কেউ মাসের সব দিনই অনুপস্থিত। কেউ মাসে দু-চার দিন অফিসে পা রাখলেও আসছেন দেরিতে। রাজনৈতিক পালাবদলের পর এই ধারা চললেও মাস ফুরালে সময়মতো পাচ্ছেন বেতন। তারা সবাই ঢাকা ওয়াসার বিএনপিপন্থি শ্রমিক ইউনিয়নের নেতা।

যেটুকু সময় ওয়াসার কার্যালয়ে তাদের দেখা যায়, সে সময়টা দলীয় কার্যক্রম বা বদলি-নিয়োগ তদবিরেই ব্যস্ত থাকেন। তাদের দাপট এতটাই বেশি, কেউ কিছু বলার সাহস দেখান না। শাস্তিমূলক ব্যবস্থার বদলে উল্টো তাদের বাড়তি আবদার মেনে নিতে বাধ্য হচ্ছে ওয়াসা কর্তৃপক্ষ।

কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, অফিস ফাঁকি ঠেকাতে ২০১৮ সালে ওয়াসার সে সময়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান প্রধান কার্যালয়সহ প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালু করেন। তখন থেকেই কর্মকর্তা­-কর্মচারীরা বায়োমেট্রিক যন্ত্রে হাতের আঙুল চেপে বা মুখ দেখিয়ে কার্যালয়ে উপস্থিতি জানান দিতেন। আগের ওয়াসা প্রশাসনও হাজিরার ব্যাপারে বেশ শক্ত অবস্থানে ছিল। তখন ওয়াসায় সিবিএ (কালেক্টিভ বার্গেনিং অথরিটি) নেতাদের দৌরাত্ম্য বাড়তে দেননি তাকসিম। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপিপন্থি সিবিএ নেতারা রাতারাতি সক্রিয় হয়ে ওঠেন। দাপট দেখিয়ে ওয়াসা ভবনের চারতলায় দুই হাজার বর্গফুটের একটি কার্যালয়ও বরাদ্দ নেন তারা। এতে সিবিএ নেতাদের প্রভাব আরও বেড়ে যায়।

সিবিএর শীর্ষ তিন নেতার হাজিরার তথ্য সংগ্রহ করে দেখা যায়, কর্মস্থলে সবচেয়ে বেশি অনুপস্থিত থাকছেন সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী। তিনি গত ১ সেপ্টেম্বর থেকে ২৭ মার্চ পর্যন্ত আট মাসে মাত্র চার দিন কর্মস্থলে উপস্থিত ছিলেন। ওই চার দিনও তিনি নির্ধারিত সময়ের পর কর্মস্থলে হাজির হন। হাজিরা তথ্য বিবরণীতে ওই চার দিন সম্পর্কে লেখা ‘লেট ডে’। মনির পাম্প অপারেটর হিসেবে কর্মরত। তাঁর কর্মস্থল মডস জোন-৬ (শাহবাগ-মতিঝিল-খিলগাঁও এলাকা)।  

মনিরের হাজিরা বিবরণীতে দেখা গেছে, গত সেপ্টেম্বরে তাঁর কর্মদিবস ছিল ২১ দিন। আট দিন ছিল সাপ্তাহিক ছুটি, আরেক দিন ছিল ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি। ওই মাসের প্রতিদিনই তিনি ছিলেন অনুপস্থিত। একইভাবে গত অক্টোবরের ২১ কর্মদিবসের প্রতিদিনই তিনি অনুপস্থিত থেকেছেন। দু’দিন দুর্গাপূজা আর আট দিন ছিল সাপ্তাহিক ছুটি। একইভাবে নভেম্বরের ২০ কর্মদিবসের ২০ দিন ও ডিসেম্বরের ২১ কর্মদিবসের মধ্যে ২১ দিন, জানুয়ারির ২২ দিন, ফেব্রুয়ারির ২০ কর্মদিবসই ছিলেন অনুপস্থিত। আর গত মার্চের ১৯ কর্মদিবসের মধ্যে ১৫ দিন ছিলেন অনুপস্থিত। ওই মাসে মাত্র চার দিন তিনি অফিসে গেছেন, তাও দেরিতে। 

একইভাবে সিবিএর সভাপতি আজিজুল আলম খান গত আট মাসে অফিস করেছেন মাত্র ১১ দিন। গত সেপ্টেম্বরে ২১ কর্মদিবসের মধ্যে ১৪ দিনই অফিসে ছিলেন অনুপস্থিত। বাকি সাত দিন অফিসে যান দেরিতে। অক্টোবরে ২১ কর্মদিবসের মধ্যে ১৭ দিন ছিলেন অনুপস্থিত। বাকি চার দিন অফিসে গেছেন দেরিতে। আবার নভেম্বরে ২০ কর্মদিবসের মধ্যে প্রতিদিনই ছিলেন অনুপস্থিত। একইভাবে ডিসেম্বরের ২১ কর্মদিবসের মধ্যে ২১ দিন, জানুয়ারির ২২ কর্মদিবসের মধ্যে ২২ দিন, ফেব্রুয়ারির ২০ কর্মদিবসের মধ্যে ২০ দিন এবং মার্চের ১৯ কর্মদিবসের মধ্যে ১৯ দিনই ছিলেন অনুপস্থিত। তিনি ওয়াসার রাজস্ব পরিদর্শক। 

সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান গত আট মাসে কর্মস্থলে উপস্থিত হয়েছেন মাত্র পাঁচ দিন। তিনিও প্রতিদিন কর্মস্থলে যান দেরিতে। তাঁর প্রায় সাড়ে তিন ঘণ্টা ওভারটাইমও আছে। এই ওভারটাইমের টাকাও তিনি পেয়েছেন। তিনি সেপ্টেম্বরের ২১ কর্মদিবসের মধ্যে ১৬ দিন ছিলেন অনুপস্থিত। ৫ দিন দেরিতে অফিসে গেছেন। ৩ ঘণ্টা ২৮ মিনিট ওভারটাইম করেছেন। ওই মাসে তাঁর মোট কর্মঘণ্টা ছিল ৯ ঘণ্টা ৫৯ মিনিট। আর গত মার্চে তিনি ১৯ কর্মদিবসের সব দিনই ছিলেন অনুপস্থিত। তাঁর পদবি অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি। তাঁর কর্মস্থল মডস জোন-২ (পুরান ঢাকা)। প্রায় একই রকম হাজিরার  হাল জোন-২-এর রাজস্ব পরিদর্শক বজলুল করিম, উচ্চমান সহকারী মাহবুবুর রহমান ও মো.

সেলিমের ক্ষেত্রেও। 

এ ব্যাপারে ঢাকা ওয়াসার সিবিএর সভাপতি আজিজুল আলম খান সমকালকে বলেন, ‘কিছু বায়োমেট্রিক মেশিন বিকল। অনেকের হাজিরা বায়োমেট্রিক মেশিন নেয় না। তারা হাজিরা খাতায় সই করেন। আমি নিজেও হাজিরা খাতায় সই করি। হয়তো অসুস্থতাজনিত করণে দু-একদিন অফিসে যেতে একটু দেরি হতে পারে।’

ঢাকা ওয়াসার এমডি ফজলুর রহমান বলেন, ‘খোঁজ নিয়ে দেখব, এ রকম ঘটনা ঘটছে কিনা। কেউ এ রকম করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: স প ট ম বর দ ন অফ স একইভ ব স ব এর ম বর র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ