উদীয়মান বিশ্বব্যবস্থায় জাতিরাষ্ট্রগুলো একতরফাভাবে সমাধান বলে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না।

এম. কে. ভদ্রকুমার: ভারতের সাবেক কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক; ইন্ডিয়ান পাঞ্চলাইন
থেকে সংক্ষেপিত ভাষান্তর
ইফতেখারুল ইসলাম
 

সম্পর্কিত নিবন্ধ

  • সংশয়বাদীদের মুখে কুলুপ