Samakal:
2025-09-18@06:54:11 GMT

সর্বাগ্রে কৃষকের স্বার্থ

Published: 24th, April 2025 GMT

সর্বাগ্রে কৃষকের স্বার্থ

বৃহস্পতিবার হইতে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযানের সূচনা হইলেও মূল্যের কারণে লক্ষ্যমাত্রা কতখানি পূরণ হইবে, উহা লইয়া শঙ্কার উদ্ভব হইয়াছে। একই দিবসে সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ধানের সরকারি মূল্যে কৃষকের শঙ্কা কাটিতেছে না। প্রায় প্রতি বৎসর এই প্রকার সংকট আমরা প্রত্যক্ষ করিতেছি। যাহার ফলে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া এবং বাজারেও সরকার হস্তক্ষেপ করিবার সক্ষমতা অর্জন করিতে পারে না। ইহাতে দীর্ঘ কালব্যাপী চাউলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। সমকালের অপর প্রতিবেদন অনুযায়ী, চাউলের মূল্য যতটুকু হ্রাস পায়, বৃদ্ধি পায় তাহার অধিক। তজ্জন্যই লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান-চাউল সংগ্রহ করা গুরুত্বপূর্ণ।

সরকার এই বৎসর ধান-চাউলের মূল্য গত বৎসর অপেক্ষা কেজিপ্রতি চার টাকা বৃদ্ধি করিয়াছে বটে, বাস্তবতার আলোকে উহা যথার্থ কিনা– সেই প্রশ্ন সমুপস্থিত। সরকার যদিও বলিতেছে, অতিরিক্ত মূল্যে কৃষক লাভবান হইবেন। অবশ্য সরকারি গুদামে ধান প্রদানের ক্ষেত্রে মূল্যই প্রধান প্রতিবন্ধক নহে। বিবিধ শর্তের কারণেও প্রান্তিক চাষি সরকারি গুদামে ধান দিতে পারেন না। আর্দ্রতা পরীক্ষা, ব্যাংক হিসাব খোলা, গুদামে ধান পরিবহনসহ বিবিধ বিড়ম্বনায় কৃষক মহাজনের নিকটই ধান বিক্রয়ে অগ্রাধিকার দিয়া থাকেন। ইহাতে কৃষক ক্ষতিগ্রস্ত হন, অপরদিকে সরকারও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করিতে পারে না।

আমরা জানি, সরকারের সংগ্রহ নীতিমালা অনুযায়ী গুদামে সর্বক্ষণ নির্দিষ্ট পরিমাণ ধান-চাউল মজুত থাকিবার লক্ষ্য হইলেও বাস্তবে তাহা পূরণ হয় না বলিলেই চলে। এমনকি সরকার আমদানির মাধ্যমে সেই ঘাটতি পূরণের চেষ্টা করিলেও তাহা সম্ভব হয় না। এহেন পরিস্থিতি চাউলের বাজারে অস্থিরতা বৃদ্ধির শঙ্কা তৈয়ার করে। আমরা সরকারের আমদানি প্রচেষ্টাকে সাধুবাদ জানাইলেও দেশের খাদ্য নিরাপত্তায় অভ্যন্তরীণ বাজারের উপরেই নির্ভরতা বৃদ্ধির তাগিদ দিয়া আসিতেছি। সেই কারণেই ধান-চাউলের সংগ্রহ নিশ্চিতকরণে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ জরুরি।
সরকার চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সাড়ে ৩ লক্ষ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করিয়াছে, যথায় ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাউল ক্রয় হইবে ১৪ লক্ষ টন। বোরো মৌসুমেই অধিক উৎপাদন হয় বিধায় এই ধান-চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে এই সময়কেই প্রাধান্য দিতে হইবে। তজ্জন্য সরকারকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করিতে হইবে। গত বোরো মৌসুমেই যথায় ৫ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, তথায় এইবার উহা হ্রাসকরণের হেতু কী? আমরা বিশ্বাস করি, সরকার যদি লক্ষমাত্রার সম্পূর্ণই কৃষকের নিকট হইতে সরাসরি ক্রয় করিতে পারে, উহাতে কৃষক ও ভোক্তা উভয়ই লাভবান হইবে। এই ক্ষেত্রে আর্দ্রতা সমস্যার সমাধান হিসাবে স্থানীয় পর্যায়ে আর্দ্রতা অনুযায়ী ধানের মূল্য নির্ধারণসহ অন্যান্য শর্ত শিথিল করা যাইতে পারে।

চাউলের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ইতোপূর্বে চাউল কল মালিকদের কারসাজি আমরা দেখিয়াছি। সরকারের মজুত লক্ষ্যমাত্রা পূরণ না হইবার ক্ষেত্রেও তাহাদের দায় উপেক্ষা করিবার অবকাশ নাই। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষক, চাউল কল মালিক, সরকার তথা সকল পক্ষের আন্তরিক ও ঐক্যবদ্ধ প্রয়াস জরুরি। এই ক্ষেত্রে নিঃসন্দেহে সরকারের দায়িত্ব অধিকতর। তজ্জন্য চাউল কল মালিকগণের সহিত সমঝোতার মাধ্যমে লক্ষ্যমাত্রা পূরণে বাস্তব ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। কৃষকের প্রধান অভিযোগ যেহেতু মূল্য লইয়া, উহাও বিবেচনা করিতে হইবে বৈ কি। এইবার সেচ যন্ত্রের জ্বালানি ও বিদ্যুতের মূল্য, তৎসহিত বৃদ্ধি পাইয়াছে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হিসাবে, বোরো ধানের উৎপাদন ব্যয় ১০ শতাংশ বৃদ্ধি পাইয়াছে। তজ্জন্য কৃষকের ন্যায্যমূল্য অবশ্যই অগ্রাধিকারপ্রাপ্য। সেই অগ্রাধিকার যদি চাউল কল মালিকগণের ধানের ক্রয়কাল অতিক্রম করিয়া যায়, তাহা হইলে তো সকলই গরল ভেল!

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ধ ন চ উল র লক ষ য সরক র র চ উল ক চ উল র অন য য়

এছাড়াও পড়ুন:

ক্যানসারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শরীরে ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। বমি ও নিম্ন রক্তচাপের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যানসারের প্রাথমিক ধাপ ধরা পড়ে। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

আরো পড়ুন:

৬ বছর পর ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ প্লে-অফে বলিভিয়া

মারাকানায় ব্রাজিলের বড় জয়

প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর তার ত্বকের ক্যানসারের প্রাথমিক ধাপ ধরা পড়ে।

বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, তার ত্বকের পরীক্ষা করে ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ শনাক্ত হয়েছে।এটি ত্বকের মাঝারি মাত্রার ক্যানসার, যা সবচেয়ে হালকা ও সবচেয়ে আক্রমণাত্মক ধাপের মাঝামাঝি পর্যায়ে রয়েছে।

চিকিৎসকরা বলেছেন যে, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। ৭০ বছর বয়সী বলসোনারো গত মঙ্গলবার বমি এবং নিম্ন রক্তচাপের কারণে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে ক্যানসারের বিষয়টি গত রবিবারের পরীক্ষায় ধরা পড়ে, যখন তার বুক ও হাতে থাকা ক্ষতস্থানের টিস্যু অপসারণ করা হয়েছিল।

তার অনকোলজিস্ট ক্লাউদিও বিয়ারোলিনি জানিয়েছেন, বলসোনারোর ক্যানসার ‘ইন সিটু’ ধাপে রয়েছে, অর্থাৎ অস্বাভাবিক কোষগুলো এখনো ছড়িয়ে পড়েনি। অস্ত্রোপচারই এর চিকিৎসার জন্য যথেষ্ট হবে। বর্তমানে বলসোনারোর শরীরে সেলাই ও ব্যান্ডেজ রয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে খোলা হবে বলে আশা করা হচ্ছে। বুধবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন, যেখানে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

বলসোনারো ২০২২ থেকে ২০২৩ সালে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ার আগেই গৃহবন্দি ছিলেন। সম্প্রতি তাকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেসের নির্দেশ অনুযায়ী, গৃহবন্দিত্বে থাকলেও চিকিৎসা জরুরি হলে তিনি বাসার বাইরে যেতে পারেন। তবে প্রতিবারই তার আইনজীবীদের আদালতে চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হয়।

বলসোনারোর সমর্থকরা তার স্বাস্থ্য পরিস্থিতিকে যুক্তি হিসেবে তুলে ধরছেন, যাতে তিনি কারাগারে না গিয়ে বাড়িতেই সাজা ভোগ করতে পারেন। তাদের দাবি, কারাগারে নিলে তার শারীরিক জটিলতা বা দুর্ব্যবহারের ঝুঁকি বাড়বে।

তার জ্যেষ্ঠ পুত্র সিনেটর ফ্লাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “আমার বাবা আগেও কঠিন লড়াই লড়ে জয়ী হয়েছেন। এবারও ভিন্ন কিছু হবে না।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ